নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

তোমার চোখের তারায় আমার হাজার মৃত্যু!

অতন্দ্র সাখাওয়াত

তন্দ্রাকুমারী একটি কাল্পনিক চরিত্র যার সন্ধানে আছি নিশিদিন!!

অতন্দ্র সাখাওয়াত › বিস্তারিত পোস্টঃ

নিষিদ্ধ কবিতা

০৫ ই ফেব্রুয়ারি, ২০২৪ বিকাল ৩:৪২



ভালোবাসা খুব দরকার ছিল বলে
তুমি এলে- ভাসিয়ে নিয়ে দুর্বোধ্য ছলে
আমাকে করলে প্রেমদৃপ্ত নিস্তব্ধতা।
তোমাকে ছুঁয়ে নুয়ে পড়া হাত এখনো তাই
ইশারায় ডেকে যায় তোমার সম্পূর্ণটাই-
হ্যাঁ, আমি তোমার হয়েছি বর্ণে-গোত্রে-ধর্মে
মৃদুমন্দ বাতাসে, মেঘ থেকে আকাশের বর্মে
লুকিয়ে থাকা শুকনো নদীতে আমার ইচ্ছের লাটাই
ভাসিয়ে দিলাম, দেখো এ আহ্বানের তীব্রতা!

কী পেয়ছ তুমি আমাকে পেয়ে, জান কি-তা?
রক্তাক্ত স্কেচে আঁকা আমার দূর্বল পাকযন্ত্র?
আবোল-তাবোল ছড়া আর বিরক্তি?
হা-হা-হা-হা-হা-হা-হা…….

জানতে চাইনা-কেন তুমি এতটা ঋণে
জড়ালে আমায়-তবু চিরকাল করব ভক্তি
তোমার রক্তমাংসের ঐ শরীরটাই
আমার প্রেম আর ভালবাসার শক্তি।

তন্দ্রা, তুমি আকাশের আড়ালে গিয়ে কেঁদেছ?
জান তুমি সেসব ব্যথা আমার কতটা!
কেন যেন হঠাৎ মনে হলো আমি তোমার জন্য
তুমি আমার খেলার মাঠ-বিস্তীর্ণ অরণ্য
তন্দ্রা, তুমি আমাকে পেয়েছ সত্য
মাথার দিব্যি দিয়ে বলছি
আমি তোমায় ছাড়ছি না
যতদিন বেঁচে আছি
সামাজিক সঙ্গার কাছে হারছি না
তোমর মাঝে না হারিয়ে
বাঁচতে আমি পারছি না।

তন্দ্রা, তন্দ্রা, তন্দ্রা আমার
বৃক্ষ তলে শুয়ে থাকা সব হাহাকার
চিৎকার করে ডাকে সারারাত-সারাদিন
জানি আমি, আমি তুমিহীন
কিন্তু তুমিতো আমিহীন নও কখনো
আমি আছি তোমার রহস্যের কাছাকাছি
তোমার ওষ্ঠের প্রকোষ্ঠে ডুবতে আমি রাজি
জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে সর্বযাতনা
সইতে আমি আছিগো তন্দ্রা
সূর্যের জোয়ারে ছুড়ে ফেলা দ্যোতনা
কিংবা তোমার জ্বলন্ত মন অনুসরণে সব সময়
তোমার দেহের ভাঁজে ভাঁজে জড়িয়ে রব।

তন্দ্রা আমার সাবালিকা তন্দ্রা
তুমি করুণাধারার মতো অবিরাম ঝরে যেও
তোমার খোলা চুলের অসীমে আমি
স্বপ্ন দোলায় অসহ্য প্রেমে দুলছি
তুমি আমার আমরণ পূর্ণিমার রতিসুখ
চিরকালের কম্পিত কল্পনার লাবণ্যভরা বুক।

আমি তোমার জন্য পুড়তে থাকবো
তোমার হাসি-গানের চারিদিকে
সহস্র শতাব্দী ঘুরতে থাকবো, ঘুরতে থাকবো
জানা অজানার প্রেয়সী আমার তন্দ্রা
তুমি বধূ, তুমি মধু, তুমিই সঙ্গত
আর তোমার জন্য আমি হবো প্রেমাগ্নি।

তন্দ্রা, ওগো তন্দ্রা, আমার সাঁঝমায়া
তোমার মাঝেই পাই জীবনের ছায়া
তোমার কাজের মাঝে, সব কাজের মাঝে
অল্প একটু আমি কি থাকব তোমার হৃদয়ের খাঁজে?
নাকি থকব কোন সুরম্য প্রাসাদের মতো সাজে?

তন্দ্রা হে তন্দ্রা, তন্দ্রা, তন্দ্রা
তুমিই আমার বুধ, বৃহস্পতি, শনি
তুমিই আমার জীবন জোয়ার
তুমিই আমার মনের মত মন
তুমিই আমার স্ফটিক অনুরাগ
আমার শুধু তোমায় প্রয়োজন।

তোমার চিত্তে ভৃত্যের মতো আমি
তোমার আকাশে নীড়হারা পাখি আমি
জানি তুমি এ মহাবিশ্ব থেকেও দামী
তবুও আমি, বলব আমি করে চিৎকার
আমিই তোমার যুগ জনমের স্বামী!
রক্তের দামে চাইবো তোমার
প্রেমের আর স্নেহের অমিয় বাণী
সারাটা বিশ্ব করবেই কানাকানি।

তন্দ্রা, বুকের ভেতর তোমার স্বপ্ন বুনি
ও তন্দ্রা শোনো-
ও আমার প্রেমের মতো গুণী
যেদিকে তাকাই তোমার নামই শুনি
হতেই পার তুমি আমার চির অবাধ খুনী!
তোমার হাতে হয়ে গেলে খুন
হয়ে যাব আমি চিরমশগুল
স্বর্গ থেকে আরেক স্বর্গে
চলে যাব আমি, করবনা ভুল
যেখানে তোমার আত্মার মাঝে
ডুবে ডুবে জল নেড়ে নেড়ে ধীরে
করবই আমি তোমায় সিঞ্চন
তুমি আমার বেদনার রাণী তুমিই নিরঞ্জন।

তন্দ্রা, তন্দ্রা ওগো তন্দ্রা
তুমি আমার বুকে প্রথম প্রেমের স্র্রষ্টা
তুমি আমার জীবনে প্রথম স্বপ্নদ্রষ্টা
এতা আলো নিয়ে চলছো যদি
বুক খুলে দাও
সুখের তরীতে ভাসাও তুমি আমায় নিরবধি।

ওগো আমার শ্যামা বালিকা
ওগো মরুর বুকে জলের জালিকা
তুমিই আমার দেবী সর্বসুখের
তুমি আমার কুসুম মালিকা
তোমার জন্য টুকটুকে লাল জবা
তোমার জন্য ধবধবে সাদা শিউলী
তোমার জন্য এনছি অন্ধ চন্দ্রমল্লিকা।

ও আমার রসের দেবী তন্দ্রা, তন্দ্রা, তন্দ্রা
ও আমার বাসর ঘরের আলো
তুমি সবার ধ্যানে থাকতে পারো
কিংবা তুমি অন্য বুকে মাথা
রাখতে পারো!
আমি তাতে করব না বারণ
কারণ সর্বজ্ঞানের অতীত তুমি!
কী সুবিশাল জালে জড়ালে আমায় তুমি,
তুমি আমার প্রথম জন্মভূমি
সব পুরুষের তুমিই তীর্থভূমি!

ও আমার তন্দ্রা, ওগো বধূ, বকুল ফুলের মধু
পৃথিবীর শেষ আলো তুমি
তুমি ছাড়া সব ধু ধু
তুমি শঙ্খিনী, তুমি জীবনানন্দী
তোমার দু’ পায়ে পড়ি-
ওই বাহুডোরে আমায় করগো বন্দী
হোক না এবার প্রেমের সাথে সন্ধি।

তুমি তন্দ্রা, তুমি শরৎ মেঘের দগদগে দাগ
তোমার জন্য আঁকা থাক
সুবুজের বুক চেরা লালসার সব ফাঁক।

তোমার জন্য অবিরাম ওড়ে
দূরে কোথাও শঙ্খচিলের ঝাঁক
ওরা পথ খুঁজে পেতে করে তাড়াহুড়া
যখন দেখে ঐ কোমরের বাঁক
ঐ বাঁকে বাঁকে তরুণ কবিরা
হুড়মুড় করে ঝরে পড়ে
বুক নড়ে, বুক নড়ে, সুখের বাহুডোরে
সবার অগোচরে!


মন্তব্য ৮ টি রেটিং +১/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ০৫ ই ফেব্রুয়ারি, ২০২৪ বিকাল ৪:০৭

রাজীব নুর বলেছেন: নিজের অভিজ্ঞা থেকে লিখেছেন এই কবিতা?

০৫ ই ফেব্রুয়ারি, ২০২৪ বিকাল ৪:৪০

অতন্দ্র সাখাওয়াত বলেছেন: জ্বী হ্যাঁ! মনের মধ্যে তখন কি যেন ভর করেছিল।

২| ০৫ ই ফেব্রুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৬:১১

নয়ন বড়ুয়া বলেছেন: কবিতা পাঠ করলাম...

০৫ ই ফেব্রুয়ারি, ২০২৪ রাত ৮:২৮

অতন্দ্র সাখাওয়াত বলেছেন: অনেক ধন্যবাদ।

৩| ০৫ ই ফেব্রুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৬:১৪

মেঘবৃষ্টির গল্প বলেছেন: ভালোবাসা কখনও মরে না।

০৫ ই ফেব্রুয়ারি, ২০২৪ রাত ৮:৩০

অতন্দ্র সাখাওয়াত বলেছেন: সবার ভালবাসা চিরকাল বেঁচে থাক। ভাল থাকুন।

৪| ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৪ রাত ১:৪২

জ্যাক স্মিথ বলেছেন: আমার মনে মাঝে মধ্যেই কবিতা খেলা করে, কিন্তু কবিদের মত গুছিয়ে লিখতে পারি না।

০৬ ই ফেব্রুয়ারি, ২০২৪ সকাল ১১:৫৮

অতন্দ্র সাখাওয়াত বলেছেন: নিতান্ত প্রয়োজন না হলে কারো কবিতা লেখা উচিৎ না। এটা খুব যন্ত্রণাদায়ক ব্যাপার। এর চেয়ে প্রবন্ধ লেখা ভাল। মন্তব্যের জন্য ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.