![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
খুব দিলখোশ
হইল বিচারের রায়ের খবর দেইখা .........
** রায় ১-
বিশ্বজিতের হত্যাকারীদের ৮ জনের ফাঁসি ,১৩ জনের যাবজ্জীবন ।
কার্যকারতিতার প্রকারঃ
"আমার কিছুই অইব না" -চাপাতি শাকিল।
মনে হচ্ছে রাস্টপতি আগে থেকেই জানিয়ে রেখেছেন,এবারও ক্ষমার সুন্দর দৃষ্টান্তে'র(তাহেরের পলা বিপ্লবের মত ) পুনরাবৃত্তি করবেন ।
**রায় ২-
ভারতের কার্যসভায় শেষ মুহূর্তে বাংলাদেশের সাথে ছিটমহল বদলাবদলি বিল পাশ।বাংলাদেশের ৭০০০ একর বেশি লাভ।
কার্যকারিতার প্রকারঃ
"যেকোনো মুল্যে দিল্লী সরকারের এই ধরনের দেশ বিরোধী আদেশকে রুখে দেয়া হবে।"-মমতা ব্যানার্জি । (এই জীবনে দেখি নাই আপনের তলদেশ দিয়া পানি ছাড়চেন,আর আপনে ছাড়বেন মাডি )
আচ্ছা একটা কথা কন'তো......
শেখ হাসিনা সরকার বিশ্বজিতের হত্যার রায় দিয়েছে তার নির্বাচনী প্রচারণায় মানুষের চোখে ("ধুলো দেয়া") তাদের আরেকটা জয়চিহ্ন লেপনের জন্য।(মানলাম দেশের যঠাউপযুক্ত বিচার হওইতাছে ।
)
কিন্তু ভারত ঠিক এই সময়ে কি কারণে বাংলাদেশের স্বার্থ সংশ্লিষ্ট অনেক গুরুত্বপূর্ণ বিষয় বাদ দিয়ে শুধুমাত্র ছিটমহল নিয়ে হাইলাইটেড হল ?
>>এটা কি ছিটমহল বদল নাকি বাংলাদেশের মানুষের কাছে আওয়ামী সরকারের সফলতার আরেকটা ভেল্কি দেয়া জয়ের চিহ্ন দেখানোর জন্য ??
>>> নাকি ভারতের "অভিন্ন বাংলা" রুপায়নের আরেকটি নিলনকশার বাস্তবায়নের জন্য ??
কারণ >> হলে ......
দাদা অনেক দেরি করে ফেলেছেন .........আসলেই অনেক অনেক দেরি করে ফেলেছেন। এদেশের মানুষ যেমন পাকী হানাদারদেরকে চিনে তেমনি আপনাদেরকেও চিনে এবং আপনাদের দালালদেরকেও চিনে ফেলেছে। আওয়ামী দালালীর ঘাড়ে চেপে এতদিন যেভাবে খেয়ে এসেছেন, আর মনে হয় হচ্ছে না !
যতই করেন, আর মানুষ আপনাদের দালালি করার জন্য আওয়ামীলীগের কাছে পাচা ইজারা দিচ্ছে না।
কারণ >>> হলে......
দাদা সেই দিন কি আর আছে ,দিন বদলাইছে না !!ধূতিটা একটু তুলে ঢাকেন। মনে লয় আপনাদের নির্লজ্জতা দেখে বনের হনূমানেরাও লজ্জা পাইয়া গেছে !!
২০ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৮:৩৩
এ.এ.এম বিপ্লব বলেছেন: না হইলে আর কি করা,এতদিনতো আমরা বাঙালী হয়েই রইলাম বাকি জীবনও না হয় বাঙালী হয়েই কাটিয়ে দেব.....মানুষ হওয়ার আর কি দরকার? তাই না .... :-< :-<
২| ১৯ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৯:৪০
বিদ্রোহী ভৃগু বলেছেন: আবার তারাই কিন্তু সীমানা নির্ধারন বিল ছিড়ে ফেলার ধৃষ্ঠতা দেখীয়েছে...
এদের জন্য দরকার হররোজ রৌমারি পাদুয়া....
মাইরি বলেছেন ভাইডি
...দাদা সেই দিন কি আর আছে ,দিন বদলাইছে না !!ধূতিটা একটু তুলে ঢাকেন। মনে লয় আপনাদের নির্লজ্জতা দেখে বনের হনূমানেরাও লজ্জা পাইয়া গেছে !!
কিন্তু তাদের নজ্জা হয় না!
২০ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৮:৪২
এ.এ.এম বিপ্লব বলেছেন: নাটকির পোলাগোরে রৌমারি প্যাদানি দিবো যে ঐ সেনাবাহিনি কি আর আছে। টাকার জন্য নির্বাচনে পাহারার কাজ করতেও সেনাবাহিনির আজ লজ্জা লাগছে না।
রৌমারি প্যাদানিতো ওনেক দূর.... তবুও আশায় বাচেঁ দেশ,আরেক বিশাল দেশপ্রেমিক জনতার আশায় ভর করেই দেশ ভারতের রাহু মুক্ত হবে ।
এটা নির্চিত ।
৩| ১৯ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১০:০০
নূর আদনান বলেছেন: মুহামমদ মিনহাজ বলেছেন: হা হা হা হা...... )
মনে হইতাছে দামি কথা কইছেন, কিন্তু তাগর কামে কোন বাধা হইবো না
কিন্তু তাদের নজ্জা হয় না!
২০ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৮:৪৪
এ.এ.এম বিপ্লব বলেছেন: টাই নাকি
৪| ১৯ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১১:০৩
ঢাকাবাসী বলেছেন: বেশ ভাল বলেছেন।
৫| ২০ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৮:৫১
মুহামমদ মিনহাজ বলেছেন: হরে ভাই
৬| ২০ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৯:০০
একজন ঘূণপোকা বলেছেন: দাদা অনেক দেরি করে ফেলেছেন .........আসলেই অনেক অনেক দেরি করে ফেলেছেন
৭| ২১ শে জানুয়ারি, ২০১৫ বিকাল ৩:৪৯
নাঈফা চৌধুরী (অনামিকা) বলেছেন: ভাইয়া, বছর ঘুরে এলো! আপনি কোথায়?
©somewhere in net ltd.
১|
১৯ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৯:৩৫
মুহামমদ মিনহাজ বলেছেন: হা হা হা হা......
মনে হইতাছে দামি কথা কইছেন, কিন্তু তাগর কামে কোন বাধা হইবো না