নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

তোমার চোখের তারায় আমার হাজার মৃত্যু!

অতন্দ্র সাখাওয়াত

তন্দ্রাকুমারী একটি কাল্পনিক চরিত্র যার সন্ধানে আছি নিশিদিন!!

অতন্দ্র সাখাওয়াত › বিস্তারিত পোস্টঃ

আমার আমিত্ব

২৬ শে ফেব্রুয়ারি, ২০২৪ রাত ৯:০৯



অন্ধকার থেকে এসেছি,
অন্ধকারের দিকেই আমার যাত্রা।
মাঝখানে মৃদু আলোর ঝলকানি
এ আলো সত্য নয়
জীবন নয়, মৃত্যুই পৃথিবীর
সবচেয়ে বড় সত্য!
সত্যকে তাই ভালবাসলাম
মৃত্যুকেই ভালবাসলাম
ধিক্কার জানাই জীবনের প্রতি
ছলনাময় আহ্বানের।
কোন জীবনের গুণ কীর্তন করো হে পথিক?
জীবন- সেতো মরীচিকা
তাকে কে কবে পেয়েছে!
রোগ-শোকেই তোমার গন্তব্য
ঝরে পড়া ফুলের মতোই তোমার ভবিষ্যৎ।

উত্থানে নয়, পতনেই সুখের খোঁজ পেয়েছি
বিজয়ে নয়, পরাজয়েই আছে প্রকৃতির প্রকাশ
আমিই প্রকৃতি
আমিই সত্যের প্রবেশদ্বার
আমাকে দেখ, তোমার তাতেই
জগতের সবকিছু দেখা হয়ে যাবে।
আমিই তোমাকে জড়িয়ে রেখেছি প্রেমে ও অপ্রেমে
আমার মধ্যেই আছে চাঁদ-সূর্য-গ্রহ-তারা
আমিই তোমার মুক্তির দূত
তোমার সকল কামনা-বাসনার উৎস আমি
আমিই ঈশ্বর
আমিই শয়তান
আমিই ফেরেশতা
আমিই আদম
আমিই বিজ্ঞান
আমিই সাহিত্য
আমিই দর্শন
আমাকে খোঁজো প্রিয়,
তোমার একান্ত প্রহরে
তোমার নির্জনতায়
তোমার সকল কর্মব্যস্ততায়।
তুমি আকাশ জয় করতে চাও?
আমিই তোমার আকাশ
আমাকে জয় কর।
আমাকে লক্ষ্য করে গাও তোমার অবিনাশী গান
আমাকে উৎসর্গ করো তোমার সব উদ্দামতা,
সব চঞ্চলতা।
তুমি সব অস্বীকার করতে পার,
আমাকে অস্বীকার করে পাড় পাবে না-কাভি নেহি।

তুমি ভালো থেকো হে আমিত্ব
তুমি ভালো থেকো হে অবিকৃত আশা
শুধু জেনো তুমি আমার-আমি তোমার।

মন্তব্য ২ টি রেটিং +২/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২৭ শে ফেব্রুয়ারি, ২০২৪ বিকাল ৪:২১

রাজীব নুর বলেছেন: সুন্দর কবিতা লিখেছেন।

২৭ শে ফেব্রুয়ারি, ২০২৪ বিকাল ৫:৫৯

অতন্দ্র সাখাওয়াত বলেছেন: অনেক ধন্যবাদ। ভাল থাকবেব।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.