নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
তন্দ্রাকুমারী একটি কাল্পনিক চরিত্র যার সন্ধানে আছি নিশিদিন!!
সেই অতিমানবী,
বুকে যার রূপোর হার
হাতে তার শাদা শাখা, আহা!
যেন ভালবাসার রঙ্গীন সুতোয় বোনা
জীবন মিলেমিশে গেছে এখানে।
তবুও পতনের শব্দ শুনতে পান তিনি,
মৃত্যুর দিন গুনে, মুহূর্তে হারিয়ে যান,
আবার ফিরে পাওয়া, আরেকটি জীবন।
এই যে চাওয়া, এই যে অধরাকে পাওয়া
এর চেয়ে অনেক ভাল, হারিয়ে যাওয়া।
১৫ ই সেপ্টেম্বর, ২০২২ রাত ১০:৪৫
অতন্দ্র সাখাওয়াত বলেছেন: অসংখ্য ধন্যবাদ মন্তব্যের জন্য।
সুস্থ থাকুন।
নিরাপদে থাকুন।
ভাল লাগা কাজে সময় কাটুক আপনার, এই কামনায়.....
২| ১৫ ই সেপ্টেম্বর, ২০২২ রাত ১০:৫৬
অপ্সরা বলেছেন: সবাই তো একদিন হারিয়ে যায় আপুনি!!
১৫ ই সেপ্টেম্বর, ২০২২ রাত ১১:০৬
অতন্দ্র সাখাওয়াত বলেছেন: এত মানুষ হারিয়ে যায়,
কোথায় যায়?
কেন যায়?
কিভাবে যায়?
কখন যায়?
কার কাছে যায়?
©somewhere in net ltd.
১| ১৫ ই সেপ্টেম্বর, ২০২২ রাত ১০:২৯
স্বপন কান্তি দে বলেছেন: আমি কবিতা পছন্দ করি । কিন্তু লিখতে পারিনা । অনেকবার চেষ্ট করেও লাইন ছন্দ মিলাতে পারিনা । তাই এভাবে সময় কাটাই অবসরে- https://www.freelancer.com/u/swapon832