![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মিথ্যাকে নয়, সত্যকে আকড়ে ধরুন। সত্যকে নয়, মিথ্যাকে বিচার করুন।
আমি কলম ধরেছি কলমের ভাষায় মনের কথা বলতে,
আমি কলম ধরেছি মিথ্যা মুড়ানো সত্য ফুটিয়ে তুলতে৷
আমি কলম ধরেছি মযলুমদের কে যুলুম থেকে বাঁচাতে
আমি কলম ধরেছি যালিমদের কে তিব্র নিন্দা জানাতে ৷
আমি কলম ধরেছি নেতা নয় শুধু নিতীর আলো ছড়াতে
আমি কলম ধরেছি অসুস্হ রাজনিতীর বাধা হয়ে দাড়াতে৷
আমি কলম ধরেছি সরকারকে একটি প্রশ্ন করতে
আমি কলম ধরেছি বাতির নিচে অন্ধকার কেন জানতে?
আমি কলম ধরেছি নাস্তিকদের ফাসির কাষ্ঠে চড়াতে
আমি কলম ধরেছি এ দেশ থেকে গ্রীক মূর্তি সরাতে ৷
আমি কলম ধরেছি কলমের কথায় কলম দিয়ে লড়তে
আমি কলম ধরেছি অন্যায় মুক্ত সুন্দর পৃথিবী গড়তে ৷
১৮ ই মার্চ, ২০১৭ দুপুর ১:৪৯
এইচ.এম উবায়দুল্লাহ বলেছেন: ধন্যবাদ ভাইজান..
২| ১৮ ই মার্চ, ২০১৭ দুপুর ১:৩৩
অতঃপর হৃদয় বলেছেন: বাহ!! চমৎকার লিখছেন।
১৮ ই মার্চ, ২০১৭ দুপুর ১:৪৯
এইচ.এম উবায়দুল্লাহ বলেছেন: ধন্যবাদ ভাইজান
৩| ১৮ ই মার্চ, ২০১৭ দুপুর ১:৫১
সোনামণি বলেছেন: ভাল লাগল।
২০ শে মার্চ, ২০১৭ রাত ২:২৭
এইচ.এম উবায়দুল্লাহ বলেছেন: ধন্যবাদ ভাই জান
৪| ১৮ ই মার্চ, ২০১৭ দুপুর ২:১১
তৌহিদ ইসলাম রোবন বলেছেন: বাহ্! খুব সুন্দর ছিলো
২০ শে মার্চ, ২০১৭ রাত ২:২৭
এইচ.এম উবায়দুল্লাহ বলেছেন: ধন্যবাদ ভাইজান
৫| ১৮ ই মার্চ, ২০১৭ বিকাল ৩:৩৩
ধ্রুবক আলো বলেছেন: আমি কলম ধরেছি বাতির নিচে অন্ধকার কেন জানতে?
আমি কলম ধরেছি নাস্তিকদের ফাসির কাষ্ঠে চড়াতে
- এই কলম ধরা সার্থক হোক, শুভ কামনা রইলো।
২০ শে মার্চ, ২০১৭ রাত ২:২৮
এইচ.এম উবায়দুল্লাহ বলেছেন: ধন্যবাদ ভাই জান
৬| ১৮ ই মার্চ, ২০১৭ বিকাল ৪:০৬
জাহিদ অনিক বলেছেন: আমি কলম ধরেছি নাস্তিকদের ফাসির কাষ্ঠে চড়াতে
আমি কলম ধরেছি এ দেশ থেকে গ্রীক মূর্তি সরাতে ৷
সাম্প্রদায়িক কবি
৭| ১৫ ই এপ্রিল, ২০১৭ বিকাল ৪:১২
শাহজালাল হাওলাদার বলেছেন: আমি কলম ধরেছি সরকারকে একটি প্রশ্ন করতে
প্রশ্নটা করেই ফেলুন।
©somewhere in net ltd.
১|
১৮ ই মার্চ, ২০১৭ দুপুর ১:২৬
ব্লগ সার্চম্যান বলেছেন: আপনি সুন্দর সংগ্রামী লেখা লিখছেন ।