![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
৭১ টি ভি দেখছিলাম ।টকশো রিপিট !! হালার কি এমন কথা কইল যে এইটা রিপিট ও হচ্ছে । দেইখা পুরাই থ !
আজ স্বৈরাচার পতন দিবস !!
বিরাট সুশীল সমাবেশে চার সুশীল মিলে এরশাদের লুঙ্গী খোলার চেষ্টা সেইরাম কইসা টান !!
তাহলে তো দেখছি বিরাট সমস্যা হল রে...... গত পরশু পর্যন্ত ও তো দেখেছি এরশাদ অনেক গনতন্ত্র প্রেমী , আর আজ বলছিস সে মিথ্যাবাদী । এরশাদ যা বলে তা যদি মিথ্যা হয় মানলাম মিথ্যা , তবে সুজাতা সিং এর সাথে যে কথা হয়েছে সেটাও মিথ্যা ??
হাসিনা-খালেদার সাথে কথা বলছে ঠিক আছে যে তারা প্রধান দুই দলের প্রধান, তাই বলে এরশাদের সাথে কি করতে গেছিল ??
ভারতের এক মাগি যদি আমার দেশের অভ্যন্তরীণ বিষয়ে এমন নাক গলায়, তবে আমরা সুশীলরা সেটা নিয়ে রা করাও অনুউচিৎ, আর এরশাদ কেন খেলার টয় হিসেবে হাসিনার হাতে নাচল না সেই জন্য আসো ধুতির গিঁট লুজ কইরা বসি !!এরশাদের জাঙ্গয়ার প্রতিটা সুতা গুইনা গুইনা খোলার চেষ্টা করি ! হালার সুশীল !!
আমরা কক্ষনই চাই না আওয়ামীলীগ ভারতের কোন আঁতাত দল হিসেবে ভারতের পা'চাটা দালাল হিসেবে আজন্ম পরিচিতি পাক । কেননা ৭১রের স্বাধীনতা এসেছিল যে দলের হাতধরে, ঠিক তাদেরকেই ইতিহাস বাংলাদেশকে আরেকটি সিকিম হিসেবে ভারতের পরগাছা দেশ হিসেবে স্বাধীনতা বিকিয়ে দেবার জন্য ঘৃণাক্ষরে স্মরণ করবে , তা কি মেনে নেয়া যায় !!
এতদিন যারা আওয়ামীলীগরে বাকশালিয় দল হিসেবে ভাবছেন , প্লিজ এটা ভাববেন না। আওয়ামীলীগ আসলে নৌকা বৈঠার আড়ালে সূর্য খচিত বন্দে মাতারামের প্রাথি হয়ে গেছে।
আসুন সবাই ইন্ডিয়ারে ভোট দেই ।
অন্তত এই বিজয়ের মাসে আমাদের দেশপ্রেম যেন অন্তত দলীয় গরুদের তৃপ্তি পূরণের জন্য না হয় । আল্লাহ্ আমাদের দেশের প্রতি দায়িত্বশীল করে দেন। আমীন।
০৭ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ১০:৩১
এ.এ.এম বিপ্লব বলেছেন: দাদা আপনিতো তো আগে থেকেই এই রকম। যখন দেখে মাইঙ্কা চিপায় আটকাইছে তখন ই পল্টি দেন। অনেকটা এরশাদ এরশাদ চরিত্র। তাই না বিপ্লব দা ??
২| ০৭ ই ডিসেম্বর, ২০১৩ ভোর ৪:০৯
জল পািন বলেছেন: @পাঠক১৯৭১ আসিফ মহিউদ্দুইন সাজতাসেন নাকি
.উনিও কিন্তু দৌরের উপর আসে
৩| ০৭ ই ডিসেম্বর, ২০১৩ ভোর ৪:৪৫
ভার্চুয়াল ফাইটার বলেছেন:
পাঠক১৯৭১ এইটা বিপ্লব কান্তির মাল্টি ! ও এখানে আসছে কেন?
৪| ০৭ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ৮:২০
ঢাকাবাসী বলেছেন: মন্তব্য করতে গিয়ে উপরের আলোচনা পড়ে থ। ওগুলো অনেক উঁচু লেভেলের মনে হল তাই ক্ষ্যামা দিলুম।
৫| ০৭ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:২১
HHH বলেছেন: @ পাঠক১৯৭১
আমি যে কইলাম তুই হইলি মালাউন, তুই তো খুব না না করলি। এখন তোর মাল্টি নিকের কথা ফাস হইল তো।
এমন এক ধর্ম করস যা মানুষের সামনে বলতেও লজ্জা পাস। তোদের উচিৎ নিজেদেরকেও নদীতে বিসর্জন দিয়ে দেওয়া। আমার দেশের ভাগ্য খারাপ যে তোদের মত কিছু পরজীবী কৃমিরা এই মাটিতে জন্ম নিয়েছে।
পরিশেষে বলি, মৃত্যুকে স্মরন কর, সেই সময় কিভাবে আসবে সেটা স্মরণ কর। সৃষ্টিকর্তার খোজ পেয়ে যাবি
০৮ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১০:১২
এ.এ.এম বিপ্লব বলেছেন: আপনে যত রাগ ঝাড়তেছেন ,দাদাতো আসলে অত খারাপ না। :-< :-< :-<
৬| ০৯ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ৭:০৪
লোডশেডিং বলেছেন: সুন্দর পোস্ট। পড়ে মন জুড়ে গেলো।
©somewhere in net ltd.
১|
০৭ ই ডিসেম্বর, ২০১৩ রাত ৩:৩৭
পাঠক১৯৭১ বলেছেন: " আল্লাহ্ আমাদের দেশের প্রতি দায়িত্বশীল করে দেন। আমীন। "
আল্লাহ আমাদের দেশের দায়িত্ব পালন শুরু করুক: উনি কিছু করছেন না আজকাল!