নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সাচৌ

এক কথায় ভাবুক! বহুকথায় আমি একজন স্বাধীন মানুষ, রোবট নই! তাই কারো কথায় সহজে প্রভাবিত হই না,সবার কথা শুনি, সবার লিখা পড়ি, হৃদয় দিয়ে বোঝার চেষ্টা করি , কেন তিনি এমন করে ভাবছেন!বুদ্ধিমান মানুষের সঙ্গ খুব উপভোগ করি,তাদের সাথে মতের মিল হলে ভাল, না হলে আরও ভাল, গলায় জড়াজড়ি করে বলি, আসেন আপনার কাছ থেকেই নতুন কিছু শেখা যাবে!

সাচৌ › বিস্তারিত পোস্টঃ

ঈশপের গল্পঃমৌমাছি সাকিব-আল-হাসান এবং দেশপ্রেমিক বাঙ্গালী !

০৭ ই জুলাই, ২০১৪ সন্ধ্যা ৬:৫৪

এক দেশে এক অজগর সাপ ছিল, সেই অজগর সাপের সাথে একটা মৌমাছির দা-কুমড়া সম্পর্ক ছিল । একদিন অজগর সাপ রাস্তার পাশে শুয়ে রোদ পোহাচ্ছিল, সুযোগ পেয়ে মৌমাছি অজগর সাপের মাথায় হুল ফুটিয়ে দিল । মৌমাছির হুলের বিষ তেমন বেশী নয়, আর অজগরের মোটা চামড়ায় ব্যাথা লাগেনি বললেই চলে । কিন্তু সম্পর্ক যেহেতু দা-কুমড়ার ! অজগর ভাবল, প্রতিশোধ তো তাকে নিতেই হবে ! নইলে ইজ্জত-কূল কিছুই বাকী থাকে না । এদিকে আর এক মহা সমস্যা, মৌমাছি বসে আছে অজগরের মাথার উপর । কিছুতেই সে মৌমাছিকে শায়েস্তা করতে পারছে না । এমন সময় অজগর খেয়াল করল রাস্তা দিয়ে একটা ঠেলাগাড়ি আসছে । অজগর ভাবল এই তো সুযোগ, যেই না ঠেলাগাড়ি অজগরের কাছে এল, সেই মাত্র অজগর তার মাথা গাড়ির চাকার নিচে ঢুকিয়ে দিল ।

অজগর মরার আগে যখন যন্ত্রনায় কাতরাচ্ছিল তখন শকুন এসে তার চোখে ঠোকর মেরে বলছিলঃ প্রতিশোধ নেওয়ার আগে খেয়াল করনি, যে নিজের মাথাও থেতলে যাবে !

খবরঃ

"বোর্ড সভাপতির নির্দেশে সোমবার দুপুর দুইটায় সাকিবের ঘটনাকে কেন্দ্র করে বিসিবি’র সভাকক্ষে বোর্ড মিটিংয়ে সকলের আলোচনায় সিদ্ধান্ত নেয়া হয়। সাকিবকে দেশের ভেতরে ছয় মাসের জন্য সকল ধরনের ক্রিকেট থেকে নিষিদ্ধ করা হয়েছে।

এছাড়া তিনি দেড় বছর বিদেশে কোনো ধরনের ক্রিকেট খেলতে পারবেন না। তাকে বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী ৩১ ডিসেম্বর ২০১৫ সাল পর্যন্ত বিদেশে খেলার জন্য অনুমতি দেয়া হবে না। "

চমৎকার !

বাহ ! কি খুশিতো দেশপ্রেমিক বাঙ্গালী ?

BDR বিদ্রোহের কথা মনে আছে? সকাল নয়টার দিকে যখন হামলা শুরু হল, একে একে আমাদের সব মেধাবী অফিসারদেরকে নৃশংস ভাবে হত্যা করা হচ্ছিল । তখনও কিন্তু খুশিতে বাঙ্গালী লাফাচ্ছিল । মিডিয়ায় দেখানো হচ্ছিল, "অপারেশান চাল ডালে দুর্নীতির কারনে অফিসারদের বিরুদ্ধে BDR সৈনিকদের বিদ্রোহ !"

দেশপ্রেমিক বাঙ্গালী যখন সত্য জানল, এবং বুক চাপড়ে হা-হুতাস শুরু করল, তখন অফিসারদের লাশ নর্দমায় দুর্গন্ধ ছড়াচ্ছিল !

মন্তব্য ০ টি রেটিং +১/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.