নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি একজন ধর্মপ্রাণ মুসলিম। তবে সব কিছুকে নিরপেক্ষভাবে গ্রহন করার চেষ্টা করি।

বেলাল উদ্দীন

যুক্তিবাদে বিশ্বাসী

বেলাল উদ্দীন › বিস্তারিত পোস্টঃ

প্রেম ভালবাসা

০৩ রা মার্চ, ২০১৬ সকাল ১১:১৬

প্রাণ হচ্ছে ঈশ্বর; মন হচ্ছে শয়তান; আর দেহ হচ্ছে এ দুটির গোলাম।

এ তিনটি প্রত্যয় সম্পর্কে যাদের ধারনা নেই, তাদের কাছে প্রেম বলতে কিছুই নেই। মন দেহকে নিয়ে যায় শরীরিক সম্পর্কে বা অন্যকে খুশি/গোলামী করতে; আর প্রাণ শরীরকে নিয়ে যায় ঈশ্বরের কাছে, মানুষ ঈশ্বরের কাছে প্রেম খুজে পায়; অন্য কোথাও প্রেম নেই, আছে শুধু ধোকাবাজি। যে ঈশ্বরকে প্রেম করে তার ক্ষয় নেই; ঈশ্বর মানুষভেদে তার রুপেরও পরিবর্তন করে। তাই মানুষ তার ঈশ্বরের কাছে প্রাণ ত্যাগ করতে সব সময় রাজি বা শহীদ হয়। তেমনি প্রাণের মানুষটির প্রতি যে কেউ তার প্রাণ ত্যাগ করতে পারে কোন সন্দেহ ছাড়া, এখানেই প্রেমের মর্মার্থ নিহিত।
তাই কবি বলেছেন- "সবার উপরে মানুষ(প্রাণ) সত্য তাহার উপরে নাই"

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.