![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমাকে শব্দ দাও,
আমি তাকে কবিতার রুপ দেব।
আমাকে বাক্য দাও,
আমি সুরের মূর্ছণায় তারে পরিপুর্ণতা দেব।
যদি স্বপ্ন দাও,
আমি তাকে বাস্তবায়নের সিড়ি দেব।
যদি সময় দাও,
আমি তোমায় সার্থকতা দেব।
ঘৃনা যদি দাও তব,
ভালবাসা দেব।
যদি স্বাধীন মনোভাবের মানুষ দাও,
তবে সত্যিকার স্বাধীনতা দেব।
©somewhere in net ltd.