![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শোক হোক শক্তি
ছদ্মবেশে আগামীকাল জামায়াত-শিবির যা করবে তা নিচে দিলাম। সতর্ক হোক। প্রস্তুত থাকুন। শেয়ার করুন। ছড়িয়ে দিন ***
"এতক্ষণ অনেক পেপার, পেইজ আর শিবিরের এক ছেলে কে ফোন দিয়া ব্যাপারটা ১০০% কনফার্ম হইলাম। কালকের মিছিলে কোথাও জামাত-শিবিরের নাম থাকবে না। 'হেফাজত ইসলাম বাংলাদেশ' নামের ব্যানারে মিছিল স্টার্ট হবে। কিন্তু মিছিলে নেতৃত্ব দিবে জামাত আর শিবিরের লিডাররা। মিছিল থেকে পুলিশকে উষ্কানি দেয়া হতে পারে, তাহলে পুলিশ মিছিলে এটাক করবে , জামাত-শিবির চোরাগোপ্তা ভাবে পালাবে কারণ তাদের এই ব্যাপারে ট্রেনিং দেয়া আছে, আর মার খাবে সাধারণ জনতা। তখন আম-জনতা পুলিশ তথা সরকারের উপরে ক্ষেপবে। এভাবে জামাত-শিবির এক ঢিলে দুই পাখি মারার পরিকল্পনা করছে। আর বাইচান্স,পুলিশ মিছিলে গুলি করলে দুই একজন সাধারণ মানুষ মারা পরলে তাদের আর পায় কে? এভাবে সাপও মরবে, লাঠিও ভাংগবে না।
একটা পেইজে পরলাম, আরণ্যক নামের একজন বলেছেন, ''একটু আগে একজন ইনবক্সে জানালো আগামি কালকে জুম্মার নামাযের পর জামাত-শিবির নাকি ভয়ংকর নাশকতা মূলক কিছু একটা করার চেষ্টা করতে পারে। সবাইকে একটু সাবধান এবং প্রস্তুত থাকার জন্য অনুরোধ করছি। এরকম নাশকতামুলক কিছুর আভাস পেলে সাথে সাথে নিকটস্থ থানায় জানান। এবং এই খবরটি দয়া করে ব্লগে-ব্লগে, ফেসবুকে সবাইকে জানিয়ে দেওয়ার অনুরোধ করছি।''
আর শিবিরের বিভিন্ন পেইজে কালকের আন্দোলন নিয়ে অনেক কথা শেয়ার করছে, যা চোখ কান খোলা রাখলেই বুঝতে পারবেন, আন্দোলনটা কারা করছে, কাদের প্লেন করা হচ্ছে।
তাই, ধর্মপ্রাণ ভাইয়েরা, দয়া করে জামাত-শিবিরের ফাঁদে পা দিবেন না। আপনার জীবন নিয়ে তারা তাদের গেম প্লান করছে, আপনার জীবনের কোন দাম তাদের কাছে নেই। সময় থাকতে সাবধান হোন।
যেখানে জামাত শিবির, সেখানেই হোক প্রতিরোধ।
জয় বাংলা।
কৃতজ্ঞতা -নিয়াজ মোর্শেদ
(শেয়ার করুন,ছড়িয়ে দিন)"
২২ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৩:০১
পাথরের কান্না বলেছেন: মঙ্গল কামনা রইল >>> নিরাপদ এ থাকুন >>>যেখানে জামাত শিবির, সেখানেই হোক প্রতিরোধ।
জয় বাংলা।
২| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৩:০৬
টাইম পাস বলেছেন:
২২ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৩:১৮
পাথরের কান্না বলেছেন:
অসাধারন
৩| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৩:১৫
হাফিজুর রহমান মিতু বলেছেন: বি, এন,পি সহ যত ধান্ধাবাজ ইসলামী দল আছে এর প্রায় সবই জামায়াতের সৃষ্টি ।
২২ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৩:১৯
পাথরের কান্না বলেছেন: নিরাপদ এ থাকুন >>>যেখানে জামাত শিবির, সেখানেই হোক প্রতিরোধ।
জয় বাংলা।
৪| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৩:১৬
ছোট দা বলেছেন: Shabdhan korar janno dhannobad
২২ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৩:১৯
পাথরের কান্না বলেছেন: মঙ্গল কামনা রইল >>> নিরাপদ এ থাকুন >>>যেখানে জামাত শিবির, সেখানেই হোক প্রতিরোধ।
জয় বাংলা।
৫| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৩:৫৮
সরোজ রিক্ত বলেছেন: শিবিরের এক বন্ধুরে ফোন দিয়া ব্যাপারটা ১০০% কনফার্ম হইলাম।
শিবির আপনার বন্ধু, কেমনে??
আর ওরা সব প্ল্যান আপনাকে বলেও দিলো?? আপনার কি ধারণা, শিবির যা প্ল্যান করবে তা আপনাকে বলবে? আর যদি বলে থাকে তাহলে আপনি শিবির।
২২ শে ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৫:০২
পাথরের কান্না বলেছেন: অন্য কিছু গালি দিলে ও হয়ত এতটা কষ্ট পাইতাম না>>> যে ছেলে টা খবর টা দিসে সে শিবির করে কিন্তু বিষধর সাপ কি কোনোদিন বন্ধু হয় কি না জানি না>> তবে আমাদের উপকার তো হল >>> মঙ্গল কামনা রইল >>>আপনি নিরাপদ এ থাকুন >>>যেখানে জামাত শিবির, সেখানেই হোক প্রতিরোধ।
জয় বাংলা।
৬| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৪:০৬
এ এক অন্য আই বলেছেন: আমাদের ৭১ এর চেতনা বিরুধী মসজিদ সনাক্ত করার আজকেই উপযুক্ত সময়। আশাকরি মিডিয়া সংশ্লিষ্টজনেরা তা করবে।
২২ শে ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৫:৩১
পাথরের কান্না বলেছেন: সহমত>>>>>>>> মঙ্গল কামনা রইল >>>আপনি নিরাপদ এ থাকুন >>>যেখানে জামাত শিবির, সেখানেই হোক প্রতিরোধ।
জয় বাংলা।
৭| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৫:৫৩
যোগী বলেছেন: গুরুত্বপূর্ন একটা পোষ্ট
প্রত্যেকেরই উচিৎ নিজের ঈমানকে দৃড় রাখা যাতে কারো প্রোরোচনায় সেটা পাপের পথে চলে যায়।
৮| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৭:১১
মিশনারী বলেছেন: এ এক অন্য আই বলেছেন: আমাদের ৭১ এর চেতনা বিরুধী মসজিদ সনাক্ত করার আজকেই উপযুক্ত সময়। আশাকরি মিডিয়া সংশ্লিষ্টজনেরা তা করবে ।
এবং আপনি করবেন ।
৯| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৭:৩৯
আবু তাশফীন বলেছেন: 'জয় বাংলা'র পরে 'জয় বঙ্গবন্ধু' কই?
©somewhere in net ltd.
১|
২২ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:৪৯
ঢাকা থেকে বলেছেন: ঠিক বলেছেন।
সকলকেই সতর্ক থাকতে হবে।