নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

তোমার চোখের তারায় আমার হাজার মৃত্যু!

অতন্দ্র সাখাওয়াত

তন্দ্রাকুমারী একটি কাল্পনিক চরিত্র যার সন্ধানে আছি নিশিদিন!!

অতন্দ্র সাখাওয়াত › বিস্তারিত পোস্টঃ

কড়চা সমগ্র-১

১৩ ই জুন, ২০২১ রাত ৯:৪৮

১.
আমি তোমার নদী, বয়ে চলি নিরবধি-
তোমার বুকের ভেতর।
আমি তোমার গ্রাম, শব্দে আঁকি নাম-
তোমার ঠোঁটের উপর।
জানতেও চাই না, বুঝতেও চাই না-
খাচ্ছি তাই ফাঁপর!
পাই নি একটু আদর, কিংবা লাল চাদর-
এখন মহা ভাদর!
চাই একটু অন্ন,তবেই হবো ধন্য-
আমি কি খুবই জঘন্য?

২.
আমি এক কবি, শুধুই আঁকি ছবি,
শব্দে-গন্ধে-ছন্দে
তুমি আমার গতি, তুমিই চোখের জ্যোতি-
কষ্টে-নষ্টে-দ্বন্দ্বে
আমি আছি তোমার পথে, তোমার নখে,
ভ্রষ্টে-ধ্বংসে-স্পর্শে
আমি তোমার কাছাকাছি, তোমার জলেই লেখালেখি,
ক্রন্দনে-বন্ধনে-আনন্দে
আমি-তুমি যদি এক হই, হয়ে যাই এক সমুদ্রে মিলিত,
আলিঙ্গনে-আলাপনে-সহাবস্থানে।

৩.
আমি হারাতে চাই তোমায়, ঐ স্তনের সুবাস চাইনা,
চলেছি একা শুকনো বালুচরে, আমায় তুমি চিনবে না,
তবুও সকলের তাকানোর ভঙ্গীতে তুমি, সবাই তুমি!
আমিও তুমি, সঙ্গীহীন নৃশংশতায় লিখি যন্ত্রণার কবিতা-
ক্ষমার কারাগারে লুকাবে আমায়; থাকবে কি এখানে তুমি?

৪.
তুমি আমায় ছেড়ে যেখানে যাবে, সেখানে আমায় পাবে
আমার কবিতায় তুমি পুড়ে পুড়ে ঘুমাবে, চোখ মেলবে
শবদাহে, সবিতায় আবার ভিজবে, আবার শুকাবে
তুমি আমার খুনি হবে যুগে যুগে, ডোবাবে তিক্ত অভিশাপে
আগমনী বার্তায় তবু তুমি কেন থাক- স্বভাবের শূন্যতায়!

৫.
আর তুমি একটি ছোট্ট গোলাপ বাগান,
লাল-নীল-গোলাপী তোমার আসমান-
তারায় তারায় দোল খায় সুখের মৌন গান,
অথচ সেদিন তিমির সুনিবিড় স্নানে করেছিলে বিষ পান!
তোমার দুয়ার ভেঙ্গে মৃত শালিখেরা করেছে কলতান!

৬.
তুমি কষ্টবিহীন রাত, আমি শুধুই অবসাদ
তুমি জীবনের জয়গান, আমি মৃত্যু পাগল সাধ
তুমি সুন্দরের প্রতিমূর্তি, আমি অবাধ্য এক ফাঁদ
তুমি সুশীতল বাতাস, আমি নিন্দিত কালো রাত
তুমি গাছে গাছে লাল আগুন, আমি বিলুপ্ত সংবাদ।

৭.
তবে তুমি নিঃসঙ্গতা এঁকে দাও এক খণ্ড মেঘে
আমি নীল হয়ে আকাশে ছড়াবো চাঁদের রক্ত মেখে
অপরূপ রূপে লাল-সাদা ধুপে নেপচুন-প্লুটো দেখে দেখে
তুমি চলছো দিগন্তের বিশাল বিকেলে, অভিসারের আবেগে
তুমি ভুলেছ আমাকে, আমিও ভুলে যাচ্ছি তোমাকে!

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১৩ ই জুন, ২০২১ রাত ১১:৫৬

জটিল ভাই বলেছেন:
ক্ষুদ্র ক্ষুদ্র কাব্যকণা,
ভালো, মন্দ না :)

১৪ ই জুন, ২০২১ সকাল ৮:২৫

অতন্দ্র সাখাওয়াত বলেছেন: অসংখ্য ধন্যবাদ ভাই

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.