![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
গুগল নিয়ে এল দারুন এক অ্যাপ্লিকেশন। এই অ্যাপ্লিকেশনের নাম এর “ক্রোম রিমোট ডেস্কটপ” । তার জন্য google chrome ব্রাউজার একটি plugins "Chrome Remote Desktop " ডাউনলোড করতে হবে এবং তার পাশাপাশি অ্যান্ড্রয়েডের ডিভাইসে অন্য একটি apps "Chrome Remote Desktop " ইন্সটল করতে হবে। অ্যাপটি গুগল প্লে ও অ্যাপলের অ্যাপ স্টোর থেকে বিনামূল্যে ডাউনলোড করা যাবে।অ্যাপলের আইওএস ও গুগলের অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের জন্য আলাদা অ্যাপ বানিয়েছে মাইক্রোসফট। অ্যাপটি ব্যবহার করে অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের স্মার্টফোন ও আইওএস ডিভাইসের মাধ্যমে কম্পিউটার নিয়ন্ত্রণ করা যাবে।
কিভাবে শুরু করবেন:
►১ম ধাপঃ প্রথমে অ্যান্ড্রয়েডের অ্যাপ স্টোর ‘প্লে স্টোর’ থেকে ক্রোম রিমোট ডেস্কটপ অ্যাপটি ডাউনলোড করে নিতে হবে এবং পাশাপাশি অ্যান্ড্রয়েডের ডিভাইসে অন্য একটি apps "Chrome Remote Desktop" ইন্সটল করতে হবে। গুগল আইডি দিয়ে লগইন করা থাকতে হবে অবশ্যই।
►২য় ধাপঃ Remote Access permission অন করতে হবে এবং অ্যান্ড্রয়েড ডিভাইস থেকে ডেস্কটপের নিয়ন্ত্রণ নিতে একটি পিন নম্বর দিতে হবে। ডেস্কটপে রিমোট অ্যাকসেস সেট করতে হলে এই পিন নম্বর দিতে হবে।
►৩য় ধাপঃ একটি পিন নম্বার আসবে "Chrome Remote Desktop" install করার পর। বাস হয়ে গেল। বিস্তারিত জানতে এবং ড্উনলোড করতে এখানে ক্লিক করুন।
নোটঃ দূর থেকে অ্যান্ড্রয়েডচালিত পণ্য দিয়ে ডেস্কটপ চালাতে হলে ডেস্কটপটি অবশ্যই চালু থাকতে হবে এবং ইন্টারনেট সংযোগও চালু থাকতে হবে।
এই অ্যাপটি ম্যাক, উইন্ডোজ, গুগল ওএস কিংবা লিনাক্স যেকোনো অপারেটিং সিস্টেম চালিত পিসিতে এই অ্যাপটি কাজ করবে।
২| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৩:৫৩
কাজী ফাতেমা ছবি বলেছেন: কিভাবে সম্ভব । আমার অফিসের ডেস্কটপ টি কি নিয়ন্ত্রণ করতে পারবো
©somewhere in net ltd.
১|
২৯ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ২:১৯
আমিনুর রহমান বলেছেন:
চমৎকার পোষ্ট +++