![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ছিটকা বাইরাইছি জাবি থিকা সেই 1998 তে। পড়ছিলাম পৃথিবী গোল (ভূগোল) কিন্তএখন দেখি পৃথিবী বান্দরের তৈলাক্ত বাঁশের মত।
ডাচবাংলা তথা ডাব অলরেডি অতিরিক্ত গ্রাহকের কারনে এটিএম গুলা প্রায়ই লোড শেডিং এ থাকে, আর ব্যাঙক একাউন্টে টাকা জমা করা তো ১-২ ঘন্টার কর্ম।
এরা এখন রাস্তায় বসে অনেকটা ফুসলাইয়া মোবাইল একাউন্ট করাইতাছে।
চার্জ এর ক্ষেত্রে বাংলাদেশের স্যাটানচার্টাড তথা বেরাক ব্যাঙক এর "বিকাশ" এর টাকা ব্যাঙক থেকেই + মোবাইল থেকে গায়েব হবার অনেক নজির পাওয়া যাইতেছে। তা ডাব এর এই ধরনের গুন এর খবর কি আছে????
আর ১টি বিষয় হল, এরা বলছে যে বাতসরিক কোন ফি নাই, কিন্তু এটা যে "তাদের বাতসরিক ১০২ কোটি টাকার বৃত্তি"র ফাকিবাজির মত কিনা??
১৯ শে ফেব্রুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৬:১৩
আমি হনুমান বলেছেন: বাংলাদেশ পোষ্টের ৪৫টাকার কার্ড এ আবার কি???
২| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৫:৪০
নূর উদ্দীন হাবিব বলেছেন: আপনি সত্যিই বলেছেন। ডিবিবিএল এর এটিএম সব জায়গাতেই আছে এবং খুব সম্ভবত বঙ্গবোসাগরে গেলেও পাওয়া যাবে কিন্তু ৪০ থেকে ৫০% থাকে আউট অব অর্ডার। হয় টাকা থাকেনা নয়ত মেশিন নষ্ট। বিকাশের মতো প্রতারনার ঘটনা এখনো শোনা হয়নি ডাব এর মোবাইল ব্যাংকিং এর ক্ষেত্রে। তবে বিকাশ এর এজেন্ট যেমন ডানে বামে উপরে নিচে সব জায়গায় আছে তেমনটা এখনো ডাব এর ক্ষেত্রে ঘটেনি।
১৯ শে ফেব্রুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৬:১৩
আমি হনুমান বলেছেন: থ্যাঙকস। আশা করি এরা ও মাশরুম হয়ে যাবে...
৩| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৬:২০
ডাঃ মোঃ কায়েস হায়দার চৌধুরী বলেছেন: বাংলাদেশের পোস্টাল কার্ড, বাংলাদেশের যেকোনো পোস্ট অফিসে পাওয়া যায়।
©somewhere in net ltd.
১|
১৯ শে ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৫:৩৯
ডাঃ মোঃ কায়েস হায়দার চৌধুরী বলেছেন: শুনেন ভাই আসলে এইসবই ভুয়া সার্ভিস। আমি যা দেখলাম বাংলাদেশে যে অনলাইন ব্যাংকিং এটা মাত্র ৩০% সার্ভিস। বিদেশের যে ব্যাংকিং ব্যাবস্থা আছে তার কাছে আমাদের দেশের অনলাইন বা মোবাইল ব্যাংকিং কিছুই না ভাওতাবাজি ছাড়া। আপনি বিদেশে টাকা এটিএম মেশিনে ডিপোজিট এবং উত্তোলন দুইটাই করতে পারবেন। ২৪ ঘন্টা এটিএম এর মধ্যে কোনো সমস্যা নাই। এবং এই যে আজাইরা মোবাইল ব্যাংকিং এটা বিদেশে পানি ভাতের মত, আপনাকে শুধু এটিএম মেশিনে গিয়ে আপনার মোবাইল নম্বরটা রেজিস্ট্রার করতে হবে কিছুই লাগবে শুধু আপনার একাউন্ট থাকলে আপনার মোবাইল সহজেই রেজিস্ট্রার করতে পারবেন আর একাউন্ট খুললেই সাথে সাথে একটা ডেবিট কার্ড দিয়ে দিবে। বাংলাদেশে যে কত কিছু করতে হয় এটা ঐ সব দেশে কেউ কল্পনাও করতে পারবে না। তারপরও বলতে হয় নাই মামার চেয়ে কানা মামাই ভালো। আমার মতে বাংলাদেশ পোষ্টের ৪৫টাকার কার্ড বানানোই ভালো।