![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ফারিদুজ্জামান স্বাধীন শহুরে কবি হয়ত !
আমাদের দেখা হবে
(ফারিদুজ্জামান স্বাধীন)
।
হঠাৎ ধর আমাদের একযুগ পর দেখা
তুমি দেশের বিখ্যাত ফেমিস্ট হাজারো ক্যামরা আর মানুষের কেন্দ্রবিন্দু তুমি
তুমি কবি হাজার জনতা মুখিয়ে আছে তোমার পানে
তোমার কথা শুনবার জন্য কত অপেক্ষা
আমি দূর থেকে তোমার বাচ্চামিগুলো ভেবে মুচকি হাঁসছি !
আগন্তুক আমি তোমাকে দেখছি সহস্র যুগের অতৃপ্ততা নিয়ে
ধর তোমার চোখ পড়ল আমার দিকে,
ছুটে আসবে কি আমার দিকে?
হাপাতে হাপাতে বলবে " কোত্থেকে এলে ?
কোথায় ছিলে এতদিন?
তোমাকে এত খুজেছি.?
অবশেষে লজ্জারমাথা খেয়ে আমাকে জড়িয়ে ধরে বলবে
"এখনো অপেক্ষায় আছি"
নাকি দূরথেকে দেখেও না দেখার ভান করবে
দেখবে আমার উপরের বিরক্তমুখ একযুগ আগের মতই
ভিতরটা তুমি দেখবার চেষ্ট করবে না ।
আমি নিরবে চলে যাব হয়ত গাড়ির গ্লাস উঠিয়ে ।
সেদিন রাতে আমরা কেউ ঘুমোব না
সেই মাঝ বয়সে আমরা বাচ্চাদের মত কাঁদব!
এইত সেদিনেই তুমি ছিল কত প্রাঞ্জল ,
তোমার ছুটে চলা, তোমার ব্যস্তত্, তোমার বাচ্চামী, তোমার ক্ষিপ্ততা
কিন্তু দেখ আজ কত ঠান্ডা কত কত গম্ভীর
জাতীর উদ্দেশে ভারী ভারী কথ বলছ !!
সময় কতটা নিষ্ঠুর চেনা মানুষগুলো অচেনা হয়ে যায় ।
আচ্ছা কি এটাই তুমি, এটাই তোমার ভিতরের তুমি? !!
আমি জানি হ্যাঁ জানি তুমি কেমন...।
হয়ত আঙ্গুল তুলবে আমার দিকে
আমিই গুড়িয়ে দিয়েছি তোমাকে ।
কিন্তু কখনো জানতে চেয়েছ ?
কখনো কি বলতে দিয়েছ ?
ক খনো কি বুঝতে চেয়েছ ?
এইতো সেদিন শাহাবাগের মোড়ে
তোমার ছেলেমানুষি হাঁঁসি দেখে বুঝেছি কতটা নিষ্পাপ তুমি ।
তীব্র শীতের রাতে খিলখিল হাঁসির শব্দে আমি মুগ্ধ ছিলাম তোমাকে
অবশ্য সেই মুগ্ধতা এখনো কাটেনি একজীবন থাকসে মুগ্ধতা ।
২৫ শে অক্টোবর, ২০১৯ সকাল ৯:১৫
হিমু দা গ্রেট বলেছেন: ভালবাসা নিও প্রিয়
২| ২৫ শে অক্টোবর, ২০১৯ রাত ১২:৫১
সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর।+
২৫ শে অক্টোবর, ২০১৯ সকাল ৯:১৫
হিমু দা গ্রেট বলেছেন: ভালবাসা নিও প্রিয়
৩| ২৫ শে অক্টোবর, ২০১৯ রাত ১:৫৬
মধ্যবিত্তের ছেলে বলেছেন: মনোমুগ্ধকর
২৫ শে অক্টোবর, ২০১৯ সকাল ৯:১৫
হিমু দা গ্রেট বলেছেন: ভালবাসা নিও প্রিয়
৪| ২৫ শে অক্টোবর, ২০১৯ সকাল ৯:৪৮
রাজীব নুর বলেছেন: দেখা হোক, কথা হোক। ভালোবাসাবাসি হোক।
২৫ শে অক্টোবর, ২০১৯ সকাল ১০:১৭
হিমু দা গ্রেট বলেছেন: ধন্যযোগ প্রিয়
©somewhere in net ltd.
১|
২৫ শে অক্টোবর, ২০১৯ রাত ১২:২৫
সৈয়দ তাজুল ইসলাম বলেছেন: হ্যা, কবিতা মুগ্ধ করার মতই ♥
ভালবাসা প্রিয়