![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এক কথায় ভাবুক! বহুকথায় আমি একজন স্বাধীন মানুষ, রোবট নই! তাই কারো কথায় সহজে প্রভাবিত হই না,সবার কথা শুনি, সবার লিখা পড়ি, হৃদয় দিয়ে বোঝার চেষ্টা করি , কেন তিনি এমন করে ভাবছেন!বুদ্ধিমান মানুষের সঙ্গ খুব উপভোগ করি,তাদের সাথে মতের মিল হলে ভাল, না হলে আরও ভাল, গলায় জড়াজড়ি করে বলি, আসেন আপনার কাছ থেকেই নতুন কিছু শেখা যাবে!
সাম্প্রতিক সময়ে হিন্দু ধর্মালম্বীদের উপর যে হামলা করা হচ্ছে তার প্রধান কারন ধর্ম বা গোত্র নয় বরং রাজনৈতিক সাম্প্রদায়িকতা । এই রাজনৈতিক সাম্প্রদায়িকতার কারনেই বাংলাদেশের রাজনৈতিক দলগুলো একে অন্যের উপর হামলা চালিয়ে যাচ্ছে । কখনো তার বলি হচ্ছে আওয়ামলীগ বা বি-এন-পি; মুসলিম বা হিন্দু নয় । বিশ্বজিতের হত্যাই এর সবচেয়ে বড় প্রমান । তাই রাজনীতিবিদদের বলব, এই দেশের মানুষ সাম্প্রদায়িক নয়, হতে পারে না । আপনারা আপনাদের রাজনীতি অন্য কিছু নিয়ে করুন । হিন্দু বা মুসলিম নিয়ে নয় । সাংবাদিকদের কাছে অনুরোধ, হামলা হলে হামলার কারন সত্যটাই প্রচার করুন, বলুন আওয়ামলীগ নেতাকর্মীর বাড়িতে হামলা করা হয়েছে, তার ধর্ম কি তা এখানে কেন আসবে ? মুসলিম আওয়ামলীগ বা বি-এন-পি যখন একে অন্যের বাড়ি হামলা করে, তখন কি আপনারা বলেন যে সংখ্যা গরিষ্ঠ একে অন্যের বাড়িতে হামলা করেছে । আপনারা আপনাদের রাজনৈতিক সাম্প্রদায়িকতাকে ধর্মীয় সাপ্রদায়িকতায় রুপ দেবেন না ।
এর আশু কোন সমাধান আছে বলেও মনে হচ্ছে না । কারন প্রজারা কয়েক ভাগে বিভক্ত না হলে রাজারা ক্ষমতার দাবা খেলতে পারবেন না ।
©somewhere in net ltd.