![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শোক হোক শক্তি
রাজিব হায়দার এর স্টাটাস->
আমি জামাত ও শিবিরকে আন্তরিক ধন্যবাদ জানাই... আমাদের ৭১ না দেখা প্রজন্ম যারা কোনভাবেই জামাত শিবিরকে খারাপ ভাবতে রাজী না, তাদের সামনে নিজেদের সেই নৃশংস চেহারা দেখিয়ে দিল তারা! তারা মানুষকে তাদের আসল চেহারা দেখাচ্ছে যে তারা কতোটা ভয়ঙ্কর!
মুখোশ খোলার জন্য ধন্যবাদ!
আমরা শোকাহত.... জাগরণ যুদ্ধের প্রথম শহীদের প্রতি বিনম্র শ্রদ্ধা।
আসুন আমরা সকলে শহীদ আহমেদ রাজিব হায়দার (থাবা বাবা ) প্রতি বিনম্র শ্রদ্ধা ও তার খুনিদের বিচারের দাবি তে সকলের প্রোফাইল পিকচার এ কালো ব্যাচ ধারন করি ।
২| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:৪২
গধযনঁন বলেছেন: ব্যান খাই তাই ভয়ই পাই
৩| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:৪৩
সৌম্য বলেছেন: ভাই, গতকাল শিবিরের হামলায় একজন লিফটম্যান মারা গেছেন। শিবিরের গুন্ডারা রাস্তায় আন্দোলনের সমর্থক পোস্টার ছিড়তে গেলে সেই লিফটম্যান বাঁধা দেয়। আক্রোশে তারা পিটিয়ে তাকে মেরে ফেলে। মারা যাবার ২৪ ঘন্টার মধ্যেই সবাই তাকে ভুলে গেল। থাবা বাবার আগে শাহবাগ আন্দোলনের শহীদ কিন্তু সেই শ্রমিক লোকটাই।
৪| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:৪৫
পাথরের কান্না বলেছেন: লাশের কসম করে বলছি ওদের ছাড়ব না >>>>>>>>>>> একটা একটা শিবির ধর , ধইরা ধইরা জবাই কর ।
৫| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:৫৪
পাথরের কান্না বলেছেন: শনিবারের কর্মসূচী:
১. সকালে কালো ব্যাজ ধারণ।
২. শাহবাগ-প্রজন্ম চত্বর জানাজা বাদ-আছর।
দাবীসমূহ:
১. অবিলম্বে ব্লগার স্থপতি রাজীব হায়দাররে গ্রেফতার করতঃ সর্বোচ্চ শাস্তি দাবী করছি।
২. গত চারদিন ধরে এই হত্যাকাণ্ডের হুমকিদাতা খুনী জামাত-শিবিরের অর্থায়নে পরিচালিত সোনার বাংলা ব্লগকে বন্ধ এবং এই ব্লগ সংশ্লিষ্ট সকলক অবিলম্বে গ্রেফতারের দাবী জানাচ্ছি।
সংগ্রাম চলছে, চলবে।
জয় বাংলা
৬| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:৪১
পেন্সিল স্কেচ বলেছেন: রাজিব হত্যার বিচার চাই
৭| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:৫০
আহির মাহাসিন বলেছেন: "আল বদর" বইয়ে পড়েছিলাম আলবদরের এক সদস্য তার সহোদর ভাইয়ের বুকে পিস্তল ঠেকিয়ে গুলি করে মেরেছে। তার ভাইয়ের অপরাধ ছিল, সে একজন মুক্তিযোদ্ধা। ১৯৭১ সালের জামায়াত-ছাত্রসংঘ (বর্তমানে শিবির) নিজ স্বার্থের জন্য আপন ভাইকে মারতেও দ্বিধা করে নাই। এদের নির্মূল করাই হোক একমাত্র লক্ষ।
৮| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৩:৩৬
প্যারিস বলেছেন: রাজিব হত্যার বিচার চাই
রাজিব হত্যার বিচার চাই
রাজিব হত্যার বিচার চাই
রাজিব হত্যার বিচার চাই
৯| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:০১
পরিযায়ী বলেছেন: ফাঁকা মাঠ বলেছেন: তাকে শহীদ ঘোষণা করা হোক।
©somewhere in net ltd.
১|
১৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:৪২
ফাঁকা মাঠ বলেছেন: তাকে শহীদ ঘোষণা করা হোক।