![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আনমনে হাওয়ার দলে, এলোমেলো চুলগুলো খাপছাড়া হয়ে উড়ে,
কপল ঢেকে, দৃষ্টি আড়াল হয়ে-
হারিয়ে যাওয়া আকাশ-খুঁজে,খুঁজে গলির পথ শেষে।
দূরের বেলকনি, আকাশ বুঝি একটুখানি,
অট্টালিকা ছুঁয়ে যাওয়া, দুপুর রোঁদে ছায়া হাঁটে,
রাস্তার মোড় পেরিয়ে, তার নিবাস।
কখনো তার দৃষ্টিতে আমি- সান্ধ্য বিকেলে উড়ে যাওয়া কাক পাখি,
রৌদ্রজ্জ্বল, ক্লান্ত দুপুর- ক্লান্ত পথিক, ক্লান্ত কুকুর,
কখনো তার মায়াবী গোচর, তবুও হৃদয়, সে ভীষণ পাথর।
তবুও যখন রাত আসে-
আনমনে হয়ে সে কি যেন ভাবে? কখনো হাসি, কখনো স্তব্ধতা
ষড়ঋতু তার হৃদয়, আবহমান সবুজ সুন্দর তার চোখে ভাসে।
তার হাসিতে শুকনো পাতা, ঝরে যাওয়া স্মৃতি ফুলেল আভা,
শীতের শেষে বসন্ত আসে- তার ঠোঁটে কৃষ্ণচূড়া ফোটে,
আমি বলি তাকে শহুরে দেবী-
পিচ ঢালা পথে, ঘাস নেই; তবুও সে কবিতা-
আমি তার কবি।
২| ২৬ শে মে, ২০১৮ দুপুর ১২:০৫
মোঃ ফখরুল ইসলাম ফখরুল বলেছেন: বেশ
৩| ১৯ শে জুলাই, ২০১৮ দুপুর ১২:১৭
আব্দুল্লাহ্ আল মামুন বলেছেন: ভালো লিখেছেন তো ।।।সুন্দর
©somewhere in net ltd.
১|
২৪ শে মে, ২০১৮ রাত ৮:১৮
রাজীব নুর বলেছেন: ১ এবং ২ দুটাই পড়লাম।
ভালো হয়েছে।