নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

তোমার চোখের তারায় আমার হাজার মৃত্যু!

অতন্দ্র সাখাওয়াত

তন্দ্রাকুমারী একটি কাল্পনিক চরিত্র যার সন্ধানে আছি নিশিদিন!!

অতন্দ্র সাখাওয়াত › বিস্তারিত পোস্টঃ

মাঝে মাঝে

১৮ ই নভেম্বর, ২০২৩ রাত ৮:৪২

মাঝে মাঝে বৃক্ষের মুখোমুখি হওয়া ভাল,
মনটা প্রশান্ত হয়-
চারিদিকে এত অবিশ্বাস আর অনিশ্চয়তা!
সেখানে বৃক্ষেরা এক পায়ে নিশ্চিন্ত মনে
দাঁড়িয়ে থাকে অনির্বাণ আলোকবর্তিকা হয়ে;
আমি সেই আলো না ছুঁয়ে অন্ধকারে ঘুমিয়ে পড়ি।

মাঝে মাঝে তীব্র বেদনার মুখোমুখি হওয়া ভাল,
মনটা নির্ভার হয়-
চারিদিকে এত মিথ্যে সুখ আর স্বল্প উদ্দীপনা!
সেখানে বেদনারা চুপচাপ বুকে এসে বসে;
আর বোঝায় আপন মনে অনিমেষ নয়নে
মিথ কিংবা কুসংস্কার নিয়ে জীবন যাপন নয়
বাঁচতে হলে যাতনাকে সাথে নিয়েই বাঁচো।

মাঝে মাঝে অপ্রিয় সত্যের মুখোমুখি হতে হয়
প্রিয় সত্যেরা বড্ড বেশি অমানবিক।

স্বার্থপরতার চাদর খুলে
মাঝে মাঝে পৃথিবীর খুব কাছাকাছি যাওয়া ভাল
এতে মনের জটগুলো খুলে যায়।

মাঝে মাঝে তোমায় নিয়ে লেখা কবিতাগুলো
পুড়িয়ে ফেলতে ভাল লাগে।
হয়তো মনের অজান্তে লিখে ফেলেছি
অনেক অবুঝ ভালোবাসার অসত্য পংক্তিমালা
না বুঝে কিছু লেখা কতটা ন্যায়সংগত?

মাঝে মাঝে নিজের দোষগুলো গণনা করা
খুবই যৌক্তিক এবং প্রেরণাদায়ী।
নিজেকে অতিমাত্রায় স্বীকৃতি দিতে গিয়ে
হারিয়ে ফেলছি নাতো মহাজাগতিক সত্য!

মাঝে মাঝে পৃথিবীকে অভিশাপ দেওয়া ভাল
অতিমাত্রায় পৃথিবীর বন্দনা করে
জড়িয়ে পড়ছি নাতো কোন অসম যুদ্ধে!

একবার এই নিজের কাছে যেতে হয়
এমন কিছু বিশ্বাস করতে হয়
যা কখনোই হবার নয়!

মন্তব্য ৪ টি রেটিং +২/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১৮ ই নভেম্বর, ২০২৩ রাত ১০:১৬

বিজন রয় বলেছেন: অনেক ভাল হয়েছে। অনেক ভাল লেগেছে। অনেক দিন পর ব্লগে একটি ভাল কবিতা পড়লাম।

কাজী মোতাহার হোসেন চৌধুরীর'র জীবন ও বৃক্ষের কথা মনে করিয়ে দিলেন........ "নীরব ভাষায় বৃক্ষ আমাদের স্বার্থকতার গান শোনায়"........... তবে এই কবিতায় শুধু বৃক্ষের মুখোমুখি হওয়া নয়, জীবন, মনন ও হৃদয়ের অনেক চিত্র এঁকেছেন।

সময় পেলে এটি নিয়ে কথা বলবো।
এমন এমন কবিতা লিখুন।

শুভকামনা।

১৮ ই নভেম্বর, ২০২৩ রাত ১১:২৮

অতন্দ্র সাখাওয়াত বলেছেন: অনেক ধন্যবাদ।

২| ১৮ ই নভেম্বর, ২০২৩ রাত ১০:২৩

বিজন রয় বলেছেন: ও হ্যাঁ, স্বার্থপরতা, মহাজাগতিকসহ বানানগুলি ঠিক করে দিয়েন।

১৮ ই নভেম্বর, ২০২৩ রাত ১১:২৯

অতন্দ্র সাখাওয়াত বলেছেন: আপনার প্রতি কৃতজ্ঞতা। বানান ঠিক করেছি অনেকগুলো।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.