![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শোক হোক শক্তি
রাজিবের নামে যে লিঙ্ক ছড়ানো হচ্ছে তা মিথ্যা ও বানানো! হত্যার আগেই মাস্টারপ্ল্যান করে এইটা তৈরি করা হয়েছে! এইভাবে একেকটা টোটাল প্ল্যানে হত্যা ও পরবর্তী প্রোপাগান্ডা নিয়ে জামাত কাজ করছে এই মুহুর্তে! নুরানী চাপা সমগ্র নামে(প্রথম কমেন্টে লিঙ্ক) যে পোস্টের লিঙ্ক বিশ্বাসীরা গণহারে শেয়ার করে থাবা বাবার বিপক্ষে জনমত সৃষ্টির চেষ্টা করে চলেছেন, সেই লিঙ্ক নিয়ে সন্দেহ হয়েছিলো আগেই, এবার এর বিপক্ষে কিছু লিঙ্ক পেলাম।
প্রথমত, ব্লগটি দেখাচ্ছে ২০১২ সালে কিন্তু এলেক্সাতে এর কোন রেকর্ড নেইঃ( ২য় কমেন্টে লিঙ্ক)
দ্বিতীয়ত, ব্লগটি ১ বছর আগে হলে ওয়েব আর্কাইভ এ এর কোন হুদিস নেইঃ(৩য় কমেন্টে লিঙ্ক)
কিছু লেখা একই দিনে একই তারিখে লেখা, যা সন্দেহজনক। আপনিই বলুন আপনার একটা ব্লগ থাকলে ৫-৭টা লেখা কি একই দিনে লেখবেন নাকি কয়েক দিন পর পর লেখবেন?
এত সমালোচিত লেখা অথচ একটাও কমেন্ট নেই? কেন? এধরনের একটা লেখা দিলেই তো কমেন্ট এর বন্যা বয়ে যায়।
এর মানে কি? এর মানে WordPress এর এই ব্লগটি ১-২ দিন আগে তৈরী করা, এবং লেখাগুলো আগের তারিখ দিয়ে পাবলিশ করা -হ্যা এটা সম্ভব!
এরপর থাবা বাবার নাম দিয়ে লেখা যেন তার খুনের মামলা চাপা পড়ে যায় আর আমরা তাকে ঘৃনা করি।
তাহলে কে এগুলো লেখলো? অবশ্যই যারা তার খুনের সাথে জড়িত। যদি ২০১২ সালে কেউ এব্যাপারে লেখে থাকে তাহলে তো তার খুন হত ২০১২ সালে তাই না?
এটা হল তাদের চক্রান্ত যারা চায় শাহাবাগ আন্দোলন ভন্ডুল হয়ে যাক। লেখাটি অবশ্যই শেয়ার করবেন
১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:০৩
পাথরের কান্না বলেছেন:
২| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:৪০
মশামামা বলেছেন:
ওহে শিবির, ওহে ফ্রান্কেনস্টাইন্ড!
ফিরে এসো বাছাধন - সুস্থ জীবনে
বাঙালী হয়ে প্রজন্ম চত্বরে এসে জড়ো হও -
রাজীব হত্যার ক্ষমা চেয়ে পবিত্র করো কণ্ঠ তোমার,
মুখে তোলো একটাই স্লোগান -
'জয় বাংলাদেশ; রাজাকারমুক্ত বাংলাদেশ,
আমি বাঙালি, বাঙালির জয় হোক,
পাকিস্তানী হানাদারবাদ নিপাত হোক।'
ওহে শিবির, ওহে ফ্রান্কেনস্টাইন্ড!
সবার সামনে এসে প্রকাশ্যে বলো -
আমি দ্বিধাহীন, বিবেকবোধে সমুজ্বল তোমাদের মতই,
আমি বাংলায় জন্মেছি, বাংলায় একাত্ম, বাংলায় গান গাই
আমি তোমাদেরই সন্তান ও ভাই।
ওহে শিবির, ওহে ফ্রান্কেনস্টাইন্ড!
উচ্চস্বরে বলো - আমি লজ্জিত, আমি ভারাক্রান্ত,
আমি মুসলমান; তবে উন্মাদনা নয়, ত্যাগ ও শান্তিই আমার ধর্ম,
আমি জানি - শিবির মানেই উন্নাসিক, মানসিক রোগীদের আস্তানা
করজোড়ে প্রার্থণা করো - প্রজন্মের কাছে প্রজন্ম চত্বরে এসে -
'আমার ভুল হয়ে গেছে; আমায় ক্ষমা করো ।
ওহে শিবির, ওহে ফ্রান্কেনস্টাইন্ড!
আজ জাগ্রত জনতার কণ্ঠে কণ্ঠ মিলিয়ে বলো -
'জয় বাংলাদেশ; যুদ্ধাপরাধীমুক্ত বাংলাদেশ,
আমি বাঙালি, বাঙালির জয় হোক,
পাকিস্তানী হানাদারবাদের মৃত্যু হোক।
জামাতীবাদ নিপাত যাক, সন্ত্রাসবাদ নিপাত যাক,
মানবতাবাদের জয় হোক, বাংলাদেশের জয় হোক।'
ওহে জনতা, জেগে ওঠো -
আর একটিবার মুক্তির স্লোগানে মাতো আর বলো -
সারাদেশ জাগ্রত হোক, গোটাজাতি এক হোক
এখনি সময়, দ্বিতীয় মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হবার
পবিত্র মাটির রক্তের ঋণ পরিশোধ করবার।
৩| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:০৮
স্বপ্নসমুদ্র বলেছেন: eta ki thik holo?? apnar uchit chilo comment delete na kore post delete kora......... he was antagonist so apni eta dhakte chaichen keno??
১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:১৭
পাথরের কান্না বলেছেন: আপনার কি মনে হচ্ছে আমি ভুল কিছু লিখেছি আমি সুধু রাজাকার দের অপপ্রচার সমর্থন করছি না >>>> আমি তাই শিবির থুক্কু শূকরদের মন্তব্য গুল কে ফেলে দিসি >>>> সত্য সব সময় ই সত্য>>> এক রাজিব লোকান্তরে লক্ষ রাজিব ঘরে ঘরে >>।।> জয় বাংলা
৪| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৪:২৫
ধূসর সময় বলেছেন: ওয়ার্ডপ্রেস ব্লগটি তার তৈরি করা না হতে পারে। কিন্তু লিখাগুলো তো তারই । আর তার মৃত্যুর পর তার ব্লগ ও ফেবু প্রোফাইল হতে পোস্টগুলো সরিয়ে নেয়া হল কেন? আপনার জানা থাকলে আশা করি উত্তর দেবেন।
১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৪:৩৩
পাথরের কান্না বলেছেন: কার বাক্তিগত ফেসবুক বা ওয়ার্ডপ্রেস যাই বলেন না কেন তার মধ্যে প্রবেশ করতে গেলে তার নিজের তৈরি করা পাস ওয়ার্ড লাগে এটা আসা করি বুঝেন >>> তাহলে কি আপনার মনে হচ্ছে মৃত রাজিব এখন ফেস বুক ব্যবহার করছে ???? আজব দুনিয়া >>> এখন আবার কইয়েন না ওটা হ্যাক হইসে
৫| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৪:৪৫
দিকভ্রান্ত*পথিক বলেছেন: জী লুকার, "তুই" ধরা খেয়েছেন।
৬| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৫:০০
মাসরুর প্রধান বলেছেন: ঘটনা সত্যি হলে ভাল। ওয়ার্ডপ্রেস ছাড়াও আমার ব্লগের একটা লিঙ্ক পাইছিলাম ওইটা কার? একিরকম লেখার ধরণ তাই এখনও বিশ্বাস করলাম না। ওই ওয়েব সাইট কোন নামে রেজিষ্টার্ড দেখুন আরও বিস্তারিত খোঁজ নেন ও বাস্তব সম্মত তথ্য দেন। আপনারা ওকে ভাল বানানোর জন্য সময় নস্ট না করে আন্দোলন সচল রাখুন।
৭| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৫:০৯
সীমানা ছাড়িয়ে বলেছেন: রাজীব হত্যা জাস্টিফাই করার জন্য এত সব কান্ড। জামাতিদের পুরনো কৌশল। ৭১ এ যারা ধর্ষনকে জাস্টিফাই করেছিল "মুসলিম সন্তান পয়দা" করার মত পূন্য হিসে্বে।
৮| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৫:২২
মাসরুর প্রধান বলেছেন: কি জানি এটা চালও হতে পারে। ১৬ তারিখ সকালে সামুতে একটা পোস্ট আসল থাবা বাবার ব্লগের কোন লিঙ্ক আছে কিনা. প্রথমজন সামুর লিঙ্ক দিলো। পরে দুইজন নুরানী চাপা। আরেকটা লেখা কিছুক্ষণ পর ওর ফেসবুক একাউন্ট অনলাইন দেখাচ্ছিল নাকি। এখন চালটা কার বুঝতে পারছি না।
৯| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৬:১৬
খুব সাধারন একজন বলেছেন: ---ডিভাইড এন্ড রুল---
আমরা সত্যর পক্ষে আবেগের আন্দোলন করি অরা দেয় গুটির চাল। দাবা-পাশা খেলার কাছে আবেগ যেন না হারে।
রাজীব থাবা বাবা হওয়াতে মারা যায়নি। থাবা বাবা হওয়ায় মারা গেলে অনেক আগে যেত। সে মারা গেছে শাহবাগে যাওয়ায়। সে মারা গেছে বাংলাদেশে একাত্তর সালে যারা ৩০ লাখ খুন, ৪ লাখ নারীকে ধর্ষণ আর এখনো মুক্তিযুদ্ধাদের প্রকাশ্যে লাথি দেয় আর গৃহযুদ্ধের ঘোষণা দেয় সেই জামাতির বিচার চাইতে।
রাজীব, রাজীবের জানাযার কথা ভোলেন। মূল প্রসঙ্গে আসো বাংলাদেশের মানুষ। রাজীব নাস্তিক এইজন্য খুন হয় নাই। রাজীব শাহবাগে যায় তাই খুন হয়েছে।
প্রিয় নবীজী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, একজন মুসলমানের পাঁচটি কর্তব্য। তার মধ্যে এক কর্তব্য হল, যখন কোন লাশ যায়, তার যা বিশ্বাসই হোক না কেন, সম্মান দেখিয়ে উঠে দাঁড়াবে।
ওইক্ক চাই বলে ফেনা তুললে হবে না একতার কাজ করতে হবে। বাংলার মানুষ, দেশের মুখ রক্ষা কর। তুমি না করলে টাকা দিয়ে ভাড়া করে কাউকে আনা যাবে না হবে না। দশটা কথার জবাবে একটা কথা হলেও বল।
বাংলাদেশ সবার দেশ। হিন্দু-মুসলিম-বৌদ্ধ-খ্রীষ্টান-নাস্তিক-বাংগালী-চাকমা-মারমা সবাই একাত্তরে খুন হয়েছে পাকিস্তানিদের হাতে। মনে রেখ, তোমার শত্রু তোমাকে চেনে বাংগালী বাংলাদেশী হিসাবে, কিন্তু মুখে বলে, নাস্তিক-আওয়ামী
কয়দিন পরে বলবে, খুন হইসে ভাল হইসে, ওই পোলা সিগারেট খায়। জিন্সের পেন্ট পড়ে।
বাকিরা বলব, ঠিকই তো করসে সিগারেট খায় জিন্তের পেন্ট পরে ওরে খুন তো করবই।
১০| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:৩৫
ধূসর সময় বলেছেন: হ্যাক হইছে কিনা জানিনা। কিন্তু এইটুকু জানি যে তার মৃত্যুর পর তার ফেবু প্রোফাইল অনলাইন দেখাচ্ছিল। আর সামু থেকে তার পোস্ট সরানো হল কেন?
নুরানী চাপা যে তার কোন সন্দেহ নাই। আমার ব্লগ, নাগরিক ব্লগেও তার লেখা আছে ।
©somewhere in net ltd.
১|
১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:৩৭
লুকার বলেছেন:
যে ভুলগুলা ধরায়ে দিলেন, এরপর থেকে আরো ভাল করে গল্প বানাবে।