নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

প্রিয়, আমার অন্ধকারও ঈশ্বর।

আরাফাত হোসেন সৈকত

নৈঋত

আরাফাত হোসেন সৈকত › বিস্তারিত পোস্টঃ

নৈ ১৭

২১ শে জুলাই, ২০১৮ রাত ৩:২৭

তোমার শরীরে আমার অজ্ঞাতবাস,
নিঃশব্দে যেথায় শব্দ বুনে যাই,
তোমার অজান্তে বারংবার তোমাকে চাই।

এ- এক অপরুপ সুন্দর, মিথ্যে নয়-
কবিতার দিব্যি খাই।
যদি কখনো বরদান পাই, দু'হাত তুলি বিধাতার দরবারে ব্যাকুল মনে চাই-
সত্তর হুর,নয়কো- বারে বারে যেন তোমারেই পাই।

আঙুল এর ফাকে তোমার আলতো, দু'মুঠো চুলে-
বেয়ে যাবে নগ্ন পিঠে, কপলের ভ্রুক্ষেপে,
নির্মল দু'ঠোটে, সান্ধ্য লালিমা ছুয়ে যাবে কামরাঙা গড়নে,
শাড়ির আঁচল ছড়িয়ে রইবে, যেন মুক্ত আকাশ আমায় ডাকিবে,
যেন উল্লাস ঢেউ বয়ে যাবে আমার স্নায়ু পথে,
প্রেমিকের লালসা? কতকাল সুপ্ত রবে।

ও, ভীষণ লোভ আমার-
তোমার মৃত লাশেও যে চাই অধিকার,
কেন খাবে পোকামাকড়, কাছে পাবে মাটি-
তোমায় রেখেছি আমার বুকে,
তবে কেন শীতল পাটি?

যেমনি মিশেছ আমার শরীরে, চাপা অন্ধকারে- জোছনা গায়ে,
আড়াল হয়েছি,দু'জন- দু'জনে,
শুক্লা কিংবা কৃষ্ণপক্ষ, একাদশীর রাতে।

মাঝে মাঝে ভীষন ভয় হয়,
তোমার নিস্তব্ধতাও বিভীষিকাময়,
এই বুঝি আরো একটি রাতের শেষ, তোমাকে কাছে পাবার আরো একটি প্রহর শেষ,
যদি এমন হত, পৃথিবী থমকে যেত;
তুমি আমি সে একই সময়, একই ক্ষণে দ্যোদুল্যমান আকাশ, নয়তো মহাকাল হয়ে রইতাম,
অনন্তকাল- অমরত্বের অভিলাষ নিয়ে।

তাই তো আমার শব্দের চাষ,
যেথায় তুমি করিবে নিত্য বাস,
তুমি রবে আমার শূন্যতায়, আক্ষেপ গুছবে কবিতার পূর্নতায়

মন্তব্য ৪ টি রেটিং +২/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২১ শে জুলাই, ২০১৮ রাত ৩:৩৭

ঠ্যঠা মফিজ বলেছেন: অনেক ভালো লাগল কবিতা।

২| ২১ শে জুলাই, ২০১৮ সকাল ৮:৫১

মাহবুবুল আজাদ বলেছেন: অদ্ভুত সুন্দর আপনার লেখা। একরাশ মুগ্ধতা রইল।

৩| ২১ শে জুলাই, ২০১৮ সকাল ৯:৩০

রাজীব নুর বলেছেন: কি সুন্দর করে একটার পর একটা শব্দ সাজিয়ে কবিতা লিখেছেন।

৪| ২১ শে জুলাই, ২০১৮ দুপুর ১২:৪৪

জাহিদুল হক শোভন বলেছেন: হাতের লেখা দারুন। চালিয়ে যান।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.