![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার অনুর্ভর মস্তিষ্কে তেমন কোন লেখাই আসেনা যাহা আদৌতে প্রকাশ যোগ্য তাই বিভিন্ন সূত্র থেকে সংগ্রহ করে সবার জন্য উপকারী লেখাগুলো তথ্যসূত্র সহ \'কপি-পেষ্ট\' করি। পোষ্ট \'হিট\'- হলো কি-না হলো এতেও আমার কিছু যায়-আসে না, এককথায় আমি, \'হিটাকাঙ্ক্ষী\' নই, তবে নিঃসন্দেহে সবার \'হিতাকাঙ্খী\'। (তথ্য অথবা তথ্যসুত্রগুলো যদি কারো কাছে নির্ভরযোগ্য মনে না হয়, তবে এড়িয়ে যাবার বিনীত অনুরোধ রইল। পোষ্টগুলোতে আপনার বিরক্তি সাদরেই গৃহীত হবে)
- দেহের তাপমাত্রা নিয়ন্ত্রণ করে।
- ত্বকের আর্দ্রতা ফিরিয়ে দেয়।
- ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করে।
- চুলের গোড়া শক্ত করে।
- মূত্র সংক্রমণজনিত সমস্যা দূর করে।
- ডায়রিয়া, ডায়াবেটিস রোগীদের জন্য লাউ যথেষ্ট উপকারী সবজি।
- ডায়রিয়াজনিত পানিশূন্যতা দূর করে।
- ডায়াবেটিকসহ সব রোগীর রক্ত পরিষ্কার রাখে।
- ঘামজনিত লবণের ঘাটতি দূর করে।
- দাঁত ও হাড়কে করে মজবুত।
- কিডনির কার্যক্ষমতা বৃদ্ধি করে।
- লাউ উচ্চ রক্তচাপবিশিষ্ট রোগীদের জন্য এটি দুশ্চিন্তামুক্ত সবজি।
- নিয়মিত খেলে মাতৃদুগ্ধ বৃদ্ধি পায়।
- খাবার হজমে সাহায্য করে।
- পরিপূর্ণ ঘুমের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
- লাউয়ে কোষ্ঠকাঠিন্য দূর হয়।
- এসিডিটি দূর করতেও লাউয়ের জুড়ি নেই।
(সংগৃহীত)
২| ১৩ ই জুন, ২০১৩ দুপুর ১২:১৫
ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: হুমম... ধন্যবাদ।
৩| ১৩ ই জুন, ২০১৩ দুপুর ১:২১
আরজু পনি বলেছেন:
১ম প্লাস সহ ধন্যবাদ ।
©somewhere in net ltd.
১|
১৩ ই জুন, ২০১৩ দুপুর ১২:১১
রাঙ্গাকলম বলেছেন: আল্লাহ আপনার ভাল করুন। অনেক কিছু শেখার আছে এইখানে
ধন্যবাদ