নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

তোমার চোখের তারায় আমার হাজার মৃত্যু!

অতন্দ্র সাখাওয়াত

তন্দ্রাকুমারী একটি কাল্পনিক চরিত্র যার সন্ধানে আছি নিশিদিন!!

অতন্দ্র সাখাওয়াত › বিস্তারিত পোস্টঃ

একটি অকবিতা

২৩ শে ফেব্রুয়ারি, ২০২৪ রাত ৮:৫১


লাল লাল ফুলে ছেয়ে ছিল গাছটা
গাছের পাতার লাজুক হাসির শব্দ
বুকের ভিতর বাজিয়েছে বাঁশি
ঝিরিঝিরি বৃষ্টি ঝরেছে হৃদয়ে
অথচ বেদনার নীল বর্ণমালা
তোমাকে বিষন্ন করেছে তখনও
তারপর কেটে গেছে ছেলেবেলা
তুমি ভেজা ঠাণ্ডায় কথা বলেছ
গাছের সাথে, ফুলের সাথে
হঠাৎ যৌবন এসে হাজির হয়েছে
বুকের নক্ষত্রেরা জেগেছে অবকাশে
সন্ধ্যার আকাশে আকাশে
বিদ্রুপের মত তখন কেঁদেছে ফুল
ঝরে পড়া নিঃসঙ্গ পাতার দল
মেঘে ঢাকা ছিল ফল ও ফসল
যখন এক নির্জন দুপুরে দেখেছিলাম
তোমাদের নগ্নতা ও সভ্যতার বিদ্রোহ।

তুমি আসবে বলে নিঃশ্বাস বন্ধ করে
একটানা অপেক্ষায় ছিলাম তিনশ বছর
তুমি আসলে না হায় প্রেম হায়
দুচোখে চোখ রাখবার মতো
কেউ এলো নাতো সময়ের বেলাভূমিতে
শুধু সমুদ্রের গর্জন শুনি
শুধু ব্যর্থতার সাতকাহন পড়ি
তোমার বুকের বা'পাশের কবিতায়!


মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২৩ শে ফেব্রুয়ারি, ২০২৪ রাত ১০:৫৪

Snowflake বলেছেন: আপনার অকবিতাটগ অসাধারণ কবিতা হয়েছে।

২৪ শে ফেব্রুয়ারি, ২০২৪ ভোর ৬:৪৩

অতন্দ্র সাখাওয়াত বলেছেন: ধন্যবাদ। ভাল থাকবেন।

২| ২৪ শে ফেব্রুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৬:৫৫

রাজীব নুর বলেছেন: সুন্দর কবিতা লিখেছেন।

২৪ শে ফেব্রুয়ারি, ২০২৪ রাত ৮:৪১

অতন্দ্র সাখাওয়াত বলেছেন: অনেক ধন্যবাদ। ভাল থাকবেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.