নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ইকবাল রাসেল

ইকবাল রাসেল › বিস্তারিত পোস্টঃ

অনৈতিকতা

২০ শে জুন, ২০১৫ ভোর ৬:১৯

রমজান মাসে বিশ্ববাজার যদি কেউ ঘুরেন তাহলে দেখবেন মুসলিমপ্রধান সকল দেশেই কিন্তু দ্রব্যমূল্য বাড়েই না!!! কোনজায়গায় তা দ্বিগূনও হয়।সব দেশেই কিন্তু মিডিয়া আছে।সবাই তাদের দায়িত্ব পালন করে যথাযথ ভাবে।আর আমগ মিডিয়া একটু বেশিই কর্তব্যপরায়ণ।
ঘেউ ঘেউটা একটু বেশিই করে এরা।
সুষ্ঠ তদন্ত করলে সামাজিক অবক্ষয় শব্দটার যাচ্ছেতাই ব্যবহারকারী এই মিডিয়াই।স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত কোন সরকারকে ওরা সার্থকতা দিয়েছে?? বিটিভির যুগটাই ভাল ছিল।কারন সহিংসতা শুরু করে পাবলিক।মিডিয়া বসে বসে সেগুলো ছড়িয়ে জাতীয়করণ করে।তিলকে তাল করতে পারে মিডিয়া,উকিল,আর গাঁও গেরামের মাতব্বরি এ তিনজাতই।
ভাল যদি চান এদের কাছ থেকে ২০০ গজ দুরে থাকবেন।অন্তত ষ্ট্রোক করে মারা যাবেন না।
আর আরেকজন আছেন জ্ঞানপাপী।অতিপন্ডিত।তাহাদের ভাষা সাধারন মানুষজনের বোধগম্য নহে।এই বলিয়াই তাহারা বাঁচিয়া আছে।আবার কথার মাঝে তাহারা ঠাস ঠুস আংরেজিও মারিয়া থাকেন।তাহারা কোনসময় দেখা যায় কথার মাঝে সমাজে ভাইরাস ছড়াইয়া থাকেন।অতই প্রকট সে ভাইরাস তা মহামারির রুপ ধারন করিয়া থাকে।তাহাদিগকে মুখে গরুর মুখে যে কভার দেয়া হয় তাহা ডালিয়া দিবেন।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.