নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
তন্দ্রাকুমারী একটি কাল্পনিক চরিত্র যার সন্ধানে আছি নিশিদিন!!
আমার হৃদয় ছিল এক গোরস্তান
তোমার অবহেলার বারুদ সেদিন
এ প্রাঙ্গন ছিন্ন ভিন্ন করে চলে গেছে।
আমি ধ্বংসস্তুপের মাঝে শুয়ে
তোমার মঙ্গল কামনা করে গেছি!
নিয়তির বাইরে যেতে
আমি পারিনি, আর পারবও না
কারণ আমিতো আর নিজের কেউ নই।
তোমার অস্তিত্বের সাথে মিশে
কারাগারে রূপান্তরিত হয়েছিলাম একদিন
যেখানে তুমি প্রবেশ করতে চাও নি।
কিন্তু যেদিন তুমি মৃত্যু কামনা করবে
তখন তোমার হৃদয়ের দরজাগুলো
খুলে যাবে- দেখে নিও সেদিন।
আমাকে তুমি দেখতে পাবে হে অন্ধ
অন্ধ হলেও প্রলয় থাকেনি বন্ধ!
সেদিন তুমি সাগরের জলে আগুন জ্বেলে
পুড়িয়ে গেছো আমার হৃদয়ের কোমল জল
আমিও নিরবে পুড়ে গেছি সেই নিভন্ত আগুনে।
আজ আমি জেগে উঠেছি আরেক সগর হয়ে
তোমাকে ডুবিয়ে তবেই আমার মুক্তি।
এ সাগর প্রেমের রসে পূর্ণ
এখানে তোমার দর্প হবেই চূর্ণ
হে প্রেম তুমি দ্বিধা হও!
১৪ ই নভেম্বর, ২০২৩ বিকাল ৪:৪৪
অতন্দ্র সাখাওয়াত বলেছেন: ধন্যবাদ আপনাকে
২| ১৩ ই নভেম্বর, ২০২৩ রাত ১১:২৮
নিবর্হণ নির্ঘোষ বলেছেন: বাপ্রে , কী দ্রোহমন নিয়ে বলে চলেছেন কথাগুলো !!
খুব ভালো হয়েছে কবিতাটা !!
১৪ ই নভেম্বর, ২০২৩ বিকাল ৪:৪৪
অতন্দ্র সাখাওয়াত বলেছেন: ধন্যবাদ আপনাকে
৩| ১৪ ই নভেম্বর, ২০২৩ দুপুর ১২:৫৫
রাজীব নুর বলেছেন: সুন্দর।
১৪ ই নভেম্বর, ২০২৩ বিকাল ৪:৪৪
অতন্দ্র সাখাওয়াত বলেছেন: অসংখ্য ধন্যবাদ আপনাকে
৪| ১৪ ই নভেম্বর, ২০২৩ দুপুর ১২:৫৭
কাজী ফাতেমা ছবি বলেছেন: খুব সুন্দর হয়েছে আপু
১৪ ই নভেম্বর, ২০২৩ বিকাল ৪:৪৫
অতন্দ্র সাখাওয়াত বলেছেন: ধন্যবাদ আপনাকে
৫| ১৪ ই নভেম্বর, ২০২৩ বিকাল ৫:০১
বিজন রয় বলেছেন: একবার মঙ্গল কামনা করছেন পরে আবার ডুবিয়ে মারতে চাচ্ছেন। ব্যাপারটা কি রকম হলো না?
১৪ ই নভেম্বর, ২০২৩ রাত ১১:৩০
অতন্দ্র সাখাওয়াত বলেছেন: কেউ পাপ করলে তার অমঙ্গল কামনা করাটা কি যুক্তিসঙ্গত? বরং তাকে প্রেমের পথ দেখানোটাই ধর্ম।
©somewhere in net ltd.
১| ১৩ ই নভেম্বর, ২০২৩ রাত ১১:১৯
মিঃ হাসান বলেছেন: এককথায় সুন্দর !