![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ছিটকা বাইরাইছি জাবি থিকা সেই 1998 তে। পড়ছিলাম পৃথিবী গোল (ভূগোল) কিন্তএখন দেখি পৃথিবী বান্দরের তৈলাক্ত বাঁশের মত।
কেউ কবার পালল না ...
চাইনিজ ফোন গুলোতে ৩০০-৫০০ ফোনবুক থাকে সাধারনত, এগুলো কি তাদের মেমোরি কার্ডকে ফোনবুক এর জন্য ব্যবহার করতে পারে???
নাকি ফোনবুক ক্যাপাসিটি শেষ হলে আর কোন নম্বা সেভ করতে পারেনা?
এদের ফোনবুক কি ইমেইল, নোট, আদার ফোন নং ইত্যাদি সহ রাখতে পারে?
এদের ক্যালেন্ডার অপশন আছে??
নেট কতদিন কাজ করে? [আমার দেখামত এদের নেট ৬-১২ মাস পর নষ্ট হয়ে যায়]
পিলিজ হেলফ...
২| ১৫ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:০৮
অন্য হিমু বলেছেন: সব প্রশ্নের একটাই উত্তর> না
৩| ১৫ ই জানুয়ারি, ২০১৩ রাত ১১:১৩
রবিনহুড বলেছেন: চাইনিজ মোবাইলের কোন ষ্ট্যান্ডার্ড ফরমেট নেই।
এক এক মডেলের ভিন্ন ভিন্ন সুবিধা থাকে। তাই কোন সেটের জন্য জানতে চান সেটার মডেল জানা প্রয়োজন।
আপনি আপনার আশে পাশের কারো কাছ থেকে সেই মোবাইলটা দেখে বিষয়টা জেনে নিন।
তবে ফোন বুক মোবাইল এ থাকে। এটা মূলত মোবাইলের মেমরি বিশেষ। ৩০০ এর পরেও আপনি আপনার সিমের ফোন বুকে আরো কিছু মোবাইল নং সেভ করে রাখতে পারবেন।
৪| ১৬ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:৪১
আমি হনুমান বলেছেন: ডি৬৬আই কিনা আনছি, স্পেক এ আছে ১০০০ ফোনবৃক বাজেট তে ৫০০/- বেশি গেল
কেটি ১০, ডি৬৩ খুজিছিলাম মাগার আউট অফ প্রোডাকশন B:-)
৫| ১৬ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:৩৫
রিফাত হোসেন বলেছেন: হনুমান সাহেব ডিজেল চালিত জেনারেটর এর একটা আইডিয়া দেন, আমি একটা বেকআপ কিনতে চাচ্ছি । ১ কিলো ওয়াট হলেই চলবে ।
লাইট, টিভি, কম্পু , মোবাইল চার্জ, পাখা এইগুলিই টার্গেট ।
এক ব্লগে দেখলাম আপনিত মন্তব্য করলেন , তাই মনে করলাম আপনিও ব্যবহার করেন ।
আমার সহজ ব্যবহার বান্ধব দরকার, এত দেখাশুনার কেউ নাই তাই, সস্থা ও সাশ্রয়ী জ্বালানী দরকার । আইপি এস বা গ্যাস জেনারেটর কি ডিজেল থেকে ভাল হবে ?
বাজেট ১০-৫০ হাজার এর উপরে না ।
আপনার মতামত দেন,.. ব্লগে এই নিয়ে পোষ্ট করেছিলাম Click This Link , আইপিএস নেয়ার পরামর্শ দিল । যেটা সত্যিকার অর্থে চাচ্ছি না । কিন্তু জেনারেটর এর জ্বালানী খরচ বেশী হলে সেটাই নিতে পারি ।
©somewhere in net ltd.
১|
১৫ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:৫২
টেকনিসিয়ান বলেছেন: চাইনিজ ফোনের মধ্যে সবচেয়ে ভাল অবস্থানে আছে "সিম্পনী" কমদামে সব সুবিধা বিদ্যমান। আপনার নিকটবর্তী শোরুম থেকে কিনবেন।
শুধু ফটোগ্রাফী দুবর্ল যেমন- ক্যামেরা ২ মেগা প্রিক্সেল কিন্তু আসলে ভুঁয়া।