![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ব্লগ লিখা খুবই ধৈর্যের কাজ। নিয়মিত লেখা, কমেন্ট পড়া, কমেন্ট করা এসব করে ব্লগাররা অন্য কাজ করার টাইম পায় কিভাবে আল্লাহ্ জানেন।
আমি নিয়মিত ব্লগার না। এক হিসেবে এইটাই আমার প্রথম ব্লগ। ব্লগিং এর শুরুতে আসলেই অনেক সংগ্রামী হতে হয়। যেমন ধরেন এই পোস্টটা। আমি মোটামুটি ৯৯ পার্সেন্ট নিশ্চিত এটাতে কেউ কমেন্ট করবে না।
সকল ব্লগারদের জন্য শুভকামনা।
২২ শে অক্টোবর, ২০১৩ রাত ১২:৫২
সরল সজল বলেছেন: আমি তো ব্লগিং মাত্র শুরু করলাম। শুরুতেই ফালতু ব্লগার মন্তব্য পেলাম, ব্যপারটা খারাপ না।
যাই হোক। ফালতু হয়েছি তো কি হয়েছে। ফালতু থেকেই তো গুড হয়। আপানার গুরুত্বপূর্ণ মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ। কমেন্ট তো অন্তত করসেন।
শুভকামনা....
২| ২২ শে অক্টোবর, ২০১৩ রাত ১২:৪৫
বশর সিদ্দিকী বলেছেন: আপনি ভুল
দুইজন অলরেডি কমেন্টস কইরা ফেলসি।
২২ শে অক্টোবর, ২০১৩ রাত ১২:৫৬
সরল সজল বলেছেন: সরল সজল বলেছেন: কি আচানক ব্যপার স্যপার। দুই-দুইটা কমেন্ট পেলাম।
আপনার ব্লগিং জীবন সুখের হোক।
৩| ২২ শে অক্টোবর, ২০১৩ রাত ১২:৫৮
উড়োজাহাজ বলেছেন: আপনার ব্লগ পরিসংখ্যান দেখে আমাকে এরকমই একটি মন্তব্য করতে হয়েছে। ব্লগিং করছেন ৮মাস ৩সপ্তাহ। পোস্ট করেছেন ১টি।
আরে মিয়া আপনি জেনারেল হলেন কিভাবে?
মডুদের সাথে খাতির আছে নাকি?
২২ শে অক্টোবর, ২০১৩ রাত ১:০৫
সরল সজল বলেছেন: "মডুদের সাথে খাতির আছে নাকি?" হু দা হেল দে আর?
অলরেডি আরেকটা কমেন্ট কইরা ফালাইসেন। :B
৪| ২২ শে অক্টোবর, ২০১৩ রাত ১:০৫
মশিকুর বলেছেন:
ব্লগিং হল নেশার মত। নেশায় ধরলে আপনিও পোস্ট দিতে থাকবেন, আর কমেন্টও করতে থাকবেন। নেশা কেন বললাম?? এখানে এমন কিছুই হবে, যা হয়নি আগে। এখানে ১% আশাও ফেলনা নয়। কে বলতে পারে, হয়তো আপনিই হবেন সবচেয়ে সফল ব্লগার।
ব্লগিং জীবন সুন্দর হোক, এই শুভকামনায়..
২২ শে অক্টোবর, ২০১৩ রাত ১:০৮
সরল সজল বলেছেন: ধন্যবাদ ভাই। আপনার ইতিবাচক কথা শুনে আশান্বিত হলাম। শুভকামনা...
৫| ২২ শে অক্টোবর, ২০১৩ রাত ১:১২
উড়োজাহাজ বলেছেন: আপনি কিন্তু এগিয়ে চলেছেন। একটু মনোযোগ দেন । কাম হবে আশা করি।
২২ শে অক্টোবর, ২০১৩ রাত ১:২১
সরল সজল বলেছেন: ধন্যবাদ। মানুষ মানুষের জন্যে আর ব্লগার ব্লগারের জন্যে। ব্লগাররাই তো ব্লগারদের ব্লগ পড়ে এবং কমেন্ট করে।
আপনি তো এমনিতেই আকাশে উড়েন। ব্লগার হিসেবেও আপনি আকাশে উড়ুন, সেই কামনা....
৬| ২২ শে অক্টোবর, ২০১৩ রাত ১:১৫
মশিকুর বলেছেন:
শুধু আশান্বিত হলে চলবে না, পোস্ট আর কমেন্ট দিয়া অস্থির বানাইয়া দেন সবাইরে। উত্তম জবাবও হইবে.. হা হা
২২ শে অক্টোবর, ২০১৩ রাত ১:২৩
সরল সজল বলেছেন: এতক্ষন শুধু আশান্বিত ছিলাম। এবার আপনার কাছে অস্থিরতার কথা শুনে অস্থিররকম আশান্বিত হইলাম। ধন্যবাদ...
৭| ২২ শে অক্টোবর, ২০১৩ রাত ১:৩৩
উদাসী স্বপ্ন বলেছেন: নেশা হতে কতক্ষন!
২৪ শে অক্টোবর, ২০১৩ রাত ১২:০৬
সরল সজল বলেছেন: ঠিক বলেছেন। নেশা হতে টাইম লাগে না।
৮| ২২ শে অক্টোবর, ২০১৩ রাত ১:৫১
রাখালছেলে বলেছেন: তাওতো আপনে কোন পোষ্ট দিলেন । মাগার আমি তো আপনার থেকে বেশী আইলসা।
২৪ শে অক্টোবর, ২০১৩ রাত ১২:০৯
সরল সজল বলেছেন: এক আইলসার পোস্টে আরেক আইলসার কমেন্ট
৯| ২২ শে অক্টোবর, ২০১৩ রাত ২:৪৭
হৃদয় রিয়াজ বলেছেন: যাত্রা শুভ হোক। গঠনমূলক কিছু পাব আশা রাখি।
২৪ শে অক্টোবর, ২০১৩ রাত ১২:১০
সরল সজল বলেছেন: অনেক ধন্যবাদ
১০| ২২ শে অক্টোবর, ২০১৩ সকাল ৮:৩৯
মামুন রশিদ বলেছেন: আপনার জন্য শুভকামনা ।
২৪ শে অক্টোবর, ২০১৩ রাত ১২:১১
সরল সজল বলেছেন: অসংখ্য ধন্যবাদ
১১| ২২ শে অক্টোবর, ২০১৩ বিকাল ৩:৫৯
স্বপনচারিণী বলেছেন: আপনার যাত্রা 'শুভ' হোক। প্রথমেই এত কমেন্ট! নিশ্চয়ই বুঝতে পারছেন আপনার দায়িত্ব বেড়ে গেছে ব্লগার এবং পাঠকদের প্রতি। অপেক্ষায় রইলাম 'শুভ' কিছুর। ভাল থাকবেন।
২৪ শে অক্টোবর, ২০১৩ রাত ১২:২২
সরল সজল বলেছেন: দায়িত্ব কাঁধে নিয়ে শুরু করলাম। শুভকামনার জন্য ধন্যবাদ।
১২| ২২ শে অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৬:৪১
সুমন কর বলেছেন: হ্যাপি ব্লগিং।
২৪ শে অক্টোবর, ২০১৩ রাত ১২:২২
সরল সজল বলেছেন: অনেক ধন্যবাদ
১৩| ২৪ শে অক্টোবর, ২০১৩ রাত ১২:২৬
কান্ডারি অথর্ব বলেছেন:
আমি নিয়ে ১৩ জন মন্তব্য করলো কিন্তু আফসোস অনেক ভালো লেখায় মন্তব্য পাওয়া যায়না যেন সবাই শুধু নিজের বলয়ের মাঝেই থাকতে পছন্দ করে নতুবা পোস্ট হিট হবে কি করে ?
আপনার জন্য শুভ কামনা রইলো।
২৪ শে অক্টোবর, ২০১৩ রাত ১২:৫৩
সরল সজল বলেছেন: হুম.... অনেক ভালো লেখায়ও কমেন্ট কম থাকে। আসলে সবার লেখাই পড়ে দেখা উচিত। আর আমার মনে হয় কমেন্টের চিন্তা না করে সবার উচিত লেখা চালিয়ে যাওয়া। একসময় কমেন্ট বাড়বে।
ধন্যবাদ
১৪| ১১ ই নভেম্বর, ২০১৩ দুপুর ১:০০
আমিনুর রহমান বলেছেন:
শুভ কামনা।
২০ শে জানুয়ারি, ২০১৪ রাত ১২:১৮
সরল সজল বলেছেন: ধন্যবাদ
©somewhere in net ltd.
১|
২২ শে অক্টোবর, ২০১৩ রাত ১২:৩৬
উড়োজাহাজ বলেছেন: একটা কমেন্ট করি! ইউ আর এ ফালতু ব্লগার।
বি এ গুড ব্লগার।