নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

I THINK LIKE THAT

কথার পিঠে জমে ওঠে একশো রকম কথা সুখ দুঃখ আনন্দ আর হাজার খানেক ব্যথা | এসব শুধু এসব দিয়েই জীবন যদি মাপি ভরবে উঠে ভাংগা চোড়া টুকরো কথার ঝাঁপি |

পাথরের কান্না

শোক হোক শক্তি

পাথরের কান্না › বিস্তারিত পোস্টঃ

জামাতি চাপা >>>>> প্রমান শহীদ রাজিবের নামে যে লিঙ্ক ছড়ানো হচ্ছে তা মিথ্যা ও বানানো!

১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৫৭

খুবই মর্মাহত ছিলাম ব্লগার রাজিব এর http://nuranichapa.wordpress.com/ এর লিখাগুলো পড়ে। মনের ভিতরে অনেক প্রশ্ন জাগল এসব অখাদ্য আমাদের একজন তরুন প্রতিনিধি লিখে কিভাবে? সবার সাথে অনেক আলোচনা হোল, যেহেতু লিখা গুলো একটা ওয়েবসাইট এ প্রকাশ করা হোল, এটা যদি কেউ উদ্দেশমূলক ভাবে পোস্ট করে থাকে কোনও না কোনও ভাবে তা বের করা যাবেই। সত্য কি তা বুঝার জন্য একটু ঘাঁটাঘাঁটি করলাম internet ... নূরানি চাপার পেজ টির source code দেখলাম, ওখানে দেখি http://www.quantcast.com/ এর একটি লিঙ্ক দেয়া আছে আর ওটা পেজ টিতে রাখা হয়েছিল কতজন ব্লগ টি visit করে তা count করার জন্য এবং সাইট টি বানানোর সময় তা ওখানে রাখা হয়েছিল quantcast হোল প্রথম সারির একটি traffic analytic company যারা একটি ওয়েবসাইট এর visit এর ব্যাপার টা analysis করে থাকে।



Click This Link



quantcast এ গিয়ে দেখা যায় সাইট টি ফেব্রুয়ারী র ১৫ তারিখ থেকেই দেখা যাচ্ছে এর তা হোল রাজিব হত্যার দিন, অথচ সাইট টির পোস্ট গুলো এক বছর আগের, নূরানি চাপা সাইট টার অস্তিত্ত ফেব্রুয়ারী র ১৫ তারিখ এর আগে ছিলই না রাজিব হত্যার পরপরি সাইট টি রাজিব এর নামে বিকৃত কিছু পোস্ট দিয়ে online এ ছড়িয়ে দেয়া হোল, জাতে সাধারণ মানুষ রাজিব এর লিখা পড়তে গেলে এই পোস্ট গুলো পায়/



নূরানি চাপা সাইট টি wordpress.com এর একটি subdomain এ রাখা। এখানে যে কেউই একটি পুরনো তারিখ এ নতুন একটি পোস্ট publish করতে পারে এবং এই ক্ষেত্রে তাই করা হয়েছে।



রাজিব হত্যার উদ্দেশ্য আখন আমাদের কাছে পরিস্কার।



জয় বাংলা - জামাতিরা নিপাত যাক



attachment এ একটা screenshot দেয়া হোল যেটা হোল http://nuranichapa.wordpress.com/ সাইট টির source code এর যেখানে দেখা যাচ্ছে quantcast এর লিঙ্ক.।.।.।।।



এখানে আরও কিছু প্রমান দেয়া হল >>>>



Click This Link

Click This Link

মন্তব্য ১৯ টি রেটিং +০/-১

মন্তব্য (১৯) মন্তব্য লিখুন

১| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৫৯

কায়েস_ বলেছেন: বলদ ভাবেন নাকি সবাইকে?

১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:০২

পাথরের কান্না বলেছেন: কি কারনে আপনার এমন টা মনে হল বলে যাবেন দয়া করে >>> দেখি আপনি কত বড় পণ্ডিত

২| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:০৫

অভী_০১৮ বলেছেন: http://www.facebook.com/thaba.baba

এই link টা কি বলবেন,
এখান থেকে কয়েটা Facebook status দিচ্ছি

Nov-16: 2012- একজন মানুষের পরশ্রিকাতরতার ফলাফল হল কোরান
সেটা পড়ে আমার হিংসা দ্বেষ ছাড়া আর কি শিখতে পাড়বো?
আর যে ঘটনা ঘটেই নি সেই কল্পিত কারবালার ঘটনা নিয়ে নাচাকুদা করা আর মাটির দেবিদের পূজো করার পার্থক্য কোথায় ?

Dec-11:2012- নবী মোহাম্মক সাইবেরিয়ায় জন্মাইলেদিনে ৫০ অয়াক্ত তিন ঢোক ভদকা পান ফরজ হইত আর হাউয়াইতে জন্মাইলে নারীকুলের বিকিনি পড়া ফরজ হইথ ভেস্তে বিবসনা ও স্বচ্চ হুড়ির জায়গায় জামাকাপড় পড়া পর্দানশীল হুড়ির বর্ননা থাকত কোরানে ...
(নাউদুবিল্লাহ)
এই রকম হাজারো অসুস্থ লেখা আছে
এটাকে কি বলবেন ??????

১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:১১

পাথরের কান্না বলেছেন: সে নাস্তিক হোক আর যাই হোক, সে মানবধর্মে বিশ্বাস করতো। এটা আর কেউ বিশ্বাস করুক আর না করুক, আমি বিশ্বাস করি।গত ১০/১১ দিন ধরে সে আমাদের সাথে ছিল শাহবাগ আন্দোলনে। সেও কঠোরভাবে চেয়েছিল রাজাকার এবং যুদ্ধাপরাধীদের পতন হোক।সে কঠোরভাবে প্রতিবাদ জানিয়েছিল বলেই তাকে রাজাকারের বাচ্চা গুলা নির্মম ভাবে হত্যা করেছে। প্রতিবাদ জানানোর এমন সাহসী বুকের পাটা কয়জনের আছে........??? দেশের জন্য কয়জন এভাবে প্রান দিতে পারে...........???

৩| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:০৬

অভী_০১৮ বলেছেন: @কায়েস_ সহমত

৪| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:০৬

মুহাম্মদ জহিরুল ইসলাম বলেছেন: খুব বেশী কষ্ট করতে হবে না।

থাবা বাবার ফেইসবুক প্রোফাইলে যানঃ
https://www.facebook.com/thaba.baba

স্ক্রল ডাউন করে সেপ্টেম্বর ২০১২ এর পোস্টগুলোতে চলে যান, সেখানে এই পোস্টটি পাবেনঃ
Click This Link

থাবা বাবার ফেইসবুকের আরেকটি নোটঃ

https://www.facebook.com/thaba.baba/posts/10151349601185830

আশা করি আর কোন সন্দেহ থাকবে না, নুরানী চাপা কে লিখত... :)

৫| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:০৯

অভী_০১৮ বলেছেন: @মুহাম্মদ জহিরুল ইসলাম সহমত

৬| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:০৯

মুহাম্মদ জহিরুল ইসলাম বলেছেন: শেষ লিঙ্কটি ব্রাউজারে কপি করে দেখতে হবে, সরাসরি ক্লিক করলে চলবে না।

সেখানে তিনি যা লিখেছেনঃ

নূরানী চাপা শরীফ-০১৮
(ঈদ মোবারক আর ঈদের জামাতের হিস্টুরী)

খাদিজার হাতে ধরা খাইয়া মোহাম্মকের টানা একমাস খানা খাইদ্য সাথে দাসী বান্দী পুরাই অফ আছিল(চাপা-০১৩ দ্রষ্টব্য)। তার জেলখানার মেয়াদ শেষ হইতে না হইতেই এক দৌড়ে বাইর হইয়া সরাসরি পাবে জমজমে চইলা গেল। এতো দিনের না খাওয়া বান্দা... তাই বেসামাল আরবি টানলো হাউশ ফুরাইয়া। তার পর তার সেই চিরাচরিত কাবা ঘরের সামনের চত্বরে... সাথে তার ইউজুয়াল ইয়ার-দোস্তরা। মোহাম্মক তো টাল... স্বপ্নে উম্মেহানীর গুহায় ডুবসাঁতার কাটতে ডাইভ দিছে, আর তার পুরা একমাস ‘মোহাম্মক-মধু’ বঞ্চিত দোস্তরা তাদের কঠিন ইমান লইয়া মধুর ভান্ডের ওপর ঝাপায় পড়লো। সবাই আরবি খাওয়া ছিল, তাই টাল সামলাইতে না পাইরা কেউ কেউ মোহাম্মক মনে কইরা অন্যদের মধুও খাওয়া শুরু করলো।

যথারীতি সকাল বেলা মোহাম্মক উর্ধপোঁদে মধুদ্বার চেগায়া পইড়া থাকলো জ্বালাপোড়া ঠেকাইতে, আর তার পিছে তার ইয়ার দোস্তরা। কারন টাল হইয়া কে যে কার মধু খাইয়া ফালাইছে তার হিসেব আছিল না, তাই সবারই পশ্চাদ্দেশ ব্যাথা। এই দিকে খাদিজা বিবি শিবলি থুক্কু সুবে সাদিকে তার মুবারক নামক ভৃত্যের কাছে খবর পাইলো তার পাতিনবী পতিদেব কাবা ঘরের সামনে আরবি খাইয়া ইয়ারদোস্ত লইয়া পুন্দাপুন্দি করতাছে। কোন রকমে তুপটা গায়ে জড়ায়া মুবারকরে লইয়া দিল দৌড়। তার যা মেজাজ তখন, হাতের কাছে থান ইঁট পাইলে মোহাম্মকের মস্তক শরীফ আস্তা থাকার কথা না।

খাদিজা দৌড়াইতাছে, সামনে মুবারক দৈরাইতাছে... আর খাদিজা চিল্লায় চিল্লায় কইতাছে “মুবারক... ইঁট, মুবারক... ইঁট”, মানে মুবারকরে ইট নিতে কইতাছে মোহাম্মকের মাথা থ্যাতলানের জইন্য। কিন্তু তখনো তো পোড়া ইট আরবে ঢোকে নাই, তাই মুবারকও ইঁট খুঁইজা পায় নাই। এই দিকে চিল্লাপাল্লা আর আর খাদিজার উর্ধশ্বাসে দৌড় দেইখা মানুষজনও তাদের পিছে পিছে যাওয়া শুরু করলো মজমা দেখতে। কিন্তু কাহিনী তো তারা জানে না... তারা শুধু শুনছে খাদিজা চিল্লাচ্ছে “ইঁট মুবারক, ইঁট মুবারক”... !!!

কাবা প্রাঙ্গনে গিয়া দেখে মোহাম্মক আর তার পিছে সবাই লাইন ধইরা উর্ধপোঁদে পজিশিত। মক্কাবাসীরে মোহাম্মক আগেই বুঝায় রাখছে যে ঐটা হৈল নামাজের সিজদা(চাপা-১৬ দ্রষ্টব্য)... তাই তারা আসল কাহিনী ধরতে না পাইরা মনে করলো ইঁটের দিন জামাতে সিজদা দেওন লাগে আর চিল্লায় চিল্লায় ইঁট মুবারক কওন লাগে! সেই থেকে একমাস না খায়া থাইকা পরের দিন উর্ধপোঁদে নামাজ পরা আর ইঁট মুবারক বলার রীতি শুরু হইলো, আর কালক্রমে শব্দবিচ্চ্যুতির কারনে ইঁট হয়ে গেল ঈদ!

৭| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:১১

মুহাম্মদ জহিরুল ইসলাম বলেছেন: উল্লেখ্য, আমি জামাত শিবির করি না, কিন্তু নাস্তিকদের ইসলাম সম্পর্কে অপপ্রচার বরাবরই অপছন্দ করি, আমার পেছনের পোস্টগুলো ঘাটলে বুঝবেন... :)

১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:১৩

পাথরের কান্না বলেছেন: চিকনে নিজের প্রচার কইরা দিলেন

৮| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:১৫

মুহাম্মদ জহিরুল ইসলাম বলেছেন: প্রচার না, নাস্তিকদের নিয়া কিছু কইলতো আপনারা ছাগু ট্যাগ মারেন, সেইটা যাতে না করতে হয়, আপনার কষ্ট কমায় দিলাম।

৯| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:১৬

মুহাম্মদ জহিরুল ইসলাম বলেছেন: তাকে খুন করা কোন ভাবেই সমর্থন করি না, সুষ্ঠু তদন্তে খুনী সনাক্ত এবং বিচার হোক সেটাই চাই।

১০| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:২০

মহাসাগরের কোলে বলেছেন: আপনি ফিডার খাওয়া ব্লগার বলে সবাইকে এরকম মনে করাতো ঠিক না।। এই কুলাঙ্গারটাকে অনেক দিন ধরে চিনি।। যদি ধরেও নেই, এই সাইটটা থাবার নয় কিন্তু আমার ব্লগ কিংবা সামুতে লেখা থাবার লেখাগুলা!! নাকি অগুলাও ওর নয়।। যদি কিছুই ওর না হয়ে থাকে তাহলেতো ও ব্লগারই নয়।।

১১| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:২২

অভী_০১৮ বলেছেন: লেখক কে বলছি ভাই হত্যা কারোই কাম্য নয়
মানব ধর্ম করলেই যে অন্য ধর্মকে হেয় করা লাগবে
প্রমান ছাড়া ধর্মের বিরুদ্ধে অপপ্রচার করা লাগবে এটা কেমন মানবতা ??!!
আপনারা যেমন শাহবাগে আন্দোলন করছেন আমি অ সাত দিনই আন্দোলন করেছি করেই যাব
তাই বলে ভালোকে ভাল খারাপ কে খারাপ বলব না তা কেন ?
জামাত ধর্ম নিয়ে যেমন বাড়াবাড়ি করেছে তেমনি থাবা নিজেও করেছে

১২| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:২৫

কায়েস_ বলেছেন:

১৩| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:৩০

কায়েস_ বলেছেন: নুরানি চাপাও ঐ থাবা বাবার। সে মারা গেছে, তার সৃষ্টিকর্তার কাছে পৌছে গেছে, সেই এখন থাবাকে দেখাশুনা করবে। তবে তার হত্যাকান্ড সমর্থন করিনা। এই লোকদের কারনেই ছাগুরা চান্স পায়, চিল্লানোর সুযোগ পায়।

বড় করে দেখতে, Click This Link

১৪| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:৫১

কায়েস_ বলেছেন:

১৫| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:৫৯

পাথরের কান্না বলেছেন: যারা ভাবে বিনা রক্তে বিজয় অর্জিত হয়ে যাবে তারা বোকার স্বর্গে বাস করছেন। ধর্মান্ধতা, মৌলবাদের মত জিনিস নিয়ে যখন থেকে আমরা লেখা শুরু করেছি, জেনেছি জীবন হাতে নিয়েই লেখালিখি করছি। জামাত শিবির, রাজাকারেরা নির্বিষ ঢোরা সাপ না, তা একাত্তরেই আমরা জনেছিলাম। আশি নব্বইয়ের দশকে শিবিরের রগ কাটার বিবরণ আমি কম পড়িনি। আমার কাছের বন্ধুবান্ধবেরাই কম আহত হয় নাই।

থাবা বাবার মর্মান্তিক খবরে আমি ক্ষুব্ধ, ক্রুদ্ধ, উন্মত্ত, কিন্তু বিশ্বাস করুন, এক ফোঁটা বিচলিত নই। জামাত শিবির আর সাইদী মাইদী কদু বদু যদু মোল্লাদের সময় যে শেষ এ থেকে খুব ভাল করেই আমি বুঝতে পারছি। এরা সব সময়ই মরার আগে শেষ কামড় দিতে চেষ্টা করে। ৭১ এ বিজয় দিবসের দুই দিন আগে কারা আর কেন বুদ্ধিজীবী হত্যায় মেতে উঠেছিল শকুনের দল, মনে আছে? মনে আছে স্বৈরাচারের পতনের ঠিক আগে কি ভাবে প্রাণ দিতে হয়েছিল ডাক্তার মিলনকে? এগুলো আলামত। তাদের অন্তিম সময় সমাগত। পিপিলিকার পাখা ওঠে মরিবার তরে!

বিজয় আমাদের অবশ্যাম্ভাবী।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.