নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

“ সংগ্রামী জীবন দীর্ঘ এবং আনন্দপুর্ন জীবন প্রায়শই ক্ষনিকের হয় ”

এইচ.এম উবায়দুল্লাহ

মিথ্যাকে নয়, সত্যকে আকড়ে ধরুন। সত্যকে নয়, মিথ্যাকে বিচার করুন।

এইচ.এম উবায়দুল্লাহ › বিস্তারিত পোস্টঃ

কি করা দরকার ছিলো? আর আমরা কি করছি?

০৫ ই মার্চ, ২০২০ রাত ১১:৩৭


যেখানে সারা বিশ্ব আজ করোনা ভাইরাস নিয়ে আতংকে আছে! যেখানে আজ ইটালী, দ. কোরিয়া এবং চীন এরইমধ্যে পৃথিবী থেকে অনেকটা বিচ্ছিন্ন দেশে পরিনত হয়েছে! যেখানে অন্যদেশগুলোও মরনঘাতি ভাইরাস মোকাবিলায় ব্যস্ত! আমরা তখন মুজিব বর্ষ উদযাপন ও বিশ্বজঙ্গি, মানবতার সম্প্রীতি বিনষ্টকারি মোদি কে বাংলাদেশে আমন্ত্রণ নিয়ে করছি বাড়াবাড়ি !

বাংলাদেশ সরকারের এখনি উচিত মুজিব বর্ষ স্থগিত করে মোদি আমন্ত্রণ স্থগিত করে প্রাণঘাতী ভাইরাস 'করোনা' এর মোকাবিলায় রাব্বে কারিমের কাছে বাংলাদেশকে হেফাজতের জন্য প্রার্থনা করা ও তার মোকাবিলায় দেশের জন্য সতর্কতা মূলক অবস্থানে গিয়ে পর্যাপ্ত পরিমানে তার প্রতিকার বোধক সরঞ্জামাদি মওজুদ রাখা।

তাহলেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মাটা যদি একটু শান্তি পেতো।

আল্লাহ তায়ালা জননেত্রী শেখ হাসিনাকে সহিহ বুঝ দান করুক, ও শেখ মুজিবুর রহমানকে তার মন্দ কাজকে মাফ করে দিয়ে ভালো কাজের উসিলায় জান্নাতের আলা মাকাম দান করুক। আমিন।

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ০৬ ই মার্চ, ২০২০ রাত ১২:১১

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: আল্লাহু সুবাহানতাআলা আমাদের সকলকে সহী বুঝ দান করুক ।

২| ০৬ ই মার্চ, ২০২০ রাত ৩:৩২

ইলি বলেছেন: আমরা বাংগালিরা যা বলি তা হয়ত করি বা করিনা, কিন্তু যা না বলি তা অবশ্যই করি।

৩| ০৬ ই মার্চ, ২০২০ সকাল ১০:৪৪

নেওয়াজ আলি বলেছেন:

৪| ০৬ ই মার্চ, ২০২০ সকাল ১১:৩৮

রাজীব নুর বলেছেন: ঝড় তুফান ভূমিকম্প কিছুই পারবে না মুজিব বর্ষ উদযাপন থামাতে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.