নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
তন্দ্রাকুমারী একটি কাল্পনিক চরিত্র যার সন্ধানে আছি নিশিদিন!!
কল্পলোকের রাজকন্যা তুমি কেট-
চলেছ একা কোন অন্তহীনতায়?
চারিদিকে অবিচ্ছিন্ন অন্ধকার,
ডুবে গেছে গঙ্গা-যমুনা-মেঘনা।
আমি তোমাকে পাই নি তাই
ঘাসের ঘন ঝোপে হাহাকার!
তীব্র যন্ত্রণায় কাতরায় মৃতপ্রায় ঘুঘু-
আর কেউ থাকে না আমার খোঁজে!
সবাই মৃত্যুর প্রবাহমান জোয়ারে,
কিন্তু কেট, তোমাকেই শুধু চেয়েছি!
এই মৃত্যুর মিছিলে এসেছিলে তুমি-
সাজাতে বোধের দেয়ালে স্পর্শের প্রলেপ!
আমি ভুলতে পারি না কোন মতে!
তোমার বায়বীয় ভালবাসা জাপটে ধরে,
সন্ধ্যার আকাশে যেমন হাজার তারা উড়ে যায়-
তেমনি ডানা ঝাপটানো গন্ধ তোমার হাসিতে।
©somewhere in net ltd.
১| ১০ ই জুন, ২০২১ রাত ১১:০৫
রাজীব নুর বলেছেন: টাইটানিক মুভি দেখার পর'ই আমি 'কেট'কে পছন্দ করে ফেলি।
সেই পছন্দ এখনো টিকে আছে। সাধারনত এত লম্বা সময় আমি কাউকে পছন্দ করি না।
আমার একটা ইচ্ছা একটা পুরো বিকেল কেটের সাথে কাটাই।