![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ভালো লাগে না কোন কিছুই
অবুঝ মনের মাঝে
মন বড় আজ দিশেহারা
কিছু নাহি সে বোঝে।
সে যে আজ নেমেছে পথে
অচেনা কারো খোঁজে
সারাদিন সে ভেবে যায়
একলা আপন মনে।
পথমাঝে জিজ্ঞাসিবে
প্রতি জনে জনে
কোথায় গেলে হবে দেখা
আপন কারো সনে।
যে হবে মোর জীবনসাথী
জীবন মরণে
তারে কি মিলবে দেখা
এই না ভুবনে?
২৫ শে অক্টোবর, ২০১৯ রাত ১১:৫১
হিমু কবি বলেছেন: আপনার সহযোগিতা কামনা করছি । একটু পাশে পেলে হয়তো সামনের দিকে এগিয়ে যেতে পারবো ।
২| ২৭ শে অক্টোবর, ২০১৯ রাত ২:২০
জুনায়েদ বি রাহমান বলেছেন: অনুভূতির ছন্দময় প্রকাশ, ভালো হয়েছে।
২৭ শে অক্টোবর, ২০১৯ সন্ধ্যা ৬:১৮
হিমু কবি বলেছেন: ধন্যবাদ আপনাকে
©somewhere in net ltd.
১|
২৫ শে অক্টোবর, ২০১৯ রাত ১১:২৯
পদাতিক চৌধুরি বলেছেন: আরো একটু ভাবনা চিন্তা করলে বা বানানে সতর্ক হলে ভালো হতো।
শুভকামনা সতত।