নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি 'হিটাকাঙ্ক্ষী' নই 'হিতাকাঙ্খী'

হিতাকাঙ্খী

আমার অনুর্ভর মস্তিষ্কে তেমন কোন লেখাই আসেনা যাহা আদৌতে প্রকাশ যোগ্য তাই বিভিন্ন সূত্র থেকে সংগ্রহ করে সবার জন্য উপকারী লেখাগুলো তথ্যসূত্র সহ \'কপি-পেষ্ট\' করি। পোষ্ট \'হিট\'- হলো কি-না হলো এতেও আমার কিছু যায়-আসে না, এককথায় আমি, \'হিটাকাঙ্ক্ষী\' নই, তবে নিঃসন্দেহে সবার \'হিতাকাঙ্খী\'। (তথ্য অথবা তথ্যসুত্রগুলো যদি কারো কাছে নির্ভরযোগ্য মনে না হয়, তবে এড়িয়ে যাবার বিনীত অনুরোধ রইল। পোষ্টগুলোতে আপনার বিরক্তি সাদরেই গৃহীত হবে)

হিতাকাঙ্খী › বিস্তারিত পোস্টঃ

“ফোলা গাল কমাতে ৫টি ব্যায়াম”

২০ শে মার্চ, ২০১৩ দুপুর ১২:৫৮

1. মুখ যত দূর সম্ভব বিস্তৃত করে হাসুন। ঠোট বন্ধ রেখে এবং দাত বের করে- একবার একবার করে দুই ভাবেই হাসুন। এক এক ভাবে অন্তত ৫ বার ব্যায়ামটি করুন।



2. মুখ বন্ধ করে, ঠোট চোখা করে দুই গাল চুপসিয়ে ভেতরে নিয়ে যান। এভাবে ১০ সেকেন্ড ধরে রেখে ছেড়ে দিন। মোট ১০ বার করুন।



3. মুখ বন্ধ করে বাম গালে যতদূর সম্ভব বাতাস ভর্তি করে ফোলান। এভাবে ৫ সেকেন্ড ধরে রাখুন। এবার বাতাস ডান গালে পাঠিয়ে দিয়ে একই ভাবে ৫ সেকেন্ড ধরে রাখুন। প্রতি গালের জন্য ব্যায়ামটি ৫ বার করুন।



4. মুখ বিস্তৃত করে খুলুন, এবার জীহবা যত দূর সম্ভব বের করে ৫ সেকেন্ড ধরে রাখুন। এভাবে ১০ বার করুন।



5. ঠোট চোখা এবং গোল করে ইংরেজী “O” এর আকৃতিতে রাখুন। এবার ঠোটের কোনা দুই পাশে কিছুটা বিস্তৃত করে হাসার ভংগী করুন। এভাবে ৫ সেকেন্ড রাখুন। মোট ১০ বার করুন।



(সংগৃহীত)

মন্তব্য ৬ টি রেটিং +১/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ২০ শে মার্চ, ২০১৩ দুপুর ১:০৪

দুরণ্ত সাহস বলেছেন: ভাই আপনার পোস্ট পইড়া পইড়া বেয়াম করতাছিলাম.... আশে পাশের পিচ্ছি পাচ্চি রা ত ডরে কাইন্দা শ্যাষ।

২০ শে মার্চ, ২০১৩ দুপুর ২:০৬

হিতাকাঙ্খী বলেছেন: :||

২| ২০ শে মার্চ, ২০১৩ দুপুর ১:১২

কান্ডারি অথর্ব বলেছেন:
ভাই ছবি সহকারে দিলে ভালা হইত

৩| ২০ শে মার্চ, ২০১৩ দুপুর ২:১২

সাউন্ডবক্স বলেছেন: Hehe...

৪| ২০ শে মার্চ, ২০১৩ দুপুর ২:১২

সাউন্ডবক্স বলেছেন: Hehe...

৫| ২১ শে মার্চ, ২০১৩ সকাল ১১:০৮

লুক্কায়িত বলেছেন: ভাই গাল ফোলাতে কোন ব্যায়াম আছে??

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.