নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
তন্দ্রাকুমারী একটি কাল্পনিক চরিত্র যার সন্ধানে আছি নিশিদিন!!
জোনাকির মতো মিটিমিটি জ্বলছে জীবন
আমার মনের ক্যনভাস সাদা বকের মতো
উড়ছে আজ কোন ধ্বংসস্তুপের পিছে?
কোন অভিমানী দিন ডাক দিল আজ হায়!
জীবন আজ বুকের ব্যথার মত অসহায়।
ছবির মত তুমি কি নেই আমার সাথে মিশে?
অবাক ছবি আঁকছি দেখ এখন এই হাতে।
"জীবন সুস্থ সুন্দর হোক" এই আহ্বান শুনে
কেউ বলেনিতো এ আমার অপরাধ!
কেন সামান্য বাতাসে মন উড়ে যায়
আলোকবিহীন এই গম্ভীর রাতে?
জোনাকির মতো মিটিমিটি জ্বলছে জীবন
কেন চলছে আজও জীবনের অনন্ত দহন?
সবুজ বৃক্ষ আজ হয়েছে কি গাঢ় লাল?
নীল আকাশ কি হয়েছে টাল মাতাল?
১১ ই মার্চ, ২০২৩ রাত ১০:৪৪
অতন্দ্র সাখাওয়াত বলেছেন: জীবন কিসের নাম? কে জানে! তবে, সবকিছুর পরেও জীবন সুন্দর ❤️
২| ১৩ ই মার্চ, ২০২৩ রাত ১:১৪
রাজীব নুর বলেছেন: সহজ সরল সুন্দর কবিতা।
১৪ ই মার্চ, ২০২৩ সকাল ৯:২৯
অতন্দ্র সাখাওয়াত বলেছেন: অসংখ্য ধন্যবাদ।
©somewhere in net ltd.
১| ১১ ই মার্চ, ২০২৩ রাত ১০:০৮
শুভ্রকথা শুভ্রর দিনলিপি বলেছেন: জীবন যখন যেমন, পড়ন্ত বিকেল কিংবা শুভ সকাল।