নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

only positive thinkers are welcome to hopefull's blog

[email protected] হুপফূল মানসিক স্বচ্ছতায় বিশ্বাসী..অনেকটা বাদর কিছুটা নিরিহ! তবে, স্বপ্ন দেখে এদেশটা নিয়ে, একদিন পরিচ্ছন্ন ইমেজের একদল শিক্ষিত তরুন পাল্টে দেবে সমাজচিত্র। সাজাবে নতুন রাজনীতির মঞ্চ। ইনসাফভিত্তিক সমাজ পরিবর্তনের ব্রত নিয়ে এগিয়ে আসবে সামনের

হুপফূলফরইভার

যুক্তিই পরিচ্ছন্ন মত প্রকাশের একমাত্র মাধ্যম, গালাগালি নোংরা মানসিকতার পরিচায়ক, বন্ধু শত্রু... সবাইকে স্বাগতম।

হুপফূলফরইভার › বিস্তারিত পোস্টঃ

চাইরৈক্কে চাইর উল্টা পাল্টা কমেন্ট কর্লে দিমু একখান মাইর~ X((

০৪ ঠা জানুয়ারি, ২০১১ দুপুর ১:০১

এক অ এক্কে এক

ব্লগের বেবা বল্টু ছল্টু

বুইজ্যা শুইন্যা দেক :>



দুইয়েক্কে দুই~

মোরে ভাল বাসিস কিনা

আজ বলে যা তুই~ #:-S



তিন অ এক্কে তিন

তোরে নিয়া ঘুরতে যামু

টা ধিনাক ধিন ধিন~ !:#P



চাইরক্কে চাইর

উল্টা পাল্টা কমেন্ট কর্লে

দিমু একখান মাইর~ X((



পাচৈ এক্কে পাচ

হিসাব কিতাব ঠিক্মত লেইক্যা রাক

এইটা আমার তালগাছ~ ;)



ছয়ে এক্কে ছয়

উল্টা পাল্টা কমেন্ট করুম

ব্যানের কিসের ভয়? B-))



সাতৈ এক্কে সাত

তিরুং বিরুং করলে বেশি

দেখামু এক হাত B-)



আটৈ এক্কে আট

মডুর লগে জমাইছি খাতির

বাধছি আট ঘাট~ :P



নয় এক্কে নয়~

হাঙ্কিপাঙ্কি করুম ব্লগিং

আমার কিসের ভয়? |-)



দশেক্কে দশ

মোর লগে বেশী করলে বিটলামী

ছেইচ্চা তুলুম রস~ :-0



মন্তব্য ২০০ টি রেটিং +৫০/-০

মন্তব্য (২০০) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা জানুয়ারি, ২০১১ দুপুর ১:০৬

উধাও ভাবুক বলেছেন: চাইরক্কে চাইর
উল্টা পাল্টা কমেন্ট কর্লে
দিমু একখান মাইর~

০৪ ঠা জানুয়ারি, ২০১১ দুপুর ১:৩৮

হুপফূলফরইভার বলেছেন: কলা গাছে বাগুন
মনে লাগছে আগুন~

উল্টা পাল্টা তিরুং বিরুং করলে
মাইর হবে দ্বিগুন~ B-)

২| ০৪ ঠা জানুয়ারি, ২০১১ দুপুর ১:০৮

শেখ আমিনুল ইসলাম বলেছেন: ভয় পাইছি B:-) :(
+ :)

০৪ ঠা জানুয়ারি, ২০১১ দুপুর ১:৩৯

হুপফূলফরইভার বলেছেন: হাঙ্কিপাঙ্কি কোপ্তা পইড়া
ভয় পায় আমিনুল
ডরে ডরে পিলাস দেয়
ঠিক রাখে দুই কুল~

৩| ০৪ ঠা জানুয়ারি, ২০১১ দুপুর ১:১১

টিনটিন` বলেছেন: অসাধারন কবিতা। ;)

+

০৪ ঠা জানুয়ারি, ২০১১ দুপুর ১:৪৯

হুপফূলফরইভার বলেছেন: উুুরি উরিইরিউরি~

টিনটিনে কয় অসাধারন কোপ্তা
আমারে আর ঠেকায় কে? !:#P !:#P


খুব ভাল লাগল টিনটিন ব্রো~ খুবই ভাল লাগল~

৪| ০৪ ঠা জানুয়ারি, ২০১১ দুপুর ১:১২

ডেইফ বলেছেন:
বিশ একে বিশ
উল্টা পাল্টা কবিতা দিলে
ঘুসি ঢিশ ঢিশ!!! X(( X((

আক্রমণাত্বক কবিতার জন্য কবিকে মাইনাস। B-)

০৪ ঠা জানুয়ারি, ২০১১ দুপুর ২:০৮

হুপফূলফরইভার বলেছেন:

৫| ০৪ ঠা জানুয়ারি, ২০১১ দুপুর ১:১৪

ছোটমির্জা বলেছেন:
এগার্রোক্কে এগার,
পিলাচ দিলাম আবার ও।
-----------------------------
জোশ হৈছে গুরু।

০৪ ঠা জানুয়ারি, ২০১১ দুপুর ২:১২

হুপফূলফরইভার বলেছেন: জোশ হৈছে গুরু
বিটলামি তবে শুরু?


পেলাস দিয়া একবার
কেমতে দেয় আরেকবার?

৬| ০৪ ঠা জানুয়ারি, ২০১১ দুপুর ১:১৭

ডেইফ বলেছেন:
রবিঠাকুর. নজরুল, জীবনানন্দ, মধুসূদনের কবিতার সময় শেষ হয়ে এল বলে!!!!!! B-)

কবিতাটি ষ্টিকি করা হোক! ;)

০৪ ঠা জানুয়ারি, ২০১১ দুপুর ২:৪১

হুপফূলফরইভার বলেছেন: কোন রবি? B:-)
ওই যে একটেল এর রবি?

নজরুল ভাইরে তো চিনলাম? ওই যে আমাদের অফিসের কলিগ নজরুল ভাই উনি না? ধুর উনি কোনদিন আবার কোপ্তা লেখেন নাকি?

'জীবন'রে তো চিনলাম~ আমাদের হলে পাশের রুমে ছিল, কুমিল্লায় বাড়ী, হারাবছর পেট খারাপ থাকত~ কিন্তুক নন্দ আবার কেডায়~ :-B

তয় মধু দায় কিন্তুক অনেক ভালু লুক আছিল~ হেতেরে আমি চিনি~ মুক্তিযুদ্ধের আগে ঢাবিতে একটা ক্যান্টিন চালাত~ এখন উনার ছেলে ওইটা চালায়~

৭| ০৪ ঠা জানুয়ারি, ২০১১ দুপুর ১:১৮

মাতাল অরন্য বলেছেন: পাঁচ দুগুনে দশ
পড়ে গেলো... :P

০৪ ঠা জানুয়ারি, ২০১১ দুপুর ২:৪২

হুপফূলফরইভার বলেছেন: পাঁচ দুগুনে দশ
মাতাল কাটায় অরণ্যে রাত
মুখে নাই রস কস~

৮| ০৪ ঠা জানুয়ারি, ২০১১ দুপুর ১:৪০

তীর জোক বলেছেন: রিসেন্ট আপডেট,
হামা>জাপো ;)

চুইয়ান্না ত্যাল আর ছ্যাবলামী দেইখ্যা লইজ্জাই লাগলো :|

০৪ ঠা জানুয়ারি, ২০১১ দুপুর ১:৪৭

হুপফূলফরইভার বলেছেন: হামা>জাপো ;)
চুইয়ান্না ত্যাল আর ছ্যাবলামী দেইখ্যা লইজ্জাই লাগলো


আগা মাথা কিছুই বুঝলাম না ভাই~ B:-) B:-) :(( একটু খুইলে কন

৯| ০৪ ঠা জানুয়ারি, ২০১১ দুপুর ১:৫৫

ময়নামতি বলেছেন: আমি ডরে কুনু কমেন্ট করমুনা উল্টা পাল্টা মাইরও খামুনা++++

একে এক্কে দুই
দুইয়ে এক্কে তিন
তিন এক্কে চার
প্লাসে প্লাসে প্লাস
প্লাসে মাইনাসে আমি নাইক্কা ......

ধনিয়াবাদ ।

০৬ ই জানুয়ারি, ২০১১ রাত ১১:৩৭

হুপফূলফরইভার বলেছেন: একে এক্কে দুই
ময়নামতি ভাই দিচ্চে পিলাস
পাচ্ছে নাকি ভুই ;)

দুইয়ে এক্কে তিন
মাইরের ডরে করছে কমেন্ট
টিন টিনা টিন টিন~

তিন এক্কে চাইর
প্লাসে কমেন্টে দিল খুশ হু গ্যায়া
তুইল্যা রাখলাম মাইর~

প্লাসে মাইনাসে প্লাস
প্লাসে মাইনাসে বেহুশ হইয়া
করছে নামতার ক্লাস~

১০| ০৪ ঠা জানুয়ারি, ২০১১ দুপুর ১:৫৮

ময়নামতি বলেছেন: মডারেশন প্যানেলকে আমার বড় আকুতি
আমার একটা অনুরোধ অন্তত রাখেন ।

কবিতাটা স্টিকি পোস্ট করা হউক।..........................

০৪ ঠা জানুয়ারি, ২০১১ দুপুর ২:১৫

হুপফূলফরইভার বলেছেন: স্টিকি ফিকি বুঝি না
মডু আমার পুজি না

প্লাস মাইনাসের নামতা শিখান
বুঝছেন কিচ্ছু বুঝিনা?

১১| ০৪ ঠা জানুয়ারি, ২০১১ দুপুর ২:০৩

হার্ট লকার বলেছেন: বার এক্কে বার // পেলাষ দিলাম আরও

০৪ ঠা জানুয়ারি, ২০১১ বিকাল ৩:১০

হুপফূলফরইভার বলেছেন: পেলাসে এক্কে পেলাস
পেলাস পাইয়া অন্তরে কেন
লাগে ইট্টু জেলাস?


উক্কে উক্কে শরবত লন এক গেলাস~

১২| ০৪ ঠা জানুয়ারি, ২০১১ দুপুর ২:১৯

শিপু ভাই বলেছেন: অসাধারন কবিতা যা বাংলা সাহিত্যকে নি;সন্দেহে সমৃদ্ধ করেছে। স্টিকী করার জোর দাবী জানাচ্ছি। B-) B-)

আসুন আমরা সকল সীমাবদ্ধতা কাটিয়ে পজিটিভ চিন্তাধারায় নিজেদের বোধকে নিরন্তর শাণিত রাখি। ;) :P :P :P


পিলাচ+++++++

০৪ ঠা জানুয়ারি, ২০১১ বিকাল ৩:১৪

হুপফূলফরইভার বলেছেন: বুইঝছি~ মাইরের উপ্রে ওষুধ নাই


শব্দের সীমাবদ্ধতা কাটিয়ে উঠার নিরন্তর প্রচেস্টায় আপনারে ;) ;) ;)

১৩| ০৪ ঠা জানুয়ারি, ২০১১ দুপুর ২:২০

রেজোওয়ানা বলেছেন: এই অসাধারণ কব্য প্রতিভা কোথায় লুকইয়া রাখছিলা এতদিন হুপ ভাইয়া?

০৪ ঠা জানুয়ারি, ২০১১ বিকাল ৪:২০

হুপফূলফরইভার বলেছেন: ব্যাফুক শরমিন্দা হইলাম আপু~

ব্যাঙ্গেরও আবার সর্দি
হুপুরও আবার কাব্য পরতিভা~





তয় মিজাজটা ম্যালা কটমইট্যা আছে~

১৪| ০৪ ঠা জানুয়ারি, ২০১১ দুপুর ২:২৭

নতুনছেলে বলেছেন: আপনে সাহিত্যে নুবেল পাইতে বেশি দেরি নাই।

০৪ ঠা জানুয়ারি, ২০১১ বিকাল ৪:৩০

হুপফূলফরইভার বলেছেন: সাহিত্যে নু-বেইল ফাইতে আর কত্ত--অ দেরী~ গাঞ্জুরী?

য়্যা B:-) থুক্কু~ নু-বেইল B:-) মানে জামিন পাইতে আর বেশী দিরুং নাই?
লাগপেনা নু-বেইলের আমার জামিনদার ভাই আছে না?

১৫| ০৪ ঠা জানুয়ারি, ২০১১ দুপুর ২:৩০

টক দঐ বলেছেন: খাইতেলে...জতিল জতিল...:D +

০৪ ঠা জানুয়ারি, ২০১১ রাত ১১:১১

হুপফূলফরইভার বলেছেন: B:-) B:-)
হাল্লু ভাইয়া,
তক দৈ না--- আমাল অনে--ক পছন্দ~ আমালে এক কাপ তক দৈ দাও না~ ;) (ইমু অব নাছোড়বান্দা)

১৬| ০৪ ঠা জানুয়ারি, ২০১১ বিকাল ৩:২৭

ছোটমির্জা বলেছেন:
তেরক্কে তের,
হুপফুলের ফুল ছেড়।
------------------------
কামডা আমি ভালা কর্লাম্না, :-P :-P :-P :-P :-B :-B
কারন হার্ট লকার নামতা কৈয়া জুসসসসসসসস পাইছে,
আমার জুসসসসসসস কৈ?

০৪ ঠা জানুয়ারি, ২০১১ রাত ১১:২১

হুপফূলফরইভার বলেছেন: সাতৈ এক্কে সাত
তিরুং বিরুং করলে বেশি
দেখামু এক হাত B-)


হায় হায়~ জিহ্বার এই অবস্থা? ;) ;) :> আবার চোখের পাওয়ারও কম~ বড়মির্জারে তাড়াতাড়ি ডাক্তর দেখাইতে হইবেক~ এই নে বাপ! এই সবজিগুলাইন খা, বেশি বেশি খাইয়া জিহ্বা চউক্ষের ইট্টু পাওয়ার বাড়া~

১৭| ০৪ ঠা জানুয়ারি, ২০১১ বিকাল ৪:৫৪

অনন্ত দিগন্ত বলেছেন: :) :) :)

০৪ ঠা জানুয়ারি, ২০১১ রাত ১১:২৬

হুপফূলফরইভার বলেছেন: ;) ;) ;) ;) ;)

১৮| ০৪ ঠা জানুয়ারি, ২০১১ বিকাল ৫:০৩

নিষিক্ত বলেছেন: +++++

০৪ ঠা জানুয়ারি, ২০১১ রাত ১১:৩০

হুপফূলফরইভার বলেছেন: ০
++
+++
+++++
++++
++

১৯| ০৪ ঠা জানুয়ারি, ২০১১ বিকাল ৫:২০

মহাবিশ্ব বলেছেন: ফাট্টাফাট্টি


প্লাস এক্কে প্লাস
প্লাস দশ্‌কে স্টিকি
থাকুক সারা মাস
জ্বলুক ধিকি ধিকি


০৪ ঠা জানুয়ারি, ২০১১ রাত ১১:৪৩

হুপফূলফরইভার বলেছেন: ফাট্টাফাট্টি শব্দবাজী ~
তা---ধিনাক ধিন তা ধা~
প্লাস মাইনাসে খেলতে রাজি
কাট্টাকাট্টির ধা--ধা-~

কনতো দেখি ২+২=কত?

২০| ০৪ ঠা জানুয়ারি, ২০১১ বিকাল ৫:৪৭

চতুষ্কোণ বলেছেন: লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): ছড়া, নামতা, হাঙ্কিপাঙ্কি ব্লগিং, সব মিছা কতা /:)

০৪ ঠা জানুয়ারি, ২০১১ রাত ১১:৪৬

হুপফূলফরইভার বলেছেন: দোহাই লাগে ভাইয়া আমা-র
দোহাই লাগে আপনের
গোমর ফাস কইরেন না পিলিজ লাগে~ :( :( :(

২১| ০৪ ঠা জানুয়ারি, ২০১১ সন্ধ্যা ৭:০৩

রোকন রাইয়ান বলেছেন: মচতকার তো!!

এগারো থেকে সবগুলো চাই।

০৪ ঠা জানুয়ারি, ২০১১ রাত ১১:৫০

হুপফূলফরইভার বলেছেন: মচতকার তো~
এগার থেকে সবগুলাইন কোপ্তা কে লিকবে গো?

ছু মন্তর ছু
একে একে বাকী সব কোপ্তা নিমিষেই হইয়া যা ফু'~

২২| ০৪ ঠা জানুয়ারি, ২০১১ সন্ধ্যা ৭:৩০

মোঃ গোলাম কিবরিয়া বলেছেন: কইস্যা পেলাস B-)

০৪ ঠা জানুয়ারি, ২০১১ রাত ১১:৫৪

হুপফূলফরইভার বলেছেন: পেলাস দিছেন? পেলাস?
এই দেখেন খেজুরের রস

জলদি বাড়াইয়া দেন গেলাস~

২৩| ০৪ ঠা জানুয়ারি, ২০১১ সন্ধ্যা ৭:৪৭

মাহী ফ্লোরা বলেছেন: নয় এক্কে নয়~
হাঙ্কিপাঙ্কি করুম ব্লগিং
আমার কিসের ভয়? |-)
=p~ =p~

০৪ ঠা জানুয়ারি, ২০১১ রাত ১১:৫৮

হুপফূলফরইভার বলেছেন: নয়অ এক্কে নয়
খোকা পাঠ কয়

"ঠু লিটন চিসটার
ওনস আপন এ টাইম
হাসি খুসি ছিল সারাক্ষন
খেত শুধু লাইম"

২৪| ০৪ ঠা জানুয়ারি, ২০১১ রাত ৮:৫২

টানজিমা বলেছেন: :| X((

ছয় দুকানে বার
বাপ ডাইকা খার...
=p~ =p~ =p~

০৫ ই জানুয়ারি, ২০১১ রাত ১২:০৫

হুপফূলফরইভার বলেছেন: টাঞ্জুসোনা টাঞ্জুসোনা
কে মেরেছে কাল?
গাল দুটু তাই টক টকা টক
কেমন হল লাল~
;) ;)


লক্ষীসোনা চাদের নানা
মন্দ কথা বলতে মানা~

ইসব কতা বলেনা টাঞ্জুবাবু
দাতে পোকা হবে, হবা তখন কাবু

২৫| ০৪ ঠা জানুয়ারি, ২০১১ রাত ৯:০৪

সায়েম মুন বলেছেন: দুই এক্কে দুই
এত্ত মজা কৈ আমি থুই :-/

০৫ ই জানুয়ারি, ২০১১ রাত ১২:০৭

হুপফূলফরইভার বলেছেন: 2+2 = ফোর
লেটস, ঘইস্যা মাইজ্যা কোপ্তা রাধি
টেস্টি হবে মোর~ B-)

২৬| ০৪ ঠা জানুয়ারি, ২০১১ রাত ৯:৩৯

সত্যবাদী মনোবট বলেছেন: সায়েম মুন বলেছেন: দুই এক্কে দুই
এত্ত মজা কৈ আমি থুই


এক্কেরে নতুন মাল মসলা দিয়া বানানো কবিতা

০৫ ই জানুয়ারি, ২০১১ সকাল ১০:১২

হুপফূলফরইভার বলেছেন: 3+3= সিক্স
এই কোপ্তার মালমসলা
কইরা দিলাম ফিক্স~

২৭| ০৪ ঠা জানুয়ারি, ২০১১ রাত ৯:৪০

কবির চৌধুরী বলেছেন: দলাবাজী ভাল না ;)

০৫ ই জানুয়ারি, ২০১১ রাত ১২:২২

হুপফূলফরইভার বলেছেন:

২৮| ০৪ ঠা জানুয়ারি, ২০১১ রাত ৯:৪২

আলিম আল রাজি বলেছেন: ওয়াহ ওয়াহ !!
কট্টিন।

০৫ ই জানুয়ারি, ২০১১ রাত ১২:২০

হুপফূলফরইভার বলেছেন: বুঝলাম স্টিভ'ওয়াহ' মার্ক'ওয়াহ' দুইভাই

কট্টিন ডা আবার কেডায়?

২৯| ০৪ ঠা জানুয়ারি, ২০১১ রাত ৯:৫৪

জয় রাজ খান বলেছেন: নামতায় ভুল আছে /:) ভাল কইরা নামতা শিখা আসেন হুলফুল ভাই ;) :P :P

০৫ ই জানুয়ারি, ২০১১ রাত ১২:১৮

হুপফূলফরইভার বলেছেন: ওই ছেমড়া~
'হুলফুল ' নাম'টায় ভুল আছে~ উস্কুলেত্তন আবার ঠিকমত বানাম শিইক্ষা আয়~ আন্নাইতঅ~

;) ;) ;)

৩০| ০৪ ঠা জানুয়ারি, ২০১১ রাত ১০:৫৬

শূণ্য উপত্যকা বলেছেন: মডু ভাইয়া ভালানি?

০৫ ই জানুয়ারি, ২০১১ রাত ১২:১৫

হুপফূলফরইভার বলেছেন: মডু যডু বুঝিনা
শূণ্যরে চায় রুজিনা~
হাঙ্কিপাঙ্কি কর কিসব
ভাবছ কিছু বুঝিনা?



কারো লৈয়া কৈ কৈ ঘুরঅ সব খপর রাখি~ এদ্দিন পরে আইছ খপর নিতা "মডু ভাইয়া ভালানি?"
খারাও গোমর ফাস কইরা দিতাছি~

৩১| ০৪ ঠা জানুয়ারি, ২০১১ রাত ১১:০৩

বিবেকহীন মানুষ বলেছেন: তিন চারে বারো,
উল্টাপাল্টা কমেন্ট করলাম
পারলে ধরে মারো =p~

উল্টা পাল্টা উল্টা পাল্টা উল্টা পাল্টা উল্টা পাল্টা উল্টা পাল্টা উল্টা পাল্টা উল্টা পাল্টা উল্টা পাল্টা উল্টা পাল্টা উল্টা পাল্টা উল্টা পাল্টা উল্টা পাল্টা উল্টা পাল্টা উল্টা পাল্টা উল্টা পাল্টা উল্টা পাল্টা উল্টা পাল্টা উল্টা পাল্টা

০৫ ই জানুয়ারি, ২০১১ সকাল ১০:১৬

হুপফূলফরইভার বলেছেন: তিন চাইরা বারো,
বাপ ডাইক্কা (থুক্কু ভাই ডাইক্কা) খারো~ ;) ;)


উল্টা পাল্টা কমেন্ট করলে
মাইর (রিজার্ভ) আছে আরো~

৩২| ০৪ ঠা জানুয়ারি, ২০১১ রাত ১১:০৯

শ্যাওলা ধরা উঠান বলেছেন: নামতা পড়তে পড়তে উল্টায় পড়ছি।

০৫ ই জানুয়ারি, ২০১১ সকাল ১০:১৭

হুপফূলফরইভার বলেছেন:
:D :D :D

৩৩| ০৪ ঠা জানুয়ারি, ২০১১ রাত ১১:৩২

মোহাম্মদ মোজাম্মেল হক বলেছেন: এগারক্কে এগার
নামতার কবিতা তুমি
আরও বাড়াইয়া একশতে নিতে পার...


তয় প্লাস+

০৫ ই জানুয়ারি, ২০১১ সকাল ১০:২০

হুপফূলফরইভার বলেছেন: এগার দু গুনে বাইশ
আমগো বাড়িত যাইস
মুরগের লাদা আইন্না দিমু
কটকডাইয়া খাইস~


৩৪| ০৫ ই জানুয়ারি, ২০১১ রাত ১২:২৭

জয় রাজ খান বলেছেন: ডরাইছি হুল__ভাই :(( :(( তার পরেরটুক ভুইলা গেছি :P
আপনে ব্যানান শিখাইয়া দেন না ;)

০৫ ই জানুয়ারি, ২০১১ সকাল ১০:৪১

হুপফূলফরইভার বলেছেন: স্বর অ------------ স্বর আ----
কাউয়ায় ডাকে কা-----------কা-
কাঠবিড়ালি বইস্যা রইছে

ওইটা রাইন্ধা খা---------------

৩৫| ০৫ ই জানুয়ারি, ২০১১ রাত ১২:৫০

মিরাজ is বলেছেন: কমেন্টস গুলা পড়ে হাস্তে হাস্তে শেষ =p~ =p~


হুপু ভাই দেখি বাচ্চা লোক, ১ এর ঘরের নামতা জানে শুধু । :P

০৫ ই জানুয়ারি, ২০১১ সকাল ১১:১৫

হুপফূলফরইভার বলেছেন: পরিমিত হাসি সুস্বাস্থের জইন্য মারাতমক উফকারী~

বাচ্চা নেহী~~~~~~~~~ বলুন আচ্ছা লোক~

শুধু হাম্বা কা বাচ্ছা~
কাভি নেহী আচ্ছা~ ;)

৩৬| ০৫ ই জানুয়ারি, ২০১১ রাত ১:১৩

লিলি বিন্‌তে সো্লায়মান বলেছেন:
দুই এক-এ দুই
বিছানা পেতে শুই
কী কাব্য পড়লাম এটা
আচ্ছা করে ধুই.....
=p~ =p~ =p~

০৫ ই জানুয়ারি, ২০১১ সকাল ১১:২০

হুপফূলফরইভার বলেছেন: ;) :P
বিছানায় শুইতে না শুইতেই ধুওয়া ধু্‌ওয়ির কামডা জরুরী হইয়া পর্ল?

৩৭| ০৫ ই জানুয়ারি, ২০১১ রাত ১:২২

সুলতানা শিরীন সাজি বলেছেন:
এগারোক্কে এগারো
হুপফুলকে ধরো।
ছড়া লিখছে নামতায়
হাসতে হাসতে সবাই লুটোপুটি খায়।

................
খুবই মজার হইছে।
খুবই।
ভালো থাকো।

০৫ ই জানুয়ারি, ২০১১ সকাল ১১:৩০

হুপফূলফরইভার বলেছেন: এগারোক্কে এগারো~
ইচ্ছে ছিল দেখারো~

ভার্চুয়াল্লি শব্দমেলায়
ভাবের অদূর লেনাদেনায়
দেখতে পেয়ে কি-- যে ভীষন
লাগছে ভাল আমারো~

৩৮| ০৫ ই জানুয়ারি, ২০১১ সকাল ১১:০৯

ছোটমির্জা বলেছেন: ----------------
----------------
---------------------
-------------------------
-----------
=-
=
-

০৫ ই জানুয়ারি, ২০১১ সকাল ১১:১৭

হুপফূলফরইভার বলেছেন:

৩৯| ০৫ ই জানুয়ারি, ২০১১ সকাল ১১:২২

ছোটমির্জা বলেছেন:
বিপদে ফালালাম আর্কি হুপফুলভাই।
কেমুনাছেন?

০৫ ই জানুয়ারি, ২০১১ দুপুর ১২:০৬

হুপফূলফরইভার বলেছেন: হা হা হা~
=p~ =p~ =p~ =p~ =p~ =p~
বিপদে আর ফর্লাম কৈ?
হুপফূল খায় টক দৈ

বিপদ আপদ পায়ে মাড়ায়
করে শুধু হৈ চৈ~ ;) ;) ;) !:#P


অ:ঠ: কিরাম যে আচি বড়মির্জাভাই~ হেইয়া মুই নিজেই জানিনা~ :( :|

৪০| ০৫ ই জানুয়ারি, ২০১১ সকাল ১১:৩৫

বাবুনি সুপ্তি বলেছেন: :P

০৫ ই জানুয়ারি, ২০১১ রাত ৮:৪৪

হুপফূলফরইভার বলেছেন: জিহ্বায় বেশী কামড়াইলে ছিড়্ড়া যাইবু তো~ ;)


অনেক অনেক ধনিয়া আর ষুশাদুবাদ রৈলূ~;)

৪১| ০৫ ই জানুয়ারি, ২০১১ সকাল ১১:৩৮

শিপু ভাই বলেছেন: হুপু ভাই ভাল লোক~
কিল গুতা তারই হোক~
হুপু ভাই দিল দড়িয়া~
সিগারেট খাব লাইন ধরিয়া।
হুপু ভাইয়ের কিছু হলে
জ্বলবে আগুন রান্না ঘরে :P :P :P

০৫ ই জানুয়ারি, ২০১১ রাত ৮:৫৭

হুপফূলফরইভার বলেছেন: শিপু ভাইয়ের ছন্দে
ভাবিসাবে কান্দে~
(ভাবিসাবরে নিয়া এরাম একটাও কুবিতা রান্ছেন কিনা এই অভিযোগে)
:(( :(( :((

লাইন ধইরা সিগ্রেট খায় যেই জনা
বেয়াক্কেল বেউকুফ গাইল খায় সেই মনা

হুপুর নাই কিছুর ভয়
করতে পারে সবি জয়~

৪২| ০৫ ই জানুয়ারি, ২০১১ দুপুর ১:০৩

তৌিহদ েহােসন বলেছেন: gfhfv gfdn dreF fjkd;jlsaf fdsja;klfjas fdsja;klfdja fdjsafk;lsad fdsjafkl;asf Dilam Dilam kinto - Dilam---- Dilam Dilam Aibar +

০৫ ই জানুয়ারি, ২০১১ রাত ৮:৫৮

হুপফূলফরইভার বলেছেন: ঈগুলাইন কি দিছেন ভাইসাহেব? B:-) B:-) B:-)

৪৩| ০৫ ই জানুয়ারি, ২০১১ দুপুর ২:০৬

সোমহেপি বলেছেন: ভালো লাগে নাই।

০৫ ই জানুয়ারি, ২০১১ রাত ৯:০৩

হুপফূলফরইভার বলেছেন: চৌউক্ষে নাই ছন্দ
মিজাজটা তাই মন্দ
সো্মাপুর মন খারাপ ?
তাই মুডটাও বন্ধ ?

নো টেনশনস~ মেয় হুনা? ;)

৪৪| ০৫ ই জানুয়ারি, ২০১১ বিকাল ৪:৪৭

াঢারে ালো বলেছেন: উনিশ এক্কে উনিশ
দিসেন জটিল একখান জিনিস
বিশ এক্কে বিশ
পোস্ট স্টিকি হোক মামলা ডিসমিশ

নিজেরে জীবনে এই প্রথম বারের মত কবি কবি মনে হইতাছে B-) B-) :P :P

০৬ ই জানুয়ারি, ২০১১ সকাল ১০:১৫

হুপফূলফরইভার বলেছেন: উনিশ এক্কে উনিশ
করুম আপনেরে কুর্নিশ

যদি তের থেইক্কা তেত্রিশ
নামতা মিলান ছন্দ নিয়া,
ভইরা দিমু কাপ পিরিচ
নাবিস্কু বিস্কুট R গরুর দুধের চা দিয়া~ ;) ;)

৪৫| ০৫ ই জানুয়ারি, ২০১১ বিকাল ৫:০৩

জিসান শা ইকরাম বলেছেন: =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~
আগে কতক্ষন হাইস্যা লই। পরে কমেন্ত দিমু =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~

০৬ ই জানুয়ারি, ২০১১ সকাল ১০:৩২

হুপফূলফরইভার বলেছেন: হাসাহাসি বন্ধ
কাধে মিলান কন্ধ
মিলান এবার ছন্দ
:#)

আরেকটা কথা,
"শব্দকথায় থাকে যদি দ্বন্দ
আপনেরে আমি নামতা শিখামু না~ কয়া দিলাম" :P B-)

৪৬| ০৫ ই জানুয়ারি, ২০১১ বিকাল ৫:০৯

ফাইরুজ বলেছেন: :) +++

০৬ ই জানুয়ারি, ২০১১ সকাল ১০:৩৫

হুপফূলফরইভার বলেছেন: প্রোপিক আর ইমুর হাসিতে
বেকুপ ব্লগার ঝুলতে রাজি
প্লাস মাইনাসের ফাসিতে~ ;) ;)

৪৭| ০৬ ই জানুয়ারি, ২০১১ সকাল ১০:২০

জুন বলেছেন:
এগুলান কি লিখছো হুপ :-* :-*
ডরে ডরে মাইনাস দিলাম :-&

০৬ ই জানুয়ারি, ২০১১ সকাল ১০:৩৮

হুপফূলফরইভার বলেছেন: শেষবিকালে আমার ব্লগে
আইছে কেডায়? জুন?
সত্যি যদি মাইনাস পড়ে
করুম আমি খুন! ;) :P :P

৪৮| ০৬ ই জানুয়ারি, ২০১১ সকাল ১০:৩১

আকাশটালাল বলেছেন: আমিতো শুধু দুই এর নামতা জানি,

দুই একে দুই
চলো গিয়ে শুই
দুই দুগুনে চার
..................

নাহ। আর বলা যাবেনা। বললে আমারে ভেন করবে ;)

০৬ ই জানুয়ারি, ২০১১ দুপুর ২:১৯

হুপফূলফরইভার বলেছেন: আকাশটালু কি ভেনরে ডরায়?
করতে পারে ষাড়ের লড়াই
তবে কেনু থাকবে থেমে
নামতা লেখায় ছড়ায় ছড়ায়?


আফনেরটা তো দ্রুন ইন্ট্রিষ্টিং~ ;)
দুই দু গুনে চাইর
তাপ্পর? B:-) B:-)

৪৯| ০৬ ই জানুয়ারি, ২০১১ বিকাল ৪:১৫

প্রিন্স (নাভানার সিভিল ইঞ্জি:) বলেছেন:

একেকে এক
ভাল আছেন ভাই??


হে হে মিললনা ছড়া :#> :#> কি আর করা

০৬ ই জানুয়ারি, ২০১১ বিকাল ৪:৪৮

হুপফূলফরইভার বলেছেন: দুইয়েক্কে দুই~
মোরে ভাল বাসিস কিনা
আজ বলে যা তুই~ ;) ;) ;)

ছড়া মিলে নাই তো কিতা হইছে প্রিন্স ভাই?
আচুইন কিরাম হেইয়াই কন~

৫০| ০৬ ই জানুয়ারি, ২০১১ বিকাল ৫:১০

জিসান শা ইকরাম বলেছেন:
আমার ছুড পোলারে এই নামতা শিখাইতাছি। বিয়াফক মজারু , আমাদের বাসায় :)

০৭ ই জানুয়ারি, ২০১১ সকাল ১০:০৪

হুপফূলফরইভার বলেছেন: হায় হায়~ কন কি? B:-) B:-)
এই কাম কইরেন না জিসান ব্রো? এইকুবিতা শিখলেতো ভাইস্তা তার চাচার চাইতেও বেশী বোহেমিয়ান হয়া যাইবু~ ;)

৫১| ০৬ ই জানুয়ারি, ২০১১ সন্ধ্যা ৭:২৪

জুল ভার্ন বলেছেন: ছয়ক্কে ছয়-উল্টা পাল্টা কতা কয়!

০৭ ই জানুয়ারি, ২০১১ সকাল ১০:০৭

হুপফূলফরইভার বলেছেন: 'উল্টা হোক পাল্টা হোক
আপনেতো মোর কাছের লোক'
কিন্তুক ..........
কারো কারো কমেন্টের নিত্য ব্যাবহৃত কিছু শব্দও কেন যেন অন্যরকম উত্সাহ বয়ে নিয়ে আসে~

৫২| ০৬ ই জানুয়ারি, ২০১১ রাত ৮:০৯

পাহাড়ের কান্না বলেছেন:
এক অক্কে এক,
ইদানিং ব্লগে একে অন্যেরে,
মারে খালি প্যাক। /:)

দুই এক্কে দুই,
হেরা ভাবে হেরাই চালাক,
আমরা আঙ্গুল চুই। :|

তিন এক্কে তিন,
বাঁশ দিতে আসলে তারে,
চিকনে দিবেন পিন। ;)

চার এক্কে চার,
যা খুশি কমেন্ট করুম,
ধারি না কারো ধার। X(

পাঁচ এক্কে পাঁচ,
চুনো পুটির আগে ধরো,
রাঘব বোয়াল মাছ। :>

ছয় এক্কে ছয়,
হাবলা কেবলা ব্লগারগনের,
আসুক বোধদয়। :||

সাত এক্কে সাত,
ক্যাচাইল্লারা সব জায়গায়,
ঢুকাইবিনা হাত। X((

আট এক্কে আট,
চাটুকাররা বেশি কইরা,
মডুর পা চাট।

নয় এক্কে নয়,
ব্লগে ইদানিং মজা পাইনা,
মনটা খারাপ হয়। :(

দশ এক্কে দশ,
সামু হোক আগের মত,
রসে টস টস। |-)

০৭ ই জানুয়ারি, ২০১১ সকাল ১০:৩৬

হুপফূলফরইভার বলেছেন: 1+1 = টু
মামু একটু কাছে আস
দেই একখান ফু
(বেচে থাক মামু, শাদী এইবার তোমার দিতেই হইবু)

2+2= ফোর
কোপ্তা তোমার ঝাক্কাস হৈছে
বাইচ্চা থাক মোর

3+3= সিক্স
ছন্দ মেলানোর এত্ত টুইস্ট
কেমনে কর ফিক্স?

4+4 = এইট
কোপ্তারাধায় তুলনাহীন
মামু তুমি গ্রেইট~


আর পারছিনা মামু ~এইবার~ বাকিটা তুমি টাইন্যা যাও~

৫৩| ০৬ ই জানুয়ারি, ২০১১ রাত ১১:৩৫

রোবট ভিশন বলেছেন: দশেক্কে দশ
মোর লগে বেশী করলে বিটলামী
ছেইচ্চা তুলুম রস~

জটিল হয়ছে বস... আপ্নিতো জাত কবি... সেই কেলাস থ্রি থেকে ৩ লাইন দিয়ে শুরু...

০৭ ই জানুয়ারি, ২০১১ সকাল ১১:৩৯

হুপফূলফরইভার বলেছেন: আর পারছিনা গুরু~
সেই ক্লাস থ্রি থেইক্কা শুরু~

হেতির লাইগ্গা বুকটা খালি
করে দুরু দুরু~


পিলিজ লাগে আফনের চানগ্লাসটা
ইট্টু দেন না ভাই,
ওইটা পইরা কইয়া আহি
আসল কতা ডাই।

৫৪| ০৭ ই জানুয়ারি, ২০১১ রাত ৩:১০

তাহমিনা৮৭৬৫ বলেছেন: দারুন । অসসসসসসসসসাধারণ ।

এগারো একে এগারো,
কবিতা পড়ে হুপুকে প্লাস দিলাম আবারও ।

বারো একে বারো
হুপুর কাছে আগামীতে কবিতা চাই আরো ।

০৭ ই জানুয়ারি, ২০১১ সকাল ১১:৪৯

হুপফূলফরইভার বলেছেন: এগারো এক্কে এগারো
তাহমিনা বুড়ি দিচ্ছে পিলাস
ইচ্ছে ছিল দেখারো~ :P

বারো এক্কে বারো
কোপ্তা শেখার হচ্ছে কিলাস
মনোযোগ নাই কারো~

ইরাম ছাত্রছাত্রী লইয়া আমি
কিলাস নিমু আরো? :( নেহী কাভি নেহি~

৫৫| ০৭ ই জানুয়ারি, ২০১১ সকাল ১০:৩১

নাআমি বলেছেন: অসাধারন কবিতা..... :)

পনেরো একে পনেরো
লেখা চাই আরো..
ষোল একে ষোল
লাগছে দারুন ভাল..

০৭ ই জানুয়ারি, ২০১১ দুপুর ১২:২৬

হুপফূলফরইভার বলেছেন: পনেরো একে পনেরো
মিল্লা জিল্লা একসঙ্গে
মোষ তাড়ামু বনেরো~ [হাঙ্কিপাঙ্কি বেয়াক্কেল বোলগার= সামুর মোষ]

ষোল্ল একে ষোল্ল
ভাল পাই যারে তারে
নাচুম তুইল্লা কোল্ল~

সতের একে সতেরো
ভাল মনের ব্লগার অনেক
মিল পাই মতেরো~

আঠারো এক্কে আঠারো
..........................
.......................... ;) ;)

৫৬| ০৭ ই জানুয়ারি, ২০১১ সকাল ১০:৪১

সবখানে সবাই আছে বলেছেন: চৌদ্দ একে চৌদ্দ
কি নিদারুন পদ্য।

০৭ ই জানুয়ারি, ২০১১ বিকাল ৩:০৪

হুপফূলফরইভার বলেছেন: 'চৌদ্দ একে চৌদ্দ
কি দারুন পদ্য
আপনের লগে আজই আমার
দেখা হল সদ্য'

সবখানে সবাই আছে
কেউ দুরে কেউ কাছে~
;) ;)

৫৭| ০৭ ই জানুয়ারি, ২০১১ সকাল ১০:৫৮

তাহমিদ হাসান চৌধুরী বলেছেন: ভিডিওটা ঝাক্কাস

০৭ ই জানুয়ারি, ২০১১ বিকাল ৩:০৭

হুপফূলফরইভার বলেছেন: দেখতে হইবুনা? মডেলটা কে?

'মডেলটা যে আক্কাস' ;) ;)

৫৮| ০৭ ই জানুয়ারি, ২০১১ সকাল ১১:০৩

তাহমিদ হাসান চৌধুরী বলেছেন: সামু ব্লগারদের আড্ডাখানা।

৫৯| ০৭ ই জানুয়ারি, ২০১১ সকাল ১১:৪৯

নিভৃত নয়ন বলেছেন: আমি পারিনা ছন্দে কথা বলতে। :( :(

তয় আপনারটা ফাতাফাতি :P :P

প্রশংসা পেয়ে ফুলায়েন না বুকের ছাতি :P :P

ভাল থাকবেন হুপফুল
.।.।.।.।.।.।.।.।।(কিছু মিলিয়ে লিখতে চেয়েছিলাম) :)

১০ ই জানুয়ারি, ২০১১ সকাল ১১:১৭

হুপফূলফরইভার বলেছেন: আমি পারিনা ছন্দে কথা বলতে
আমি পারিনা মন্দ গ্রুপে চলতে
আমি পারিনা ইনিয়ে বিনিয়ে কিছু বলতে
আমি পারি না~

শুধু পারি
রাধতে কুবিতার তরকারি

তাও পারি কিনা বড় ষন্দহ হয়~ :P :P

কিরাম আছুইন নিভৃত নয়ন ব্রো?

৬০| ০৭ ই জানুয়ারি, ২০১১ দুপুর ২:৫৬

মনিরুল ইসলাম বাবু বলেছেন: ব্যপক / ফাটাফাটি

১০ ই জানুয়ারি, ২০১১ সকাল ১১:২৩

হুপফূলফরইভার বলেছেন: হায় হায় B:-) B:-) B:-) কন কি
কোথায় লাগছে ? কোথায় ফাটছে?


অনিচ্ছাকৃত ফাটিযে দেয়ার জইন্যে আইন্তরিক দুক্সিত~ :(( :((

৬১| ০৭ ই জানুয়ারি, ২০১১ বিকাল ৪:০৬

সুপান্থ সুরাহী বলেছেন:
এগার ক্কে এগার
সুপান্থ তুই খার
কিল নিয়া যা ঘাড়...

বার ক্কে বার
দেরি কেন কর
কিল খায়া মর...

নেইন পেলাস
ভরুইন গেলাস...

১০ ই জানুয়ারি, ২০১১ সকাল ১১:৩০

হুপফূলফরইভার বলেছেন: ওরে ওরে~
এগার ক্কে এগারো
সুপান্থ ভাইয়ের কোপ্তাখানাও
দাবী রাখে দেখারো

বারো এক্কে বারো~
ছন্দে ভাবের লেনাদেনা
আরও চাই আরো ;) ;)

:) :) :) :)

৬২| ০৭ ই জানুয়ারি, ২০১১ বিকাল ৪:৫৫

জাকিয়া তানজিম বলেছেন: হা হা হা অনেক দিন পর একটা মজার কোবতে পড়লাম...!
দারুন লিখেছেন হুপু ভাই ! ডিজিটাল যুগের কোবতে !

১০ ই জানুয়ারি, ২০১১ সকাল ১১:৪২

হুপফূলফরইভার বলেছেন: হি হি হি~
ডিজিটাল যুগের কোবতা?
কম খ্রাপ কন্নাই জাকিয়া আপু~ ;) ;)
অনেক দিন পর আমার ব্লগে ~ আছুইন কিরাম?

৬৩| ০৯ ই জানুয়ারি, ২০১১ রাত ১২:১৯

একলোটন বলেছেন: অন্বদ্য কবিতা
নি:সন্দেহে সাহিত্যে নোবেল পাবার দাবী রাখে ;)
আগাম অভিনন্দন ।

১০ ই জানুয়ারি, ২০১১ সকাল ১১:৪৩

হুপফূলফরইভার বলেছেন: B-) B-) B-) B-) B-) B-) B-) B-) B-)

৬৪| ১০ ই জানুয়ারি, ২০১১ দুপুর ১২:৩২

সুপান্থ সুরাহী বলেছেন: কেমন আছেন হুপু ভাই???

১০ ই জানুয়ারি, ২০১১ দুপুর ১:০৯

হুপফূলফরইভার বলেছেন: এই বেশ ভাল আছি~
বহু দুরে, তবু যেন
আছি মোরা কাছাকাছি~


য়াফনের খপর কিতা? ;)

৬৫| ১০ ই জানুয়ারি, ২০১১ সন্ধ্যা ৭:৪০

নিভৃত নয়ন বলেছেন: জটিল জটিল হুপ ভাই।যা লেখেন তাই তো দেখি ছন্দঃ।পড়তে ভালই লাগে।আপনি কেমন আছেন?

১১ ই জানুয়ারি, ২০১১ সকাল ১০:১৫

হুপফূলফরইভার বলেছেন: বলেন কি ইসব? B:-)
যা লেখি তাই হয় ছন্দ?
নিজেই জানিনা হচ্ছে
কোনটা ভাল আর কোনটা মন্দ?

এইতো ভাই আছি বেশ~ আপনি কেমন আছেন?

৬৬| ১০ ই জানুয়ারি, ২০১১ রাত ৯:৫৬

মাহী ফ্লোরা বলেছেন: "ঠু লিটন চিসটার
ওনস আপন এ টাইম
হাসি খুসি ছিল সারাক্ষন
খেত শুধু লাইম''


হি হি B-)) B-))

১১ ই জানুয়ারি, ২০১১ সকাল ১০:১৯

হুপফূলফরইভার বলেছেন: য়্যাহ~ :|| কয়দিন ধইরা দাত মাঝে না~ আফ্রিকান মাগুর মাছের চেহারা~ তাও আবার চানগ্লাস~ :-* :-* :-*

৬৭| ১০ ই জানুয়ারি, ২০১১ রাত ১১:২৩

নিভৃত নয়ন বলেছেন: এখানে তো কবিদের আসর বসে গেছে

১১ ই জানুয়ারি, ২০১১ সকাল ১০:১৯

হুপফূলফরইভার বলেছেন: আবার জিগস~ ;) ;) ;)

৬৮| ১১ ই জানুয়ারি, ২০১১ রাত ১০:২৪

সত্যবাদী মনোবট বলেছেন: :)

৬৯| ১২ ই জানুয়ারি, ২০১১ রাত ১২:১১

হানিফ রাশেদীন বলেছেন: হা হা হা...

৭০| ১২ ই জানুয়ারি, ২০১১ রাত ১:১১

পাহাড়ের কান্না বলেছেন: শুভ জন্মদিন মামু :)

৭১| ১২ ই জানুয়ারি, ২০১১ রাত ১:১৮

জয় রাজ খান বলেছেন: শুভ জন্মদিন হুলফূল ভাই :) !:#P !:#P

৭২| ১২ ই জানুয়ারি, ২০১১ রাত ১:২৫

হুপফূলফরইভার বলেছেন: অশিক্ষিত মাইনষের এল্লিগাই গনকযন্ত্রে বসতে নাই~ ফেবুতে তো নয়ই :|| :|| :|| (টাইন্না চুল ছিড়ার ইমু)

প্রোফাইলে ১২ জুনের জায়গায় ১২ই জানুয়ারী লেইক্যা রাখসছ কেনু?

১২ ই জানুয়ারি, ২০১১ রাত ১:২৭

হুপফূলফরইভার বলেছেন: তুই হারাজীবন এরাম বোকাই থাইক্কা যাইবি? X(( X(( X(( তোর জন্মদিনের এন্ট্রিডাও ঠিকমত দিতে পারলিনা?

৭৩| ১২ ই জানুয়ারি, ২০১১ রাত ১:৫২

আবদুল্লাহ আল মনসুর বলেছেন: শুভ জন্মদিন জেডা !:#P !:#P

১২ ই জানুয়ারি, ২০১১ সকাল ১০:২৩

হুপফূলফরইভার বলেছেন: :(( :(( :(( :(( :(( :((

৭৪| ১২ ই জানুয়ারি, ২০১১ ভোর ৪:১৯

শোশমিতা বলেছেন: :) =p~ শুভ জন্মদিন বলতে এসে দেখি আজ আপনার জন্মদিন না :(
তাই শুভ নববর্ষ বলে গেলাম ।
অনেক অনেক শুভেচ্ছা । শুভ হোক নতুন বছর :)

১২ ই জানুয়ারি, ২০১১ সকাল ১০:২৪

হুপফূলফরইভার বলেছেন: অশিক্ষিত মাইনষের এল্লিগাই গনকযন্ত্রে বসতে নাই~ ফেবুতে তো নয়ই :|| :|| :|| (টাইন্না চুল ছিড়ার ইমু) :(( :(( :(( :((

৭৫| ১২ ই জানুয়ারি, ২০১১ সকাল ৯:১০

সুপান্থ সুরাহী বলেছেন: খবর বালা...

জন্মদিন নিয়া গাপলায় দারুন মজাস পাইলুম...।

হুপু ভাই জন্ম তাং লেকতে বুল কলে... :D :D =p~ =p~ =p~

১২ ই জানুয়ারি, ২০১১ সকাল ১০:৫৫

হুপফূলফরইভার বলেছেন: চরি ভাইয়্যা------------------------~ চ-------------রি~ ইয়াম রিল্লি চ্যরিিিিিিিিিিিি~

মুখ্য হুপ প্রোফাইলে ১২ জুনের জায়গায় ১২ই জানুয়ারী লেইক্যা রাখসে, হেতারে ধইরা পিডান (চরি বলার ইমু)

৭৬| ১২ ই জানুয়ারি, ২০১১ সকাল ১০:২০

জিসান শা ইকরাম বলেছেন:
তিন অ এক্কে তিন
আজ তোমার জন্মদিন।


শুভহোক জাকারিয়ার জন্মদিন :)

১২ ই জানুয়ারি, ২০১১ দুপুর ১:৪৭

হুপফূলফরইভার বলেছেন: তিন এক্কে তিন
মওকা বুইঝা জিসানাপ্পু
মারতে আইছে পিন~ X(

খারান~ মেয় তুমছে নেহী ছুড়েঙ্গে~ B-) B-) B-) B-)

৭৭| ১২ ই জানুয়ারি, ২০১১ দুপুর ১:১৬

মিরাজ is বলেছেন: =p~ =p~ =p~ :P
জন্মদিন ক্যালেঙ্কারির জন্য হুপু ভায়রে মাইনাস ।

১২ ই জানুয়ারি, ২০১১ দুপুর ১:৪৮

হুপফূলফরইভার বলেছেন: খুউউউউউউউউব খ্রাপ~ :P :P :P :P :P :P :P :P :P :P:P :P :P :P :P :P :P :P :P :P কামডা কি ঠিকৈলু?

৭৮| ১২ ই জানুয়ারি, ২০১১ দুপুর ১:৫৩

মিরাজ is বলেছেন: Click This Link

আপ্নারে এখনো সবাই শুভেচ্ছা জানাচ্ছে । বছরে দুইবার পালিত হবে হুপু ভায়ের বার্থডে । দুইবার খামু । ভাই কবে খাওয়ায়বেন, তাড়াতাড়ি কইয়া ফেলান । নাইলে আমিও পোষ্টামু কিন্তু ;)

১২ ই জানুয়ারি, ২০১১ বিকাল ৩:৫৮

হুপফূলফরইভার বলেছেন: উরে ইরে নারে------~
ডরাইছি~ শোনা কথায় কান দিতে নাই~


এত্ত ভালুবাসা আমি কই রাখি~
এই দেখেন কেমন করে ভিজে গেল মোর দুটি আখি~
:(( :(( :(( :((

৭৯| ১২ ই জানুয়ারি, ২০১১ দুপুর ২:১২

মাহী ফ্লোরা বলেছেন: ইয়ো ইয়ো জন্মদিন !:#P !:#P

কি দেই কি দেই!শুভেচ্ছা আর শুভকামনা........

হেপি বাড্ডে হুলফুল বেবি :| (দাঁত দেখামুনা ঠিক করসি B:-/ )

১২ ই জানুয়ারি, ২০১১ বিকাল ৪:০৮

হুপফূলফরইভার বলেছেন: মাফুজাপু~ মাফুজাপ্পুউউউউউ~

আন্নের আ^র লিগা একটা কচু গান লয়া আহেন~ এ জেপন আমি রাগপুনা~

৮০| ১২ ই জানুয়ারি, ২০১১ রাত ৮:৪৮

সৈয়দা আমিনা ফারহিন বলেছেন: শুভ জন্মদিন :-)

১৩ ই জানুয়ারি, ২০১১ সকাল ৯:৫৯

হুপফূলফরইভার বলেছেন: আজ নেহি~--------------------------------------- আ--------সি---তেছে----

৮১| ১২ ই জানুয়ারি, ২০১১ রাত ৯:৫৯

নিমা বলেছেন: ভালো কবিতা :-* :-*

থুক্কু এইডা তো ছড়া :P :P :P

যাইহোক জনম দিন কবে আছিলো ?

ওকে শুভ জন্ম দিন :) !:#P !:#P !:#P !:#P

১৩ ই জানুয়ারি, ২০১১ সকাল ১০:০১

হুপফূলফরইভার বলেছেন: B:-) B:-) B:-) B:-) B:-) B:-) B:-)
এইঠা কেঠায় গোওওওওওওওও
;) ;) ;) ;) ;) ;) ;)

৮২| ১২ ই জানুয়ারি, ২০১১ রাত ১১:১৬

শায়মা বলেছেন: হা হা মজার ছড়া!!:)

১৩ ই জানুয়ারি, ২০১১ সকাল ১০:০৬

হুপফূলফরইভার বলেছেন: হা হা মজার ছড়া~
বিটলামীটা হইছে বোধায়
ইট্টু বেশীই কড়া~

৮৩| ১২ ই জানুয়ারি, ২০১১ রাত ১১:২৪

সায়েম মুন বলেছেন: হ্যাপী বাড্ডে হুপ :)

১৩ ই জানুয়ারি, ২০১১ সকাল ১০:০৮

হুপফূলফরইভার বলেছেন: সকাল সকাল দিলেন তো মিজাজ টা বিলা বিলা কইরা~
হ্যাপি নামের একটা জোয়ানী ছিল~ ক্যাম্পাসে যার সাথে নিত্য হত শাক-খাত~
:( :( :( হায় ! সে দিন গুলো~

৮৪| ১৩ ই জানুয়ারি, ২০১১ সকাল ১১:৪৫

মোতাব্বির কাগু বলেছেন: হেল্পান
Click This Link

৮৫| ১৬ ই জানুয়ারি, ২০১১ বিকাল ৪:৩৬

antaramitu বলেছেন:
:) :) :) :) :)

পোস্ট+সমস্ত মন্তব্য+উত্তর..... অনেক অনেক মন দিয়ে পড়লাম......

সকাল থেকে প্রচন্ড মন খারাপ আমার, এখন প্রচন্ড ভালো হয়ে গেল........ লেখককে অনেক অনেক ধন্যবাদ...... এই ঋণ আমি কোনদিন শুধ কইরতে পারবো না.......

পোস্টের নাম টা অসাধারণ........

+++++ দিলাম + প্রিয়তে নিলাম + ফেইসবুকে লিংক দিলাম + আমি বুইঝা ফেলসি, এমন একজন লেখক কারও ভাই হলে, সে তার বইনের মন কখনোই খারাপ হইতে দিবে না, আর, মন খারাপের কারণ-সম্পর্কিত ব্যক্তির নাক ঘুসায়ে ফাটায়ে দিবে, তাই লেখককে আমার আপন ভাই হওয়ার প্রস্তাব দিলাম (এর উত্তরের অপশন ২ টা --- ১. হ্যাঁ ভাই হবো, ২. হ্যাঁ অবশ্যই ভাই হবো) ,+ লেখকের জন্য অনেক অনেক অনেক শুভকামনা দিলাম.......
.

১৭ ই জানুয়ারি, ২০১১ সকাল ১১:৫৩

হুপফূলফরইভার বলেছেন: 'আমি বুইঝা ফেলসি, এমন একজন লেখক কারও ভাই হলে, সে তার বইনের মন কখনোই খারাপ হইতে দিবে না, আর, মন খারাপের কারণ-সম্পর্কিত ব্যক্তির নাক ঘুসায়ে ফাটায়ে দিবে'


নুউউউউউউউউউউউ~ আপু~ ডরাইছি~ মারামারিতে আমি নাই~ আমি নিতান্তই গোবেচারা~ বাপে কয় 'গফ-ফর এর নাতিন'

তয় সামুর বেবা-----------ক ভইনেরা 'হামাক' ভাই
না থুক্কু আমি তাদের ভার্চুয়াল ভাই~ হেতিরা মোর সামুত্ত ভইনে~ ;) ;)

আন্নেও আইজ হতে মোর ভইনের দলে~
রেডি থাকুইনযে নিত্য দিন
খুচাইয়া যামু কিন্তুক ছলে বলে কৌশলে~

৮৬| ১৬ ই জানুয়ারি, ২০১১ বিকাল ৪:৫৮

নলিনী চাকমা বলেছেন: বাঃ বেশতো।

চমৎকার কবিতা।

শুভেচ্ছা।

১৭ ই জানুয়ারি, ২০১১ সকাল ১১:৫৭

হুপফূলফরইভার বলেছেন: ও~ তাই নাকি? ;) ;)

তা আফনের খপর কিতা? মেলাদিন ফরে? হারাই গেছিলেন নিকি?

৮৭| ১৬ ই জানুয়ারি, ২০১১ বিকাল ৫:০৯

এক রাশ তরঙ্গ বলেছেন: তিন দুগুইন্না পাচ
দিলাম একটা পিলাচ। :P

১৭ ই জানুয়ারি, ২০১১ সকাল ১১:৫৯

হুপফূলফরইভার বলেছেন: তিন দুকানে পাচ
নাচরে তোরা নাচ~

কি ষুন্দার ডিজুস নামতা
করতে পারছস আচ?



X( X( X( পরীক্ষায় ফেল~ ১০ এ শুন্য~

৮৮| ১৭ ই জানুয়ারি, ২০১১ সকাল ১১:৪৩

আরিয়ানা বলেছেন: =p~ =p~ =p~ =p~

১৮ ই জানুয়ারি, ২০১১ দুপুর ১২:৪৩

হুপফূলফরইভার বলেছেন: হি হি হি~ আরিয়ানাপু মাঝে মাঝে ঘুমায়~ ;) ;)

৮৯| ১৮ ই জানুয়ারি, ২০১১ দুপুর ১২:৩৯

টুনা বলেছেন: ভাইডি, আমি তো আপনার কবিতা পড়ে বিরাট ধরা খাইছিলাম ।একা অফিসের কেবিনে শুধু হাসতেই আছি ।পাবলিক মনে করল আমি হয়তো পাগল হইয়া গেছি ।আমার প্রেস্টিজ ডাউন করার জন্য আপনার কবিতারে মাইনাস ।তবে আপনারে প্লাস ।
অনেক দেরী হলেও দোয়া করতেতো কোন দোষ নেই ।
শুভ জন্মদিন ।
অতীতের মতো ভবিষ্যতেও অসহায় মানুষ আপনার দ্বারা উপকৃত হোক । আমাদের মতো ঘুমন্ত মানুষ গুলি আপনার আহবানে জেগে উঠুক । স্রস্টার কাছে এই প্রার্থনা ।

১৮ ই জানুয়ারি, ২০১১ দুপুর ১২:৪৬

হুপফূলফরইভার বলেছেন: অধিক হাসি সুস্থতার জইন্য বড় নিয়ামক~

প্রাণ খুলে টেবিলের ডয়ারে রাখুন, তাপ্পরে হুহ~ হু~ হা হা হা~ হি হি হি~ উহু উহু ~ আহা ইহি~ করে হাসতে থাকুন~ হাসতেইইইইইইইই থাকুন~

;) ;)
ও বৈদেশী! কিরাম আচু্ইন ভাইডি?

৯০| ২০ শে জানুয়ারি, ২০১১ রাত ১:৪৪

চন্দ্রগ্রহণ বলেছেন: কমেন্ট কর্তে কর্লাম লেট
হাসতে হাসতে কাঁপছে পেট =p~

নতুন আইছি, পর্থম উঁকি
নিলাম তবু একটু ঝুঁকি (শিরোনাম দেখে! B:-) )

নামতার ইস্কুল চলছে বেশ
শুভকামনায় কর্লাম শেষ। :)

২০ শে জানুয়ারি, ২০১১ সকাল ১১:১৯

হুপফূলফরইভার বলেছেন: কমেন্ট কর্তে কর্ছেন লেট
এই খুশিতে ইচ্ছেমত

জিল্যাপি খান ভইরা পেট

নতুন আইছেন, দিলেন উঁকি
মাইরের হুমকি, তবুও ঝুঁকি
নিছেন যখন, ভাবের লেনা
দেনা চলুক টুকি টাকি~

৯১| ২০ শে জানুয়ারি, ২০১১ সকাল ১১:১৭

আরিয়ানা বলেছেন: হ্যারে ভাই আমার আবার ঘুম বেশি। ;)

২০ শে জানুয়ারি, ২০১১ সকাল ১১:২৩

হুপফূলফরইভার বলেছেন: ব্যাপারনা!~ ;) ;)

মহামতি হুপফুল কইছে
'ঘুম মানব জীবনের পরম সম্পদ,
না ঘুমিয়ে হেলায় ফেলায় অযথা কাজে (ব্লগিং, চ্যাটিং, ফেবিং, টাংকি মারিং, ডেটিং, হিজিবিজি ইকিলিবিকিলি তাং...কইরা) সময় নস্ট করবেন না'
;) ;) ;) ;) ;) :P

৯২| ২৭ শে জানুয়ারি, ২০১১ রাত ২:৩৮

রেজওয়ান তানিম বলেছেন: hupful vai, apnader dekhe ami sotti irshannito, eto eto comment pan, amar lekha je koy joner chokhe pore allah i jane ??

dekhen to, ei lekha ta ki aro montobbo expect korte pare na??

Click This Link

২৭ শে জানুয়ারি, ২০১১ দুপুর ২:০০

হুপফূলফরইভার বলেছেন: রেজওয়ান মাহবুব তানিম vai, irsha jinishata kub beshi valu na~ toy afner lekhao amar chukhe porese~ apnio ekebare kom kharap lekhen na~ tobe chesta korun bangla bloge bangla bhashay nijer moner kotha gulu, onubhutigulu okopote share korte, comment likhte~ oneeeeeeeeek beshi antorikota paben blogger der kas theke~
ekta bepar comment paowa na paowa niye bhab ben keno? just nijer moner anonde likhe jan onoboroto~ apnar prottashar cheyeo beshi comment paben, nijer ekta grohonjuggo obosthan virtual jogoteo nije e gore nite parben asha kori.

৯৩| ২৭ শে জানুয়ারি, ২০১১ ভোর ৪:৫৯

আম-আঁটির ভেঁপু বলেছেন: হুপফুল ভাই, পর্বাসে তাকি। ইয়ানে যকন বিকাল তিনটে, তন থেক্কা পড়তাসি। মইদ্যে মইদ্যে কম্পুটার বন্‌দো কইরা ফাগলের মত হাসতাছি। আপিসের মানুষ মোবিলে ৯১১ লিক্‌খা, ডায়াল দিব কিনা ভাবতেয়াসে। একুন বিকাল ৫। একুনো হাসতাছি। ই হাসি থাম্বেনা। :(








:D :D :D :D :D :D :D :D :D :D

২৭ শে জানুয়ারি, ২০১১ দুপুর ২:০৫

হুপফূলফরইভার বলেছেন: নির্মল হাসি সু-স্বাস্থের জইন্যে অতীব গরুত্বফুর্ন ঠনিক~এইকতাডা মুনে রাখুইন যে~ তয় অট্টহাসি আশেপাশের মাইনষের ঘুম, কিম্বা কামের বেঘাট ঘটাইতে ফারে হেদিকেও খেয়াল রাক্বেন~ আপনাদের হাসিতে হুপুও মেলা খুশি~ ;) ;)

৯৪| ২৯ শে জানুয়ারি, ২০১১ রাত ২:১৯

রেজওয়ান তানিম বলেছেন: ami adha ghonta dhoira bangla montobbo likhlam, pore net er jhamelay gelo ga, jah shala :P

vaire ami +ve orthe irsha bolchi, -ve orthe na :D tumi rag korla ni vaio ??

ashol kothay ashi, montobbo ki amar kobitar jonne khub bishesh dorkari ?? baperta ta noy, ashole ami sei jonnei chai, je amar lekha jate kew tibro somalochona kore, tar chul dari chire fele (chulcera bisleshon :P : P) kintu oi vabe shokto somalochona ekhono paini (allah r rohomote) kintu tao chai somalochona hok, tate amar lekha aro dharalo hobe (chakkur moto :P)

ar ami banglay boroi slow , karon ami bijoy use kore ovvosto , amar avro te onek jhamela hoy, tai english e comment dei. banglay ei kothagulo 20 min e likhechi, english e 5 min e .

vaio mind khaiyo na, tomar nam kiyo??
tumi kita koro ?? vala ni ??amar lekay boro boro comment er jonne thnx

৯৫| ২৯ শে জানুয়ারি, ২০১১ সকাল ৭:০৮

অদৃশ্য সত্তার বাক্যালাপ বলেছেন: একুশ একে একুশ
হাসতে হাসতে বেহুশ
বাইশ একে বাইশ
লেখা হইছে নাইস:):)
........................................................।
..............................................
........................................
তাঁতের বাড়ি ব্যাংএর বাসা,খুব ই পছন্দের আমার:)
কত গাইতাম পিচ্চি কালে,আরেকটা খুব প্রিয়,দেখেন
পুতুল সোনা
যদি মন খারাপ থাকে ইনশাআল্লাহ ভাল হয়ে যাবে:)(এটা একটু এলোমেলো কিন্তু আমার এটাই বেশি ভাল লাগে।

১৭ ই এপ্রিল, ২০১১ রাত ১০:৩০

হুপফূলফরইভার বলেছেন: অনেএএএএএএএএএএএক দেরীতে কমেন্ট রিপ্লাই দেয়ার জন্য আন্তরিকভাবেই দুঃখপ্রকাশ
করছি~
পুতুল সোনা সংটা রিয়েল্লি নাইস~ আজ বিকাল থেকেই একটু টেনস ছিলাম, সংটা সত্যিই ইকচিলেন~ ;) ;)

৯৬| ২৯ শে জানুয়ারি, ২০১১ দুপুর ১২:২০

ডেইফ বলেছেন:
@ রেজওয়ান মাহবুব তানিম ,

আশাকরি ভাই আপনি শুধু লিখতে লিখতে আর মন্তব্য পড়তে পড়তে নয়, অন্য সকলের লেখা পড়েও শিখতে পারবেন কিভাবে কবিতা লিখতে হয়। আমি কবিতা লিখতে পারিনা। কিন্তু পড়ে যাই সবসময়। কিছু ভাল লাগার জন্য, কিছু শিখবার জন্য। এখানে এসে আমি অনেক কিছু শিখেছি বা এখনো শিখছি। শেখবার তো কোনো শেষ নেই। এমন কি অনেক ব্লগারের কাছ থেকে আমি ব্যবহারও শিখছি যে কিভাবে মন্তব্য করতে হয় বা নিজের ব্যবহারের ধরণ আরও উন্নত করতে হয়। আমি নিচে কিছু লিংক দিয়ে দিলাম হয়তো বা আপনার কবিতার জন্য বেশ সহযোগী হবে। কিছু হয়তো বা শিখতে পারবেন, যদি বা আপনার শেখার ইচ্ছে থাকে।

স্বদেশ হাসনাইন
http://www.somewhereinblog.net/blog/ekattor

শিরীষ
Click This Link

হানিফ রাশেদীন
http://www.somewhereinblog.net/blog/hrashedin

সুলতানা শিরীন সাজি
Click This Link

অমিত চক্রবর্তী
Click This Link

আমি উঠে এসেছি সৎকারবিহীন
http://www.somewhereinblog.net/blog/praxis

আরো অনেকই আছেন কিন্তু ঠিক এখন তাঁদের লিংক দিতে পারছিনা। হয়তো বা আপনি নিজেই পেয়ে যাবেন।
শুভকামনা রইল।

৯৭| ২৯ শে জানুয়ারি, ২০১১ সন্ধ্যা ৬:০২

রেজওয়ান তানিম বলেছেন: @ deif : unader oneker lekha ami porechi, btw apni amar lekha poren ni bodhoy. i wanna put a link here

Click This Link

৯৮| ৩০ শে জানুয়ারি, ২০১১ রাত ২:২৩

ডেইফ বলেছেন:

@ রেজওয়ান মাহবুব তানিম ,
আসলে ব্লগে ভাল ভাল লেখার মাঝে অন্য সব লেখা একটু কমই পড়া হয়ে থাকে। দেখি সময় পেলে হয়তো আপনার ব্লগে যেয়ে ঘুরে আসবো। ভাল থাকবেন সবসময়।

৯৯| ৩১ শে জানুয়ারি, ২০১১ রাত ২:০৫

রেজওয়ান তানিম বলেছেন: deif : apni valo valo lekha bolte ki bojhalen thik bujlam na, ar onnoshob lekha ki eitao bujlam na, apni amar lekha na pore kivabe decision e ashlen, valo na kharap ?? obak

১০০| ৩১ শে জানুয়ারি, ২০১১ দুপুর ২:৫২

ডেইফ বলেছেন:






@ রেজওয়ান মাহবুব তানিম ,

আসলে ভাল লেখাটা এক একজনের কাছে আপেক্ষিক ব্যাপার। আমার কাছে যেটা ভাল সেটা অন্যের কাছে ভাল নাও লাগতে পারে। আবার যেটা অন্যের কাছে ভাল, সেটা আমার কাছে ভাল নাও লাগতে পারে। লেখা তবে কিছু কিছু লেখা আছে যেটা আসলেই বেশিরভাগ মানুষের কাছেই ভাল লেগে থাকে।

কিছু কিছু বড় লেখা আছে যেগুলো পড়বার পড় মনে হয় যে কেন আরেকটু বড় হলো না। আরও পড়তে ইচ্ছে হয় ।
অনেক সময় বিশাল বড় বড় সব লেখা আসে, যেগুলো পড়ে ক'মিনিটের ভেতরই ভুলে যাই। আবার ৫-৬ লাইনের এমন কিছু লেখা থাকে যেগুলো কিনা মনে স্থান রেখে যায়। কবিতা আমার পছন্দের একটি বিষয়। তাই আমি একটু বেছে বেছেই কবিতা পড়ি। আবার মাঝে মাঝে রম্য কবিতা বা ছড়া আসে সেগুলোও বেশ ভাল লাগে।

আমার ভাল লাগা আমার কাছে। তাই কোনটা আমার কাছে ভাল লাগবে সেটা শুধু্ আমিও বুঝি। ভাল লাগবার পর একটা মন্তব্য অবশ্যই করে আসি সেখানে। আর আমি তো আপনাকে বলেছিই যে সময় পেলে আপনার ব্লগে যাওয়া হবে। কারণ, ভাল ভাল পোস্টের মাঝে অন্যসব কিছুতে যাবার সময় কোথায় আমার। আশাকরি এখন আর আপনাকে বুঝিয়ে বলতে হবেনা। জোর করে কেউ কারও ব্লগে নেয়া যায়? লেখা ভাল হলে এমনিতেই সবাই একটি ব্লগে যাবে।

ভাল থাকুন সবসময়।

১০১| ০২ রা ফেব্রুয়ারি, ২০১১ সকাল ৯:৫৯

লোকালোক বলেছেন:

ভাললেখা....

বহুত খুব বহুত খুব,

০৫ ই জুন, ২০১১ দুপুর ১২:৫২

হুপফূলফরইভার বলেছেন: আইচ্ছা তবে পিলাস ;)

১০২| ১৭ ই এপ্রিল, ২০১১ সন্ধ্যা ৬:১১

মুহাম্মদ জহিরুল ইসলাম বলেছেন: কঠিন !!! =p~ =p~ =p~ =p~ =p~ =p~

১৭ ই এপ্রিল, ২০১১ রাত ১০:৩২

হুপফূলফরইভার বলেছেন: আরে আরে জহির ভাই,
মনডা ভালা নি?

১০৩| ১৭ ই এপ্রিল, ২০১১ সন্ধ্যা ৬:১৭

রিয়েল ডেমোন বলেছেন: ব্লগের কবিদের ভাত মারলেন!!!

১৮ ই এপ্রিল, ২০১১ দুপুর ১:২২

হুপফূলফরইভার বলেছেন: ব্লগে কভি কাজঝাপ থাকতে আর কভির ওভাব থাকে নি?

১০৪| ১৭ ই এপ্রিল, ২০১১ সন্ধ্যা ৬:৩২

বৃষ্টিধারা বলেছেন: :D :D :D :D

১৮ ই এপ্রিল, ২০১১ দুপুর ১:২৩

হুপফূলফরইভার বলেছেন: ;) ;) B-) B-) B-)

১০৫| ০৫ ই জুন, ২০১১ দুপুর ১২:৪৬

ইষ্টিকুটুম বলেছেন:
কবিতা হইছে সুপার কিলাস,
তাই দিলাম উনপঞ্চাশতম পিলাস। :-B :-B

০৫ ই জুন, ২০১১ দুপুর ১২:৫১

হুপফূলফরইভার বলেছেন: ৫০ মারব কিডাআআআয় B:-) ;) ;)

অনেক অনেক ধইন্যা ইষ্টিকুটুম আপু

১০৬| ০৮ ই আগস্ট, ২০১১ রাত ১১:৪৯

শাহেদ_আহমেদ বলেছেন: পঞ্চাশ একে পঞ্চাশ
হাসতে হাসতে চেয়ার ভাইঙা পইড়া গেলাম, ঠাশ!!

৩১ শে অক্টোবর, ২০১১ বিকাল ৩:২০

হুপফূলফরইভার বলেছেন: :(( :(( :(( :((

;) ;)

চেয়ারের জরিমানা দিতার্তাম্না কিলাম

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.