নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি 'হিটাকাঙ্ক্ষী' নই 'হিতাকাঙ্খী'

হিতাকাঙ্খী

আমার অনুর্ভর মস্তিষ্কে তেমন কোন লেখাই আসেনা যাহা আদৌতে প্রকাশ যোগ্য তাই বিভিন্ন সূত্র থেকে সংগ্রহ করে সবার জন্য উপকারী লেখাগুলো তথ্যসূত্র সহ \'কপি-পেষ্ট\' করি। পোষ্ট \'হিট\'- হলো কি-না হলো এতেও আমার কিছু যায়-আসে না, এককথায় আমি, \'হিটাকাঙ্ক্ষী\' নই, তবে নিঃসন্দেহে সবার \'হিতাকাঙ্খী\'। (তথ্য অথবা তথ্যসুত্রগুলো যদি কারো কাছে নির্ভরযোগ্য মনে না হয়, তবে এড়িয়ে যাবার বিনীত অনুরোধ রইল। পোষ্টগুলোতে আপনার বিরক্তি সাদরেই গৃহীত হবে)

হিতাকাঙ্খী › বিস্তারিত পোস্টঃ

জরুরী প্রয়োজনে কিছু অপ্রচলিত জিনিস!

১৬ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১২:৩৪





কখনও ভেবেছেন দাড়ি কামাতে গিয়ে কেটে গেলে রক্তপাত কিভাবে বন্ধ করবেন বা পোকার কামড়ালে কি করবেন? খুব অল্প খরচের মধ্যেই কিছু জিনিস পত্র যেমন ব্যান্ডেজ, থার্মোমিটার, বরফ টুকরো, রক্তচাপ মাপার যন্ত্র বা রক্তের চিনি মাপার যন্ত্র ইত্যাদি কিনে আনুন ঘরে।



১. অ্যাসপিরিন: হার্ট অ্যাটাকের মূহুর্তে এটি আপনার জীবন রক্ষা করতে পারে। অ্যাসপিরিন রক্তকে পাতলা করে, সুতরাং এটি রক্তনালীতে রক্ত জমাট বাঁধতে দেয় না। হার্ট অ্যাটাকের সম্ভাবনা দেখা দিলে প্রথমেই অ্যাম্বুলেন্স ফোন দিন এবং দরজা খুলে দিন। অ্যাম্বুলেন্স আসতে দেরি হবে জানলে ৩০০ মিলিগ্রাম ট্যাবলেট চিবিয়ে খাবেন। হাসপাতালে গিয়ে অ্যাসপিরিন সেবনের তথ্যটি জানাবেন।



২. বেকিং সোডা: জরুরী মূহুর্তে পেষ্ট শেষ? বিচলিত হবেন না, ব্রাশে বেকিং সোডা নিয়ে দাঁত মেজে নিন। বেকিং সোডাও পেষ্ট হিসাবে কাজ করে দাঁত করে তুলবে ঝকঝকে।



৩. সিগারেট মোড়ানোর কাগজ: দাড়ি কামাতে গিয়ে গাল কেটে গেলে সিগারেট মোড়ানোর কাগজ দ্রুত রক্তপাত বন্ধ করতে পারে।



৪. পরিষ্কার সাদা সিরকা: পোকামাকড় কামড়ালে সিরকা দিয়ে কামড়ানোর জায়গাটি পরিষ্কার করে দিন।



৫. মাপার ফিতা: কিছু দিন পরপর আপনার কোমর মেপতে মাপার ফিতা কাজে দিবে। কোমর কেন মাপবেন? কোমরের মাপের সাথে দেহের ওজনের সাথে সম্পর্ক রয়েছে। বাঙালী পুরুষের কোমরের মাপ হবে ৩৭ ইঞ্চির কম, আর নারীর কোমরের মাপ হবে ৩১.৫ ইঞ্চির কম।



৬. ভ্যাজলিন: কোথাও কেটে গেলে ভ্যাজলিন ক্ষতস্থানকে এন্টিবায়োটিকের মত সুরক্ষা দেয়।



৭. মাখন: ত্বকের এলার্জি এবং শুষ্কতা দূর করতে মাখন খুব ভাল কাজ করে।



(সংগৃহীত)

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ১৬ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১২:৪৮

আউলাঝাউলা পাগল বলেছেন: খুব সুন্দর পোস্ট ++++

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.