নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

তোমার চোখের তারায় আমার হাজার মৃত্যু!

অতন্দ্র সাখাওয়াত

তন্দ্রাকুমারী একটি কাল্পনিক চরিত্র যার সন্ধানে আছি নিশিদিন!!

অতন্দ্র সাখাওয়াত › বিস্তারিত পোস্টঃ

প্রেমের কাল দীর্ঘায়ন

৩০ শে জানুয়ারি, ২০২৪ বিকাল ৫:৫৩



আগুনের ঝলমলে আলোয় আলোকিত ছিলে তুমি
আমি হয়েছিলাম জল, তোমাকে নিভিয়েছি বারবার
তবুও তুমি জ্বলে উঠেছ ছাই থেকে আবার আবার
তুমি পুড়ে হয়েছ ছাড়খার, আমি পুড়ে হলাম ছাড়খার
তোমার আমার প্রেম কেমন নিভে জ্বলেছে নিভেছে
আপনার মনে সেদিনের প্রেম আজও কত কি যে বলছে!

প্রেম এসেছে-গেছে-এসেছে, প্রেমের ধর্মই কি এমন!
প্রেমের মাঝেই চলেছে ইতিহাসের দীর্ঘ চাষবাস
বুকের ভেতরে প্রেমেরও ছিল কত কি যে অভিমান
সে প্রেমের শেষ বেলায় জাগেনিতো জীবনের দীর্ঘশ্বাস
সুদীর্ঘ কাল চলে গেছে, ফিরেতো এসেছে প্রেমের প্রাণ-
জীবনের শূন্যস্থান শূন্য থাকতে দেয়নি সময়ের ঘড়ি
জীবনের কাটা ঘায়ে উড়ে আসেনি ভনভন করা মাছি!

মানুষেরতো প্রেমে জীবনের প্রয়োজন ছিল সেদিন
যেদিন মানুষ ছিল মাটির মতন অন্যের প্রিয়জন
এখনতো প্রেমের নামে হচ্ছে ব্যবসার হিসাব-কিতাব
চোখে ক্ষুধা নিয়ে হালখাতা খোলে বিশুদ্ধ প্রেমিক
প্রেমিকাও খোলে তার বেহিসাবি অশ্লীল খাতা
বিষন্ন শকুনের দল খামচে ধরেছে প্রেমের পতাকা
এ শুধু নামেই প্রেম-ভালবাসা, ভেতরে তার মরীচিকা
কাল কাফনে মোড়া পৃথিবীর সব প্রেমের কবিতা!

মন্তব্য ৮ টি রেটিং +২/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ৩০ শে জানুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৬:২৫

এম ডি মুসা বলেছেন: চমৎকার লিখেছেন!!

৩০ শে জানুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৭:০০

অতন্দ্র সাখাওয়াত বলেছেন: ধন্যবাদ। ভাল থাকবেন।

২| ৩০ শে জানুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৬:৪৪

বিজন রয় বলেছেন: সব প্রেম জ্বলে না।

মরীচিকা বানানটি ঠিক করুন।

৩০ শে জানুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৭:০০

অতন্দ্র সাখাওয়াত বলেছেন: ঠিক করেছি।

৩| ৩০ শে জানুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৭:২৪

নয়ন বড়ুয়া বলেছেন: শুভ সন্ধ্যা কবি...

৩০ শে জানুয়ারি, ২০২৪ রাত ৮:১৩

অতন্দ্র সাখাওয়াত বলেছেন: শুভ সন্ধ্যা।

৪| ৩১ শে জানুয়ারি, ২০২৪ বিকাল ৪:১১

রাজীব নুর বলেছেন: সুন্দর।

৩১ শে জানুয়ারি, ২০২৪ রাত ৮:১৯

অতন্দ্র সাখাওয়াত বলেছেন: ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.