![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একটি কবিতার জন্য,
সে কতকাল ধরে,কত যুগ ধরে ঘুরছি পথে পথে,
রাজপথ করেছি উত্তপ্ত মিছিলে আর স্লোগানে কত-শতবারই,
শুধুই একটি কবিতার জন্য,
একটি কবিতা যা হবে সর্বাধিক গ্রহনযোগ্য,
যা রচিত হবে সবার মতে।।
একটি কবিতা,
যার পঙতিতে ছড়িয়ে রবে মানবতার বানী,
চয়নে চয়নে রবে যাতে বিজয়েরি ধ্বণি,
রবে না রুদ্ধশ্বাসের প্রতিধ্বণি।।
একটি কবিতা,
যে কবিতা শুধুই কবিতা নয়,
হবে সর্বোপরি জনতার শীরমনি,
যা কিনা হবে মুলতন্ত্র, মূছিতে জাতের গ্লাণী।।
কার কাছে আছেরে এমন মধূর বাণী!!
এমন দূখ ভূলানোর মন্ত্র,
প্রচার কর তুই, তারে প্রসার কর,
তারই নাম নাহয় দেব এবার গণতন্ত্র!!!!!
©somewhere in net ltd.