নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

“ সংগ্রামী জীবন দীর্ঘ এবং আনন্দপুর্ন জীবন প্রায়শই ক্ষনিকের হয় ”

এইচ.এম উবায়দুল্লাহ

মিথ্যাকে নয়, সত্যকে আকড়ে ধরুন। সত্যকে নয়, মিথ্যাকে বিচার করুন।

এইচ.এম উবায়দুল্লাহ › বিস্তারিত পোস্টঃ

কি হবে এই সৌন্দর্য দিয়ে?

৩১ শে মার্চ, ২০১৬ সকাল ৯:৩৪


আজ তনুর লাশ তোলা হয়েছে পুনঃ তদন্তের জন্য।
এই ছবিটি দেখুন, পঁচা গলিত লাশটি বাঁশে বেঁধে বহন করা হচ্ছে। আর পাশে থাকা পুলিশ ও অন্যরা গন্ধে নাক চেপে আছে।

আমার আসল কথা নিউজ দেয়া নয়, বরং একটু অন্যভাবে ভাবছি আমি।

এই কিন্তু সেই তনু, যে দেখতে সুন্দরি, মায়াবিনী, স্মার্ট আরো কতো কী...!

এমনও হতে পারে, ফেবুতে প্রকাশিত তনুর ঠোটের কোণে লেগে থাকা স্নিগ্ধ হাসি, কাজলে কালো চোখ ও চেহারায় ভেসে থাকা অসম্ভব সারল্য ও মায়াভরা ছবি অনেকে তনুহত্যার বিচারের জন্য মাঠে নামতে উদ্বুদ্ধ করেছে।

প্রিয় বোন!
এখানেই আমাদের ভাববার বিষয়।
তনু এখন সেই তনু নেই।
সে এখন নষ্ট পঁচা দুর্গন্ধময় এক বস্তু।
যার বিশ্রী গন্ধে আশপাশের মানুষ নাক চেপে ধরতে বাধ্য। কোথায় তার সেই কাজলকালো চোখ, স্নিগ্ধ হাসি লেগে থাকা ঠোট, সুন্দর মায়াবী চেহারা?
তা এখন পচে গলে নি:শেষ।

সুতরাং যে রূপ আর যৌবন নিয়ে তোমার এত্তো অহঙ্কার, তার শেষ অবস্থা কী....!

একবার নিজচোখে দেখো।
মনের বন্ধ জানালাগুলো খুলে দেখো।

মন্তব্য ৯ টি রেটিং +২/-০

মন্তব্য (৯) মন্তব্য লিখুন

১| ৩১ শে মার্চ, ২০১৬ সকাল ৯:৩৯

সাগর মাঝি বলেছেন: :-& :-& :-&

২| ৩১ শে মার্চ, ২০১৬ সকাল ৯:৪৮

বিজন রয় বলেছেন: মরে গেলে সব শেষ।

৩১ শে মার্চ, ২০১৬ রাত ৮:২৯

এইচ.এম উবায়দুল্লাহ বলেছেন: মরে গেলে সব শেষ বলতে?

৩| ৩১ শে মার্চ, ২০১৬ সকাল ৯:৫৯

উদাসী পথিকের মন বলেছেন: আসল কথাই ব েলেেছন, আমরা ভাবা উ িচ ত

৪| ৩১ শে মার্চ, ২০১৬ সকাল ১০:২৪

সাখাওয়াত হোসেন বাবন বলেছেন: আউলা কে বানাই লো রে
বাবন মিয়ারে আউলা কে বানাই লো রে ?

৫| ৩১ শে মার্চ, ২০১৬ সকাল ১০:৫৩

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: নিহত এই মেয়েটিকে নিয়ে কী সব ঘটছে! অমানবিক। দারুন অমানবিক!

৬| ৩১ শে মার্চ, ২০১৬ সকাল ১১:১৬

অগ্নিবেশ বলেছেন: কোন কিছু দিয়েই কোন কিছু হবে না। কোন কিছুরই যদি চাহিদা না থাকে, বাইচ্চা থেকে লাভ কি?

৭| ৩১ শে মার্চ, ২০১৬ সকাল ১১:১৯

সাংবাদিক আরিফ বলেছেন: অমানবিক। দারুন অমানবিক!

৮| ৩১ শে মার্চ, ২০১৬ দুপুর ১:২৪

ফাহিম আবু বলেছেন: মানুষ অন্যকে মরতে দেখে ,কিন্তু নিজের মৃত্যুর কথা ভুলে যায় !!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.