নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি একজন ধর্মপ্রাণ মুসলিম। তবে সব কিছুকে নিরপেক্ষভাবে গ্রহন করার চেষ্টা করি।

বেলাল উদ্দীন

যুক্তিবাদে বিশ্বাসী

বেলাল উদ্দীন › বিস্তারিত পোস্টঃ

চট্টগ্রামের ভাষা শিখি; বন্ধুদের সাথে আলাপ

০৫ ই সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:৪১

Who are you? =তুই হন (ওডো)?
How are you?=তুই কেন আছস (ওডো)?
Where are you?=কিরে (ওডো) তুই হডে?
come=আই.
go= যাগুই।
eat =হাছুনা
Read book= বই ফর।
stand= থিয়ায় থাক।
Where are you going?=তুই হন্ডে য'দ্দে?
Are you mad!=তুই ফল অয়স নাকি!
Wow= ও'বাজি'রে।
Wait=থিয়্যে/থিয়া।
Cock=লাতা/ রাতা কুরা।
Come here =ইক্কে আয়।
Go there =অন্ডে যা।
When u come?=তুই হত্তে আইবি?
Sit= বয়।
OK =টিক আছে।
Boy= মরত ফোয়া।
Girl= মাইয়াফুয়া।
Search= তোওয়ায় বাইর গর?
Suddenly= আতিক্কে।
Cat=বিলেই।
Dog=কুত্ত।
Where=হন্ডে/
Why=কিল্লাই।
How=কেনে?
Don't touch= ওডা ন'ধরিস।
Kitchen= অলাঘর।
Goat=ছঅল।
Get out=ধুরুই যা।
I feel unwell= আত্তুন গম ন লার।
Please give me= আঁরে ইক্কিনি দেছুনা।
Hi Bro= অই ওডা
Hi Girl= অই ওডি
Sleep=ঘুম যাছুনা
Walk=আঁটছুনা।
What is this=ইন কি?
* চলবে,,,,,,,

মন্তব্য ৫ টি রেটিং +১/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:৫১

পবন সরকার বলেছেন: এক কথায় চমৎকার পোষ্ট। আমিও চাটিগাঁর অনেক কথা বুঝি না।

১৭ ই সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:৩৪

বেলাল উদ্দীন বলেছেন: ধন্যবাদ। আঞ্চলিক ভাষা ত সবার বোধগম্য নয়।

২| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ৮:০৫

চাঁদগাজী বলেছেন:



এই ভাষার কোন গুরুত্ব নেই; সময় ব্যয় করার কোন কারণ থাকতে পারে না। ফান হিসেবে ওকে

১৭ ই সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:৩৬

বেলাল উদ্দীন বলেছেন: আসলে নিজের মায়ের মুখের ভাষা ছাড়া আর কোনো ভাষার গুরুত্ব থাকার কথা না। :-)

১৭ ই সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:৩৬

বেলাল উদ্দীন বলেছেন: আসলে নিজের মায়ের মুখের ভাষা ছাড়া আর কোনো ভাষার গুরুত্ব থাকার কথা না। :-)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.