![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার অনুর্ভর মস্তিষ্কে তেমন কোন লেখাই আসেনা যাহা আদৌতে প্রকাশ যোগ্য তাই বিভিন্ন সূত্র থেকে সংগ্রহ করে সবার জন্য উপকারী লেখাগুলো তথ্যসূত্র সহ \'কপি-পেষ্ট\' করি। পোষ্ট \'হিট\'- হলো কি-না হলো এতেও আমার কিছু যায়-আসে না, এককথায় আমি, \'হিটাকাঙ্ক্ষী\' নই, তবে নিঃসন্দেহে সবার \'হিতাকাঙ্খী\'। (তথ্য অথবা তথ্যসুত্রগুলো যদি কারো কাছে নির্ভরযোগ্য মনে না হয়, তবে এড়িয়ে যাবার বিনীত অনুরোধ রইল। পোষ্টগুলোতে আপনার বিরক্তি সাদরেই গৃহীত হবে)
১. এক গ্লাস হালকা গরম পানিতে লেবু ও একটু লবণ দিয়ে শরবত তৈরি করে প্রতিদিন সকালে খাবেন।
২.সকালে দুই বা তিন কোয়া কাঁচা রসুন খেতে হবে। লেবুর শরবত পান করার পরই এটি খেয়ে নিলে ভালো ফল পাওয়া যাবে। এ পদ্ধতিটি আপনার শরীরের ওজন কমানোর প্রক্রিয়াটি দ্বিগুণ গতিতে করবে। একই সঙ্গে আপনার শরীরের রক্ত সঞ্চালন হবে মসৃণ গতিতে।
৩. সকালের নাশতায় অন্য খাবারের পরিমাণটা কমিয়ে সেখানে স্থান করে দিতে হবে ফলের। প্রতিদিন সকালে এক বাটি ফল খেলে পেটে চর্বি জমার হাত থেকে অনেকটা রেহাই পাওয়া যাবে।
৪. পেটের চর্বি থেকে মুক্তি পেতে হলে পানির সঙ্গে করতে হবে বন্ধুত্ব। কেননা পানি আপনার শরীরের পরিপাক ক্ষমতা বাড়িয়ে দেয় এবং শরীর থেকে ক্ষতিকর সব কিছু বের করে দিতে সাহায্য করে।
৫. সাদা চালের ভাত থেকে দূরে থাকুন। এর পরিবর্তে আটার তৈরি খাবার খেতে হবে। (সাদা চালের পরিবর্তে লাল বা বাদামী চাল, আর ফাইন আটার চেয়ে হোল গ্রেন আটা খাওয়া দরকার।)
৬. দারুচিনি, আদা, কাঁচা মরিচ দিয়ে রান্না করুন আপনার খাবার। এগুলো শরীরের রক্তে শর্করার মাত্রা কমিয়ে রাখতে সহায়তা করে।
৭. চিনিজাতীয় খাবার শরীরের বিভিন্ন অংশে চর্বি ভূমিকা রাখে, বিশেষ করে পেট ও ঊরুতে। পেটের চর্বি থেকে রেহাই পেতে হলে চিনি এবং চিনিজাতীয় খাবারের সঙ্গে শত্রুতা ছাড়া উপায় নেই।
(সংগৃহীত)
২| ১৮ ই আগস্ট, ২০১৩ সকাল ১১:৫৪
কপোতাক্ষের তীরে এক অসামাজিক বলেছেন: "সাদা চালের ভাত থেকে দূরে থাকুন। এর পরিবর্তে আটার তৈরি খাবার খেতে হবে"
সাদা চালের পরিবর্তে লাল বা বাদামী চাল, আর ফাইন আটার চেয়ে হোল গ্রেন আটা খাওয়া দরকার।
৩| ১৮ ই আগস্ট, ২০১৩ দুপুর ১:২১
নক্শী কাঁথার মাঠ বলেছেন: ব্যায়াম না করলে কোন কিছু খেয়েই পেটের চর্বি কমানো যাবেনা। ব্যায়াম করেও এটা কমানো খুবই কস্টকর।
৪| ১৮ ই আগস্ট, ২০১৩ দুপুর ২:৪৬
chai বলেছেন: ++++
৫| ১৮ ই আগস্ট, ২০১৩ দুপুর ২:৫৫
রাধাচূড়া ফুল বলেছেন: ধন্যবাদ। ভালো লাগল।
৬| ১৮ ই আগস্ট, ২০১৩ বিকাল ৩:১৫
রাজীব নুর বলেছেন: হুম ।
৭| ১৮ ই আগস্ট, ২০১৩ বিকাল ৩:২৫
বটের ফল বলেছেন: +++++++++++++++++++++++++
৮| ১৮ ই আগস্ট, ২০১৩ বিকাল ৩:২৭
অর্ফিয়াস বলেছেন: ভালো পোষ্ট।একটু সচেতন হলে পেটের চর্বি কমানো যায়।
৯| ০৬ ই জানুয়ারি, ২০১৪ রাত ১০:০৮
সানফ্লাওয়ার বলেছেন: কোন কিছুতেই ওজন কমাতে পারছি না। আর গরম পানিতে লেবু খাওয়ার চেষ্টা করছি ক'দিন ধরে, খুবই কষ্টকর একটা কাজ
১০| ০৬ ই জানুয়ারি, ২০১৪ রাত ১০:০৮
সানফ্লাওয়ার বলেছেন: কোন কিছুতেই ওজন কমাতে পারছি না। আর গরম পানিতে লেবু খাওয়ার চেষ্টা করছি ক'দিন ধরে, খুবই কষ্টকর একটা কাজ
©somewhere in net ltd.
১|
১৮ ই আগস্ট, ২০১৩ সকাল ১১:৩২
আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
কাজের পোস্টে ধইন্যা।