![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একটি শান্ত ছেলে/আমি কম কথা বলতে ভালোবাসি/ফেসবুক ব্লগ ভালোই লাগে/ মাঝে মাঝে গান করি/ পরিচয় দেওয়ার মতো অার কোন পরিচয় নেই।
বাংলাট্রিবিউন একটা শিরোনাম হইছে "কন্যা সন্তানের জন্ম দিলেন জঙ্গি মারজানের স্ত্রী"!
আচ্ছা, ক্রিকেটার সাব্বির যদি কোনো সন্তানের জন্ম দেয়, "সন্তানের জন্ম দিলো লুচ্চা সাব্বিরের স্ত্রী" এমন শিরোনাম কখনো হবে? আশরাফুলের স্ত্রী কদিন আগেই বাচ্চা জন্ম দিছেন। সব পত্রিকায় উল্লাস দেখলাম। "সন্তান জন্ম দিলো জুয়াড়ি আশরাফুলের স্ত্রী" এই শিরোনাম কোথাও দেখলাম না!
.
বাংলাদেশ ব্যাংকের হাজার কোটি টাকা লুটপাট করলো, রুই কাতলারা! "সন্তান জন্ম দিলো ব্যাংক ডাকাতের স্ত্রী" এই শিরোনাম হইলো না তো! পদ্মাসেতু কেলেঙ্কারির হোতা আবুল হোসেন। আবুলের সন্তান হবার পর তো, "সন্তানের বাবা হলেন দুর্নীতিবাজ আবুল হোসেন" এই শিরোনাম হয় নি!
নাটক সিনেমার নায়ক নায়িকাদের চরিত্র, দিনের বেলায় ফুলের মতো পবিত্র! আর রাতেরবেলা? বড়লোক আর পলিটিশিয়ানরা হোটেলে যায় কাদের টানে? কই, তারা সন্তানের মা/বাবা হলে তো, এরকম ট্যাগ দেওয়া হয় না। মিডিয়া উলটা রাজপুত্র রাজকন্যা প্রিন্স এঞ্জেল বলে ডাকতে ডাকতে পত্রিকার পাতা ভরাইয়া দেয়!
বলিউডে ক্যামেরার সামনে নায়িকারা জাঙ্গিয়া পরে নাচেন, ক্যামেরার পেছনে কিছু পরেন কি? "সন্তান জন্ম দিলেন বেশ্যা কারিনা" এই সংবাদ হয় না, উলটা কারিনার সন্তান হয় রাজপুত্র!
.
পৃথিবীর সব শিশুই নিষ্পাপ, সে নমরুদের সন্তান হোক, প্রধানমন্ত্রীর হোক, রিকশাওয়ালার হোক, ক্রিকেটারের হোক কিংবা গাঞ্জুটিরই হোক! কারিনার হোক আর জরিনারই হোক! ওদের যদি ট্যাগ না দেওয়া হয়, তাহলে মারজানের সন্তানের ব্যাপারে কেন ট্যাগ দেওয়া হলো?
.
.....বাংলাট্রিবিউন মুক্তিযুদ্দের চেতনায় বিশ্বাসী একটি অসাম্প্রদায়িক প্রগতিশীল পত্রিকা! জন্মের পর পরই একটা শিশুকে ক্রিমিনাল বানিয়ে দেওয়া চেতনার কয় নং ধারায় আছে?
.
লিখেছেন- কাউসার আলেম!
©somewhere in net ltd.