নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

প্রিয়, আমার অন্ধকারও ঈশ্বর।

আরাফাত হোসেন সৈকত

নৈঋত

আরাফাত হোসেন সৈকত › বিস্তারিত পোস্টঃ

নৈ ২১

২৪ শে আগস্ট, ২০১৮ রাত ৩:৩৮

স্বর্গ আর নরকের মাঝে এক বিষাদবৃক্ষ পরগাছা শিকড় ছড়িয়েছে এই তরুহীন-মরু বুকে।
সমুদ্রের বিস্তর শূন্য জলরাশির বয়ে যাওয়া ঢেউয়ে এক নিদারুণ তোমায় ধারণ করে,
জানি, মুক্তি নেই তবুও অবিরাম ছুটে চলা; জানি, নিস্তার নেই তবুও এই নিরন্তর স্রোত পাড়ি দেওয়া,
জানি আকাশ সীমাহীন তবুও আকাশ ছোয়ার কি অধীর বাসনা- তোমায় ছুয়ে দিব, একটুখানি, শুধু একটুখানি স্পর্শকাতর অনুভূতির কাঙালপনা।

সময় তোমাকে নারীত্ব দিলো, প্রকৃতি অপরূপ করে সজ্জিত করল,
প্রেমিকের খোলা চিঠির শব্দ গুলো-
তোমার বুকে নুয়ে ফুল হয়ে ফুটল।

তবুও তুমি সেই ক্লেদ ক্লান্ত দুপুরে ছুটে চলা শহুরে কিশোরী,
শূন্য আকাশে মেঘ উড়ানো মেঘ প্রহরী,
তোমার জানালার বৃষ্টি গুলো প্রতিনিয়ত এই সমুদ্রবুকে এসে মিশে,
তোমার উড়ানো মেঘ গুলো এই সমুদ্রবুকে ঝড় হয়ে ফিরে,
তাই, তোমার জন্য ভালোবাসারাও কালান্তরের, মহাকালের পথে ক্ষতবিক্ষত বিধ্বস্ত রণভূমি,
যেথায় আমি বারংবার পরাজিত হতে আসি, মাথা নুয়ে তোমার সমীপে নিজেরে সপে দিই,
বোধহয়, এই দেবীর চরণে আমার প্রেমের চারণভূমি,
জানি-ঠাই নেই, তবুও ভীষণ ভালোবাসবার ইচ্ছে নিয়ে এই অকুল সমুদ্রে অপেক্ষা করি,
তোমার ছোয়া এক ফোটা বৃষ্টি, তোমার উড়িয়ে দেওয়া এক খন্ড মেঘের জন্য।

মন্তব্য ৪ টি রেটিং +২/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২৪ শে আগস্ট, ২০১৮ সকাল ৯:১০

বিদ্রোহী ভৃগু বলেছেন: বাহ!

সকাল সকাল এক দারুন কাব্যপাঠে মুগ্ধতা!

আমি বরাংবার পরাজিত হতে আসি
মাথা নুয়ে তোমার সমীপে নিজেকে সঁপে দিই
এই দেবীর চরণে আমার প্রেমের চারণভূমি - - -

মুক্তির আশে নিত্য ছুটে চলার নিয়তির মাঝে তোমার অপরুপ সৃজন
আর বারংবার তোমাতে সমপর্ণ -
মৃক্তি তবু যেন অধরা! একফোটা জলের তিয়াস, এক ফোটা বৃস্টি
উড়িয়ে দেয়া এক খন্ড মেঘ যেন চলকের আসনে! না মেটা অনন্ত আকাংখা - - -

++++

২| ২৪ শে আগস্ট, ২০১৮ সকাল ১০:৩৪

জুনায়েদ বি রাহমান বলেছেন: ভালো লেগেছে।

৩| ২৪ শে আগস্ট, ২০১৮ বিকাল ৫:০৩

বিজন রয় বলেছেন: অনেক ভাল হয়েছে।
অনেক কাব্যিক।
অনেক হৃদয়গ্রাহী।

++++

৪| ২৭ শে আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৬:১৬

রাজীব নুর বলেছেন: খুব ভালো লাগলো।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.