![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ফারিদুজ্জামান স্বাধীন শহুরে কবি হয়ত !
তোমাকে আমি লিখছি নাহ,
ধর্মের ডাইনোসরের আগুনে পুড়ছে
আমার দেশ এবং প্রিয়তমেষু।
তোমাকে লিখছি নাহ,
যুদ্ধের বোমা পড়েছে আমার ভাতের থালায়
আধভরা পেট আমার কবিতা গিলেই খাচ্ছে ক্রমশ!
তোমাকে লিখছি নাহ
কারন, মোল্লা পুরুত দখল করেছে
আমার পুর্বপুরুষের রাজপথ!
তোমাকে বহুদিন লিখছি নাহ
কারণ, শহরজুড়ে চেতণার শকুন উড়ছে
তোমাকে গিলে খাবে বলে
তোমাকে বহুদিন লিখছি নাহ
কারণ, আমাদের সূর্য এখন ৯ কিমি দূরে
ভালোবাসা পুড়ে যাবে তীব্রদাহে !
তোমাকে বহুদিন লিখছি নাহ
কারন, আমার ফুসফুস ভারা দূষিত বাতাস
দূষিত করছে আমাদের ভালোবাসা !
তোমাকে লিখছি নাহ
কারন, ৫৭ আমার বেধেঁছে হাত
ফেরেশতার মত খুটিয়ে খুটিয়ে দেখছে আমাকে!
এত লেখা কোত্থেকে আসবে বল ?
ভরা বসন্তে প্রেমের চেয়ে যৌনতার
দাপোট শরীরের রন্ধে রন্ধে ...... ( অসমাপ্ত)
২৫ শে জুলাই, ২০২২ রাত ৯:২৮
হিমু দা গ্রেট বলেছেন: লেখা হয়েই উঠে নাহ
বিচ্ছিন্ন ব্যস্ততায়
২| ২৫ শে জুলাই, ২০২২ রাত ৯:৩৬
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
হুম! ২০২০ সালের ফেব্রুয়ারির পরে
আজ লিখলেন! অনেক সময়!
২৫ শে জুলাই, ২০২২ রাত ১০:৩৬
হিমু দা গ্রেট বলেছেন: জ্বী, ব্লোগটা মরে গেল এক রকম ২০ এর পর !
৩| ২৫ শে জুলাই, ২০২২ রাত ১০:০৬
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: একটি প্রথম শ্রেণীর কবিতা। অভিনন্দন নিন কবি।
২৫ শে জুলাই, ২০২২ রাত ১০:৩১
হিমু দা গ্রেট বলেছেন: হাজারো প্রথম শ্রেনীর কবিতা ৫৭ তে বাধা সাধু!
৪| ২৫ শে জুলাই, ২০২২ রাত ১০:০৭
নয়ন বিন বাহার বলেছেন: হিমুর কবিতা দারুন হয়েছে। ভালোবাসা।
২৫ শে জুলাই, ২০২২ রাত ১০:৩৫
হিমু দা গ্রেট বলেছেন: ধন্যবাদ প্রিয়।
৫| ২৬ শে জুলাই, ২০২২ ভোর ৬:৫০
ৎৎৎঘূৎৎ বলেছেন: বৃস্টি ভেজা ভোরে আপনার এতো সুন্দর কবিতা দিয়ে দিন শুরু করলাম। কবিতা রোগই। নিয়ে বাচতে ইচ্ছে করে।
২৬ শে জুলাই, ২০২২ সন্ধ্যা ৬:১১
হিমু দা গ্রেট বলেছেন: ধন্যবাদ এবং শুভ কামণা
©somewhere in net ltd.
১|
২৫ শে জুলাই, ২০২২ রাত ৯:২৫
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
এইতো আজকে লিখে
ফেললেন!
দারুন হয়েছে!