![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মা
তোমায় হাজার সালাম
শুকরিয়া দরবারে তার
যে পাঠিয়েছে তোমায়
এ নিখিল ধারায়
যে পাঠিয়েছে তোমায়
আমার মাতৃ-রূপে।
তোমাকে না পাঠালে
এ অবনী তরে
দেখিতাম না কিছুই আমি
স্রষ্টার সৃষ্টি প্রাণ ভরে।
দেখিতাম না শূন্য-লোকের
এই চাঁদ-তারা
মেঘ থেকে ঝরে পড়া
বৃষ্টির ধারা।
দেখিতাম না রবির আলোর
আলোকিত দিবা
দিবা শেষে নিশি হওয়া
প্রগাঢ় তমিস্রা।
দেখিতাম না গাছপালা
ফল আর ফুল
আছে যতো পাখ-পাখালি
পশুকুল।
দেখিতাম না গিরি, হ্রদ
নদী সমুদ্দুর
পানিতে বাসকরা
মৎস্য কুল।
দেখিতাম না পাহাড়-পর্বত
ঝর্ণার বাহার
আছে যতো দৃষ্টি নন্দন
জল প্রপাত।
মোদের করেছে স্রষ্টা
কতো কিযে দান
সবকিছু রয়ে গেলো
উল্লেখহীন।
স্রষ্টার এ দানের
নেইতো কোনো শেষ
লক্ষ-কোটি বার করিলেও শুকরিয়া
হবে নাতো শেষ।
©somewhere in net ltd.