নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

তোমার চোখের তারায় আমার হাজার মৃত্যু!

অতন্দ্র সাখাওয়াত

তন্দ্রাকুমারী একটি কাল্পনিক চরিত্র যার সন্ধানে আছি নিশিদিন!!

অতন্দ্র সাখাওয়াত › বিস্তারিত পোস্টঃ

আমার সামহোয়্যারইন ব্লগ

০১ লা জানুয়ারি, ২০২৪ রাত ৯:১৮



আমের মুকুলের মতো আমরা এখানে একসাথে জেগেছি
সুনির্দিষ্ট চাষাবাস আর বিশাল শস্য ক্ষেতের বিশালতায়
জেগে দেখি সবকিছু এখানে আছে-
নদী আছে, ঝরণা আছে, সুন্দরের বিরাট রাজত্ব
বেঘলপুরের কে যেন অচেনা নাম ধরে কাকে ডাকে
এখানে সবাই জীবনের ভক্ত
দ্যা লাস্ট সাপারের মতো শক্ত ছবি
মৃদুমন্দ বাতাসের দোল খাওয়া রক্ত সবাইকে বানায় কবি
যেন কোন মন্ত্রপূত ছবি আমাদের মস্তিষ্কের আঁধার ঢেকে দেয়
নিয়ে যায় পারস্যের রূপকথার জগতে
আমাদের মিত্রতায় দারিয়ুসের নির্ঘুম চোখ পেয়েছিল আশ্বাস,
আরেক পৃথিবীর পুনর্জন্মে।

আমরা জড়বাদী প্রেমে আসক্ত হয়ে ত্যাগ করিনি শোভা
আমাদের মন উন্মন হলে সূর্যের মত ছড়াই উজ্জ্বল প্রভা
আমরা জেনেছি, জীবন মানে অদৃশ্য এক অসহায় কুকুর
কুয়াশায় চোখ অস্পষ্ট হয়ে এলে আমরা ঘুমাতে জানি
অনেক কঠিন পথ: থেমে থাকেনা আমাদের চলাচল
হয় কোলাহল- কিছু স্মৃতির ডালপালা
নেমে আসে মাটির কাছাকাছি
যেন পর্বতের পেছনে পর্বতের ছুটে চলা
উন্মেষ ঘটে এখানে প্রতিদিন নতুন প্রেম
আমাদের ভালোবাসার দান এখানে
একটু একটু করে জমে; আমাদের এগিয়ে চলা পথে
আমরা সবাই মিলে গড়ে তুলি এক ছায়াঘেরা নগরী
যেখানে উচ্চারণ হয়না কোন অসত্য
হয়না অযথা সময় ক্ষেপণ
এখানকার সাগরে ডোবে না তরী
কর্মহীনতা থেকে পাওয়া যায় ছুটি
এখানে সহমর্মিতারর চাষাবাদ হয়
মাঝে মাঝে হয়তো কিছু বাড়াবাড়ি হয়ে যায়
খুব অচেনা মনে হয় তখন নিজেকে
সবার কাছ থেকে নিজেকে আড়াল করতে ইচ্ছে হয়
কিন্তু আমরাতো একই পথ ও মতে হেঁটে চলা মানুষ
পিঁপড়ার ঝাঁকের মতো ছুটে চলি একটি গন্তব্যের দিকে
আমাদের চেতনার রঙে পান্না লাল, আকাশ নীল
আমরা পৃথিবীতে খঁজে ফিরি নতুন প্রশ্ন আর উত্তর
হয়তো বিবেকের দংশনে আমরা ত্যাগ করি সামান্য
অথচ তা সামান্য নয়, জানে ওই অগ্রপথিকেরা
বিশ্বাসে, উল্লাসে বিজয়ীর বেশে
আমরা এগিয়ে চলছি স্বাধীন পৃথিবীর স্বাদ নিতে-
যেখানে নেই পেছনে ফিরে তাকানো,
কিংবা নেই কোন লয়-ক্ষয়-পরাজয়
এ যেন এক পৃথিবীর ভেতর আরেক পৃথিবী
আছে দাবী, প্রত্যাশা, সহভাগিতা আর
নিরন্তর ছুটে চলা তত দূর- যতদূর চোখ যায়নি!

মন্তব্য ২২ টি রেটিং +৮/-০

মন্তব্য (২২) মন্তব্য লিখুন

১| ০১ লা জানুয়ারি, ২০২৪ রাত ৯:৩৩

মোগল সম্রাট বলেছেন:



এখানে সবই জীবনের ভক্ত

ভালো লিখেছেন।

নতুন বছরের শুভেচ্ছা।

০১ লা জানুয়ারি, ২০২৪ রাত ৯:৫০

অতন্দ্র সাখাওয়াত বলেছেন: অনেক ধন্যবাদ। আপনাকেও নতুন বছরের শুভেচ্ছা। ভালো থাকুন।

২| ০১ লা জানুয়ারি, ২০২৪ রাত ৯:৫৭

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: আপনার কবিতার গঠন, উপমা নির্বাচন এবং বিষয়বস্তু খুব ভালো। ভালো লিখেছেন।

০১ লা জানুয়ারি, ২০২৪ রাত ১০:০৬

অতন্দ্র সাখাওয়াত বলেছেন: অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবেন। নতুন বছরের শুভেচ্ছা রইলো।

৩| ০১ লা জানুয়ারি, ২০২৪ রাত ১০:৫৭

নয়ন বড়ুয়া বলেছেন: চমৎকার লিখেছেন...

০১ লা জানুয়ারি, ২০২৪ রাত ১১:০৯

অতন্দ্র সাখাওয়াত বলেছেন: অনেক অনেক ধন্যবাদ। ভাল থাকুন, এই কামনায়...

৪| ০১ লা জানুয়ারি, ২০২৪ রাত ১১:১২

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর।

০১ লা জানুয়ারি, ২০২৪ রাত ১১:৩০

অতন্দ্র সাখাওয়াত বলেছেন: অনেক ধন্যবাদ। ভাল থাকবেন।

৫| ০১ লা জানুয়ারি, ২০২৪ রাত ১১:২৩

আহমেদ জী এস বলেছেন: অতন্দ্র সাখাওয়াত,




ঠিকই বলেছেন -----
সামুর একখন্ড ভূমি, যেন এক পৃথিবীর বুকে আরেক পৃথিবী! এখানে থেমে থাকেনা আমাদের চলাচল!

শুভ নববর্ষ।

০১ লা জানুয়ারি, ২০২৪ রাত ১১:৩১

অতন্দ্র সাখাওয়াত বলেছেন: শুভ নববর্ষ। ভাল থাকবেন। সামু এগিয়ে চলুক তার আপন শক্তিতে এই প্রত্যাশায়....

৬| ০২ রা জানুয়ারি, ২০২৪ রাত ২:৫৪

রিয়াদ( শেষ রাতের আঁধার ) বলেছেন: - সুখপাঠ্য লেখা।

দুটি শব্দ- মন্ত্রপূর্ত আর পুর্জন্ম, এ দুটি শব্দের কি কোনো অর্থ আছে না বানান ভুল হয়েছে?

০২ রা জানুয়ারি, ২০২৪ সকাল ৮:২৪

অতন্দ্র সাখাওয়াত বলেছেন: মন্ত্রপূত আর পুনর্জন্ম হবে। বানান ভুল হয়েছে। ঠিক করা হয়েছে। অনেক ধন্যবাদ। ভাল থাকবেন।

৭| ০২ রা জানুয়ারি, ২০২৪ দুপুর ১২:১৮

বিজন রয় বলেছেন: একটি অসাধারণ কবিতা।

অনেক ধন্যবাদ আপনাকে এমন একটি কবিতা পোস্ট করার জন্য।

০২ রা জানুয়ারি, ২০২৪ বিকাল ৪:১৭

অতন্দ্র সাখাওয়াত বলেছেন: অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবেন সব সময়।

৮| ০২ রা জানুয়ারি, ২০২৪ দুপুর ১২:৩৩

শেরজা তপন বলেছেন: ভালো কবিতা। কেউ কেউ বলেন নাকি সামু মরে গেছে, এই মরা গাঙ্গে আর ঢেউ উঠবে না- আপনার কি মত?

০২ রা জানুয়ারি, ২০২৪ বিকাল ৪:২২

অতন্দ্র সাখাওয়াত বলেছেন: অনেক ধন্যবাদ। সামুর মরা গাঙ্গে ঢেউ উঠবেই।

৯| ০২ রা জানুয়ারি, ২০২৪ দুপুর ১:০৭

রাজীব নুর বলেছেন: সামুর সাথে জীবন হোক আনন্দময়।

০২ রা জানুয়ারি, ২০২৪ বিকাল ৪:১৮

অতন্দ্র সাখাওয়াত বলেছেন: সামু ভালো থাক। সামুর মঙ্গল হোক।

১০| ০২ রা জানুয়ারি, ২০২৪ রাত ১১:০৫

সোনালি কাবিন বলেছেন: অনন্য শব্দমালা

০৩ রা জানুয়ারি, ২০২৪ রাত ১২:৪১

অতন্দ্র সাখাওয়াত বলেছেন: অনেক ধন্যবাদ। ভাল থাকবেন, এই প্রত্যাশায়.....

১১| ০৩ রা জানুয়ারি, ২০২৪ দুপুর ১২:২৯

নাইমুল ইসলাম বলেছেন: চমৎকার শব্দ চয়ন।

০৩ রা জানুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৬:৪২

অতন্দ্র সাখাওয়াত বলেছেন: অনেক ধন্যবাদ। ভালো থাকবেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.