![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এক কথায় ভাবুক! বহুকথায় আমি একজন স্বাধীন মানুষ, রোবট নই! তাই কারো কথায় সহজে প্রভাবিত হই না,সবার কথা শুনি, সবার লিখা পড়ি, হৃদয় দিয়ে বোঝার চেষ্টা করি , কেন তিনি এমন করে ভাবছেন!বুদ্ধিমান মানুষের সঙ্গ খুব উপভোগ করি,তাদের সাথে মতের মিল হলে ভাল, না হলে আরও ভাল, গলায় জড়াজড়ি করে বলি, আসেন আপনার কাছ থেকেই নতুন কিছু শেখা যাবে!
-কালকে পরীক্ষা কিন্তু প্রিপারেশান নাই, যাহ শালা অবরোধ । (জব্বর হেপিনেস))
-ছোট বাচ্চারা সন্ধ্যায় পড়াশুনা করতে বসেছে, নেই কারেন্ট , ওফ ছুটি ! (হেপিনেস)
-পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়ছেন ? অন্যরা সেমিস্টার টার্ম, ফাইনাল নিয়ে যখন হাঁসফাঁস করছে, তখন আপনার অফুরন্ত সময় ! (সেশানজট) (স্যাড হ্যাপিনেস)
-ছোট টয়লেট পেয়েছে । কোথাও জায়গা খুঁজে পাচ্ছেন না,মনের সুখে জিপার খুলে দিলেন। (চরম হ্যাপিনেস) ।
-পড়াশোনা না থাকলে ছেলেবেলাটা কত মধুর হত, আ হা ! দেখেন শত শত পথশিশু রাস্তায় ঘুরছে (হৈ হৈ হ্যাপিনেস)
-কত শখ ছিল খোলা আকাশের নিচে ঘুমানোর, সেই ভাব, তাই না? কত মানুষ নির্মম আরামে রাস্তায় ঘুমায় শীত, ঝড়, বৃষ্টিতে। (রিয়েল হ্যাপিনেস)
-ফাঁসির হুকুম ? রাজনীতি করতেন ! আগে বলবেন না? রাষ্ট্রপতির নিঃশর্ত ক্ষমা ! (হেপিনেস the great)
-মেয়ের জামাই (বিয়ের পাত্র) সরকারী চাকরী করে, পুলিশ, কাস্টমস, NBR ? (উপরি ইনকাম হ্যাপিনেস)
-গায়ে হলুদ ! ফুল ভলিউমে উলাল্লা মালাল্লা, দুনিয়া জাহান্নামে যাউক গা । (কুদাকুদি হ্যাপিনেস )
-টিভি খুলেন টাকলারা এমন সংলাপ আর থিওরী শোনাবে যা শুনে আপনি হো হো করে হাসতে বাধ্য । (কুতকুতানি হেপিনেস)
-ঘুষ দিলেন, আর অফিসার ঘুষ খেয়েই কাজ করে দিল, আপনি মহাকৃতজ্ঞ ! (মহা হ্যাপিনেস)
-ঘুষ ছাড়াই সরকারী অফিসে কাজ হয়ে গেল । ( কনফিউসড হ্যাপিনেস )
-মানুষ মারা গেছে ৪ দিনা, চল্লিশা খানা, মেজবান । (খানাপিনা হেপিনেস)
-আপনি যেই দলের বিরোধিতা করেন সেই দলের মানুষ মারা গেছে । ( বোল্ড আউট হেপিনেস)
হয়রান হইয়া গেছি এত্ত হ্যাপিনেস লিখতে লিখতে পরে আবার বাকী কথা বলিব ।
পৃথিবীর আর কোন দেশে আপনি এগুলো পাবেন না, গ্যারেন্টি !
sO , We are the happiest nation of the world ?
©somewhere in net ltd.
১|
২৫ শে জানুয়ারি, ২০১৪ সকাল ৭:১৫
তাজ উদ্দীন সুমন বলেছেন: আহা কি সুখ , মিশুক মিশুক.......অল্প পুজি বেশী রুজি...হা হা চমৎকার