নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

।---versesphere---।

সমস্ত আকাশ থেকে রাত্রি আর বৃষ্টি ঝরে পড়ে

শিরীষ

-স্বত্বাধিকারে- © দীপন চক্রবর্তী [email protected]

শিরীষ › বিস্তারিত পোস্টঃ

মিথি তুমি নউমির রাত নেমে কালো

০১ লা জুলাই, ২০১১ রাত ১১:৫৯

দিব্যদোয়েল ঝাঁক ঝাঁক পাখি

আলোর পাখিরা ভালো

মিথি হয়ে আছো নউমির রাত -

রাত নেমে এলে কালো



নিরিখ জানো না প্রাণের

স্রবনের খুশি জানোনি নিশীথি নদী,

মেঘলীন আছে সূর্যের ঘোড়া

বৃক্ষবিরলে তুমি কার প্রতিমান?



নিরুপম অই তোমার ছায়াকা

ছায়ার কপালে পলাশ তিলক

প্রাণের বউলে মেঘমায়াজল

আলোর আসরে পরাগের আফসানি



বর্ণে বর্ণে সুবর্ণা এ রাতে

অখিলবিহারী সুর বাজে, মিথি !

ভিয়োলার সুরে নেচে নেমে আসে জলের ময়ূর

দুরবগাহ নদীতে সুমন্ত্র ঢেউয়ে ভেসে আসে

নিগমের গান



মিথি তুমি জেনো

শূন্য শিসের হার্পুনে আছে বারিষের বিষ

অহং তোমার রুমালী পায়রা

এই হাত থেকে শষ্যের গান ঠোঁটে নিয়ে উড়ে যেতে দিলে

তবে মিথি ভ্রুকৃষ্ণে স্নেহ রেখো কিছু...

মন্তব্য ৯০ টি রেটিং +৩১/-০

মন্তব্য (৯০) মন্তব্য লিখুন

১| ০২ রা জুলাই, ২০১১ রাত ১২:০৬

পাহাড়ের কান্না বলেছেন: প্রথম ভালো লাগায় আপ্লুত।

০২ রা জুলাই, ২০১১ রাত ১২:১৪

শিরীষ বলেছেন:
শুভরাতি পাহাড়।

২| ০২ রা জুলাই, ২০১১ রাত ১২:২৮

সায়েম মুন বলেছেন:
মিথি তুমি জেনো
শূন্য শিসের হার্পুনে আছে বারিষের বিষ
অহং তোমার রুমালী পায়রা
এই হাত থেকে শষ্যের গান ঠোঁটে নিয়ে উড়ে যেতে দিলে
তবে মিথি ভ্রুকৃষ্ণে স্নেহ রেখো কিছু...
-----------মিষ্টি শিরীষ কবিতা!

০২ রা জুলাই, ২০১১ সকাল ৯:১৮

শিরীষ বলেছেন:
শুভ সকাল, সায়েম।

৩| ০২ রা জুলাই, ২০১১ রাত ১২:৫৯

লাবণ্য ও মেঘমালা বলেছেন: নউমির রাত মানে কি নবমীর রাত?
"ভ্রুকৃষ্ণে স্নেহ রেখো কিছু", বাহ কি সুন্দর উপস্থাপনা।
ভালো লাগলো

০২ রা জুলাই, ২০১১ সকাল ৯:২০

শিরীষ বলেছেন:
হ্যাঁ, নবমীর রাত।
ধন্যবাদ মেঘলাবণ্য।

৪| ০২ রা জুলাই, ২০১১ রাত ১:৪৮

মুগ্ধ মানুষ বলেছেন: খুব ভালো লাগলো ! :)

০২ রা জুলাই, ২০১১ সকাল ৯:২১

শিরীষ বলেছেন:
কবিতাবাড়িতে স্বাগতম।
শুভ বর্ষা সকাল।

৫| ০২ রা জুলাই, ২০১১ রাত ২:০৭

আহসান জামান বলেছেন:
এই হাত থেকে শষ্যের গান ঠোঁটে নিয়ে উড়ে যেতে দিলে
তবে মিথি ভ্রুকৃষ্ণে স্নেহ রেখো কিছু...
------------------------------------------------------------------
অদ্ভূত লাবণ্যময় দৃশ্য আঁকেন দাদা! বিমোহিত :)

০২ রা জুলাই, ২০১১ সকাল ৯:২২

শিরীষ বলেছেন:
ধন্যবাদ কবি অনুপ্রাণিত করার জন্য।

৬| ০২ রা জুলাই, ২০১১ ভোর ৬:৪০

ইমন জুবায়ের বলেছেন: ভালো লাগল কবি।

০২ রা জুলাই, ২০১১ সকাল ৯:২২

শিরীষ বলেছেন:
শুভ সকাল ইমন ভাই।
কৃতজ্ঞতা।

৭| ০২ রা জুলাই, ২০১১ বিকাল ৪:৪১

রিয়েল ডেমোন বলেছেন: বরাবরের মত ভালো লাগলো দাদা, ফেবুতে প্রথম পড়েছিলাম :)

০২ রা জুলাই, ২০১১ বিকাল ৪:৪৭

শিরীষ বলেছেন:


থ্যাংকস RD

৮| ০২ রা জুলাই, ২০১১ বিকাল ৫:২৭

শোশমিতা বলেছেন: দিব্যদোয়েল ঝাঁক ঝাঁক পাখি
আলোর পাখিরা ভালো
মিথি হয়ে আছো নউমির রাত -
রাত নেমে এলে কালো ...

ভালো লাগলো কবি!

০২ রা জুলাই, ২০১১ বিকাল ৫:৩১

শিরীষ বলেছেন: ধন্যবাদ সুস্মিতা। শুভেচ্ছা রইল।

৯| ০৩ রা জুলাই, ২০১১ রাত ৮:৪০

নাআমি বলেছেন: নিরিখ জানো না প্রাণের
স্রবনের খুশি জানোনি নিশীথি নদী,
মেঘলীন আছে সূর্যের ঘোড়া
বৃক্ষবিরলে তুমি কার প্রতিমান?

অসাধারন ভাল লাগায় মনটা ভরে গেল !! চমৎকার শিরোনাম সহ কি দারুন শব্দ মালা !!

ভাল থাকবেন......

শুভেচ্ছা অফুরন্ত........শুভরাত্রি.....।

০৩ রা জুলাই, ২০১১ রাত ৯:৫১

শিরীষ বলেছেন:
ধন্যবাদ জানাচ্ছি আপনার আন্তরিক পাঠের জন্য।
শুভরাত্রি।

১০| ০৩ রা জুলাই, ২০১১ রাত ৯:২৩

সমুদ্র কন্যা বলেছেন: সুন্দর!

০৩ রা জুলাই, ২০১১ রাত ৯:৫২

শিরীষ বলেছেন:

অনেক অনেক ধন্যবাদ সমুদ্র কন্যা।

১১| ০৩ রা জুলাই, ২০১১ রাত ৯:৫৫

শাহরিয়ার রিয়াদ বলেছেন:
ভিয়োলার সুরে নেচে নেমে আসে জলের ময়ূর
দুরবগাহ নদীতে সুমন্ত্র ঢেউয়ে ভেসে আসে
নিগমের গান

মিথি তুমি শুনতে কি পাও??
শিরীষ ইজ অলওয়েজ অওসাম

০৩ রা জুলাই, ২০১১ রাত ১০:২৬

শিরীষ বলেছেন:
থ্যাংক ইউ রিয়াদ। খুব ভাল লাগল আপনার প্রকাশ।

১২| ০৪ ঠা জুলাই, ২০১১ সকাল ৯:২১

বৃষ্টিবেস্ট বলেছেন: সুন্দর লিখেছেন, খূব ভাল লাগল।

০৪ ঠা জুলাই, ২০১১ সকাল ৯:২৪

শিরীষ বলেছেন:
আমার পাতায় স্বাগতম আপনাকে।
ভাল থাকবেন।

১৩| ০৪ ঠা জুলাই, ২০১১ দুপুর ১২:৫৭

মেঘ বলেছে যাবো যাবো বলেছেন: প্রথম স্তবকটায় ছন্দ মেলানো হয়েছে, না? ভেবেছিলাম পুরোটাই এরকম হবে। খুব সুন্দর!

বর্ণে বর্ণে সুবর্ণা এ রাতে
অখিলবিহারী সুর বাজে, মিথি!


এর আগেও বেশ কিছু কবিতায় রাতের কথা লিখেছেন। কবির বোধহয় রাত নিয়ে বেশ ফ্যাসিনেশন আছে, না? :)

০৪ ঠা জুলাই, ২০১১ দুপুর ১:০৩

শিরীষ বলেছেন:
হা হা, এই ছন্দ যে আর মিললো না বা মিলতেও পারত অথবা প্রত্যাশিত ছিল - এই কথাটা কেউ বলুক তা খুব চাইছিলাম। :)

(আমি নিশাচর ছিলাম একসময়। আর এখন /:) )

১৪| ০৪ ঠা জুলাই, ২০১১ রাত ৯:৪৯

ডেইফ বলেছেন:
অনেক অনেক ভাল লাগলো প্রিয় কবি শিরীষ'দা।
শুভকামনা রইল সবসময়ের জন্য।

০৪ ঠা জুলাই, ২০১১ রাত ১০:৩২

শিরীষ বলেছেন:


প্রিয় ডেইফ!!!

১৫| ০৪ ঠা জুলাই, ২০১১ রাত ১০:৫৮

কখনো মেঘ, কখনো বৃষ্টি বলেছেন: স্নেহ রেখো কিছু.......

কত্ত সুন্দর মায়া মায়া একটা লেখা!

০৪ ঠা জুলাই, ২০১১ রাত ১১:০৪

শিরীষ বলেছেন:



মেঘমায়াজল
মেঘমায়াজল

=============

১৬| ০৫ ই জুলাই, ২০১১ দুপুর ২:৩৭

anisa বলেছেন: দিব্যদোয়েল ঝাঁক ঝাঁক পাখি
আলোর পাখিরা ভালো
মিথি হয়ে আছো নউমির রাত -
রাত নেমে এলে কালো

প্রাথর্না করি আলোর পাখিরা নেমে আসুক
ধুয়ে যাক যত গ্লানি
অপূর্ব
শুভো দুপুর

০৫ ই জুলাই, ২০১১ রাত ৮:১৪

শিরীষ বলেছেন:
শুভ সন্ধ্যা। ভাল থাকবেন।

১৭| ০৬ ই জুলাই, ২০১১ সন্ধ্যা ৬:১৮

ইসরা০০৭ বলেছেন:
অনেক অনেক ভাল লাগলো প্রিয় কবি শিরীষ'দা।

০৬ ই জুলাই, ২০১১ সন্ধ্যা ৭:০৯

শিরীষ বলেছেন: আন্তরিক ধন্যবাদ জানবেন। শুভসন্ধ্যা, ইসরা।

১৮| ০৭ ই জুলাই, ২০১১ দুপুর ১২:২৬

করবি বলেছেন:
অখিলবিহারী সুর বাজে

অখিলবিহারী সুর বাজে । ।

-----------------------------

অহং তোমার রুমালী পায়রা

অহং তোমার রুমালী পায়রা । ।




ভালো লাগা কবি.......

০৭ ই জুলাই, ২০১১ দুপুর ১২:৩০

শিরীষ বলেছেন:
ধন্যবাদ সহ কৃতজ্ঞতা করবী।
শুভ হোক।

১৯| ০৭ ই জুলাই, ২০১১ দুপুর ২:২৯

রাজসোহান বলেছেন: মিথিমোহতে ছিলাম এতক্ষন :)

০৭ ই জুলাই, ২০১১ বিকাল ৩:৩০

শিরীষ বলেছেন:
ভাল থাকবে সোহান।
শুভেচ্ছা অনেক অনেক।

২০| ০৭ ই জুলাই, ২০১১ রাত ৯:০০

অজন্তা তাজরীন বলেছেন: মিথি তুমি জেনো
শূন্য শিসের হার্পুনে আছে বারিষের বিষ
অহং তোমার রুমালী পায়রা
এই হাত থেকে শষ্যের গান ঠোঁটে নিয়ে উড়ে যেতে দিলে
তবে মিথি ভ্রুকৃষ্ণে স্নেহ রেখো কিছু...




শিরীষ কবিকে ধন্যবাদ ভাললাগার আচ্ছন্নতাকে প্রসারিত করবার জন্য । আবার অপেক্ষা বিচিত্র ভাললাগার নতুন শিরীষিয় কবিতার!!

০৭ ই জুলাই, ২০১১ রাত ৯:১৭

শিরীষ বলেছেন:


ইন্সপায়ার্ড, অজন্তা !!

২১| ০৭ ই জুলাই, ২০১১ রাত ৯:০৮

চর্যা পদ বলেছেন: সুন্দর

০৭ ই জুলাই, ২০১১ রাত ৯:১৮

শিরীষ বলেছেন:
ধন্যবাদ সহ শুভেচ্ছা। ভাল থাকবেন।

২২| ০৮ ই জুলাই, ২০১১ দুপুর ১২:১০

আরিয়ানা বলেছেন: আমার বাংলা শব্দ জ্ঞান খুবই কম। বুঝিনি এই শব্দ গুলো-

নউমির রাত -


নিরিখ

মেঘলীন

আফসানি

অখিলবিহারী, মিথি !
ভিয়োলার
নিগমের গান

অহং তোমার রুমালী পায়রা
মিথি ভ্রুকৃষ্ণে




তবু ভাল লাগলো। :)

০৯ ই জুলাই, ২০১১ রাত ১০:৩৮

শিরীষ বলেছেন: নউমির রাত - নবমী তিথির রাত

নিরিখ - দর/দাম

মেঘলীন - মেঘে বিলীন

আফসানি - ছোঁড়াছুড়ি

অখিলবিহারী - সর্বব্যাপী

মিথি - কারো ডাক নাম

ভিয়োলা - একপ্রকার বাদ্যযন্ত্র

নিগম - বেদ

অহং - অহংকার

:)

২৩| ১২ ই জুলাই, ২০১১ রাত ৯:৪৩

ত্রাতুল বলেছেন:
শব্দ ইটের রাস্তা এত মসৃণ হয় কি করে?
শুধু মুগ্ধতায় নিমজ্জন।

১৫ ই জুলাই, ২০১১ সকাল ৯:০৯

শিরীষ বলেছেন: শুভ সকাল সুপ্রিয় !

২৪| ১৩ ই জুলাই, ২০১১ ভোর ৬:৩৩

বন্ধু তুহিন প্রাঙ্গনেমোর বলেছেন: আবারও একটা নতুন ভালো লাগা----নতুন কবিতা। অসাধারণ............... B-)

১৫ ই জুলাই, ২০১১ সকাল ৯:১০

শিরীষ বলেছেন:

বন্ধু তুহিন
প্রাঙ্গনেমোর...

২৫| ১৩ ই জুলাই, ২০১১ বিকাল ৪:৩৫

লিটল হামা বলেছেন: এর ঘ্রাণ নিতে হয় চোখ বুঁজে! সুগন্ধী।

১৫ ই জুলাই, ২০১১ সকাল ৯:১১

শিরীষ বলেছেন:


প্রীতি...

২৬| ১৩ ই জুলাই, ২০১১ বিকাল ৫:০৩

শায়মা বলেছেন: ভাইয়া তোমার কবিতার থেকেও কবিতার শিরোনামগুলোই যেন এক একটা কবিতা হয়ে যায়। সত্যি আমি অবাক হয়ে যা্ই!!!

১৫ ই জুলাই, ২০১১ সকাল ৯:১৩

শিরীষ বলেছেন:

শুভ সকাল শায়মা !

২৭| ১৪ ই জুলাই, ২০১১ রাত ৩:২৫

পাপতাড়ুয়া বলেছেন: অনেকদিন পর শিরীষ পাঠ।

ছন্দের অধারাবাহিকতা ইচ্ছা করেই?

১৫ ই জুলাই, ২০১১ সকাল ৯:১৪

শিরীষ বলেছেন:
হ্যাঁ।

থ্যাংকস সোহেল !

২৮| ১৮ ই জুলাই, ২০১১ দুপুর ১২:২৪

সোমহেপি বলেছেন: অনেক মিষ্টি।কবি....ছুতে ইচ্ছে হয়,পানও

১৯ শে জুলাই, ২০১১ বিকাল ৪:৫২

শিরীষ বলেছেন:
ভাল থাকবেন সোম।

২৯| ২৯ শে জুলাই, ২০১১ দুপুর ১২:২৫

সৈয়দা আমিনা ফারহিন বলেছেন:
চোখ দু'টোতে ঘোর লেগে যায়
নওমীর রাতে রূপকথার রূপকথায় !!

মনে মনে একটা প্লট ঘুরছিল ..... এখন আরো খেলে যাচ্ছে !!

০১ লা আগস্ট, ২০১১ দুপুর ১২:১৩

শিরীষ বলেছেন:
ধন্যবাদ আপনাকে ফারহিন।

৩০| ০৬ ই আগস্ট, ২০১১ সকাল ৭:২৪

নাআমি বলেছেন: কেমন আছেন ? ভাল তো সব ?

১২ ই সেপ্টেম্বর, ২০১১ বিকাল ৪:৪৯

শিরীষ বলেছেন:
ভাল আছি :)

৩১| ০৯ ই আগস্ট, ২০১১ ভোর ৫:৩৬

দূরদ্বীপবাসিনী_ বলেছেন: সুন্দর কবিতা।

১২ ই সেপ্টেম্বর, ২০১১ বিকাল ৪:৪৯

শিরীষ বলেছেন:
থ্যাংক ইউ, দূরদ্বীপ !

৩২| ১০ ই আগস্ট, ২০১১ সকাল ১১:২৮

ফাইরুজ বলেছেন: সুন্দর :) :) :) :)

১২ ই সেপ্টেম্বর, ২০১১ বিকাল ৪:৫০

শিরীষ বলেছেন:
ধন্যবাদ ফাইরুজ :)

৩৩| ১০ ই আগস্ট, ২০১১ সকাল ১১:৩৪

ঘুমন্ত আমি বলেছেন: ভালো লাগলো

১২ ই সেপ্টেম্বর, ২০১১ বিকাল ৪:৫১

শিরীষ বলেছেন:
ব্লগে স্বাগতম আপনাকে।
ধন্যবাদ পাঠের জন্য।

৩৪| ১৪ ই আগস্ট, ২০১১ রাত ১২:০৯

নাদিয়া জামান বলেছেন: চমৎকার একটা লেখা ... অনেক ভাললাগা রইলো

১২ ই সেপ্টেম্বর, ২০১১ বিকাল ৪:৫২

শিরীষ বলেছেন:
কবিতা পাতায় স্বাগতম আপনাকে। শুভ হোক।

৩৫| ২৩ শে আগস্ট, ২০১১ ভোর ৫:১১

আরিয়ানা বলেছেন: মানে যে গুলো বলেছেন তারও কিছু কিছুর মানে জানি না :( :#>

১২ ই সেপ্টেম্বর, ২০১১ বিকাল ৪:৫২

শিরীষ বলেছেন: :( :(

৩৬| ২৪ শে আগস্ট, ২০১১ রাত ১১:২৮

মাহী ফ্লোরা বলেছেন: কি যে নরম আর মিষ্টি কয়টা লাইন। পড়তে শুরু করলাম আর শেষ হয়ে গেল!

১২ ই সেপ্টেম্বর, ২০১১ বিকাল ৪:৫৩

শিরীষ বলেছেন:
আপনাকে ধন্যবাদ কবি।

৩৭| ২৫ শে আগস্ট, ২০১১ বিকাল ৫:০৫

মুখোশে ঢাকা আমি মুকিত বলেছেন: অসাম।

১২ ই সেপ্টেম্বর, ২০১১ বিকাল ৪:৫৩

শিরীষ বলেছেন:
থ্যাংকস। আমার ব্লগে স্বাগত জানাই।

৩৮| ২৫ শে আগস্ট, ২০১১ রাত ৯:৪৩

শিশিরের বিন্দু বলেছেন: চমৎকার কবিতা ভালো লেগেছে। :)

১২ ই সেপ্টেম্বর, ২০১১ বিকাল ৪:৫৪

শিরীষ বলেছেন:
পড়লেন তাই আমারো ভালো লাগল।

৩৯| ২৮ শে আগস্ট, ২০১১ সকাল ১১:০০

বৃষ্টিধারা বলেছেন: ছিলাম না এতদিন। এসেই পড়ে ফেল্লাম.....

নতুন লিখা নাই,মন্তব্যের উত্তর নাই .....কেন ?

কই আপনি ? ভালো আছেন তো ??

১২ ই সেপ্টেম্বর, ২০১১ বিকাল ৪:৫৫

শিরীষ বলেছেন:
ভাল আছি তো। শুভ কামনা।

৪০| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১১ বিকাল ৪:০৩

মুকুট বিহীন সম্রাট বলেছেন: কোথায় হারালেন কবি?

১২ ই সেপ্টেম্বর, ২০১১ বিকাল ৪:৫৫

শিরীষ বলেছেন:
প্রিয় সম্রাট !

৪১| ১৩ ই সেপ্টেম্বর, ২০১১ সকাল ১১:০৪

রেজোওয়ানা বলেছেন: নউমির রাত - নবমী তিথির রাত .....শব্দার্থটা জানা ছিল না।

২২ নম্বর মন্তব্যের রিপ্লাইটা দেখে বুঝলাম বাংলা শব্দের উপর দখল অনেক বেশি।

একেই বোধহয় "শিরীষ কবিতা' বলে......:)

১৩ ই সেপ্টেম্বর, ২০১১ সকাল ১১:১৬

শিরীষ বলেছেন:
ধন্যবাদ রেজোয়ানা :)

৪২| ২৮ শে সেপ্টেম্বর, ২০১১ ভোর ৫:২৭

স্বদেশ হাসনাইন বলেছেন:
আমি শুধু দেখছি কবি, এভাবেও যায় লেখা!
তূণ প্রমিতি ধণুর আবেগ
কুয়োর শ্যামল সবুজ শাড়ী আশান্তরী, ভুসা কালির কপাল ফোঁটা
কপালী সে মনোহরণ, রুমালী যে পায়রা পুষি মিথির জন্য
কন্যা অন্য অরণদিতি..

২৯ শে সেপ্টেম্বর, ২০১১ সকাল ১১:১১

শিরীষ বলেছেন:
কবি তব মনোভূমি...

৪৩| ২৯ শে অক্টোবর, ২০১১ বিকাল ৪:২৬

চাটিকিয়াং রুমান বলেছেন: নিরুপম অই তোমার ছায়াকা
ছায়ার কপালে পলাশ তিলক
প্রাণের বউলে মেঘমায়াজল
আলোর আসরে পরাগের আফসানি


অনেক সুন্দর কবিতা। :) :) :)

০৩ রা নভেম্বর, ২০১১ সকাল ৯:৪০

শিরীষ বলেছেন:

ধন্যবাদ জানাই।
শুভ সকাল।

৪৪| ২৬ শে ডিসেম্বর, ২০১১ রাত ১২:৪২

কথক পলাশ বলেছেন: ভিয়োলার সুরে নেচে নেমে আসে জলের ময়ূর
দুরবগাহ নদীতে সুমন্ত্র ঢেউয়ে ভেসে আসে
নিগমের গান


আপনার সব কবিতাই ভাবার মত লাইনে ভরপুর থাকে। বহুদিন পরে এলাম আপনার ব্লগে। দিনগুলো ভালো যাচ্ছিলো না। এখন কিছুটা সামলে নিয়েছি।
কেমন আছেন?

০৮ ই জানুয়ারি, ২০১২ সকাল ১১:৪০

শিরীষ বলেছেন:

ভালো আছি প্রিয় বসন্ত প্রসূন। আপনাকে দেখে ভাল লাগছে। পাঠে অনেক অনেক ভালো লাগা।

৪৫| ০৫ ই জুন, ২০১৬ বিকাল ৫:৩২

বিজন রয় বলেছেন: মুগ্ধ।

৪৬| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:৩৯

মিথী_মারজান বলেছেন: অসাধারণ!!!
অসম্ভব সুন্দর!!!
ইশ্!কবিতার সৌভাগ্যবতী মিথি'র জন্য অনেক অনেক হিংসা! (কারণ কি সুন্দর একটা কবিতা মিথি নামের মানুষটিকে নিয়ে লেখা।:))
কবি এবং মিথিকে আমি মিথীর পক্ষ থেকে অনেক শুভকামনা।:)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.