নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

তোমার চোখের তারায় আমার হাজার মৃত্যু!

অতন্দ্র সাখাওয়াত

তন্দ্রাকুমারী একটি কাল্পনিক চরিত্র যার সন্ধানে আছি নিশিদিন!!

অতন্দ্র সাখাওয়াত › বিস্তারিত পোস্টঃ

"পেহেলা নাশা" গানের বাংলা তর্জমা

২৪ শে মার্চ, ২০২৪ রাত ৯:৩৫



তুমি কিছু না বললেও আমি শুনেছি..
ভালোবাসার সঙ্গী হিসেবে,
তুমি আমাকে বেছে নিয়েছ..বেছে নিয়েছ..
আমি শুনেছি..আমি শুনেছি..
**
প্রথম নেশা.. প্রথম খারাপ পরিণাম..
এটা নতুন ভালোবাসা..
নতুন কিছুর জন্য অপেক্ষা..
নিজের কি অবস্থা আমি করব?
এই হৃদয়টা উদাস..
আমার হৃদয়টা উদাস..
কেন? তুমিই বলো হে প্রিয়..
প্রথম নেশা.. প্রথম খারাপ পরিণাম..
**
আমি কি এই বাতাসে কোথাও উড়ে যাবো?
নাকি এই মেঘের মধ্যে কোথাও দোল খাবো?
আমি কি এই বাতাসে কোথাও উড়ে যাবো?
নাকি মেঘের মধ্যে কোথাও দোল খাবো?
আমি কি আকাশ আর পৃথিবীকে এক করব?
বলো বন্ধু, কি করব, কি করব না?
প্রথম নেশা.. প্রথম খারাপ পরিণতি..
এটা নতুন ভালোবাসা..
নতুন কিছুর জন্য অপেক্ষা..
নিজের কি অবস্থা আমি করব?
এই হৃদয়টা উদাস..
আমার হৃদয়টা উদাস..
কেন? তুমিই বলো হে প্রিয়..
প্রথম নেশা.. প্রথম খারাপ পরিণতি..
**
সে এমনভাবে কথা বলল..
যেন সে আমাকে হাজার রঙের স্বপ্ন দিল..
সে এমনভাবে কথা বলল..
যেন সে আমাকে হাজার রঙের স্বপ্ন দিল..
যেন আমি পরাজিত হয়ে রই..
আর সে আমাকে ভালবেসে চুমু খায়..
প্রথম নেশা.. প্রথম খারাপ পরিণাম..
এটা নতুন ভালোবাসা..
নতুন কিছুর জন্য অপেক্ষা..
নিজের কি অবস্থা আমি করব..
এই হৃদয়টা উদাস..
আমার হৃদয় উদাস..
কেন? তুমিই বলো হে প্রিয়..

https://youtu.be/SBfPs-PMGTA?si=zLzJVkbL16J2K0Vp

মন্তব্য ৮ টি রেটিং +০/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ২৪ শে মার্চ, ২০২৪ রাত ১০:৩৭

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: ভালো থাকবেন

২৪ শে মার্চ, ২০২৪ রাত ১০:৪৬

অতন্দ্র সাখাওয়াত বলেছেন: ধন্যবাদ। আপনিও ভাল থাকুন। শুভকামনা।

২| ২৪ শে মার্চ, ২০২৪ রাত ১১:৪৯

মোহাম্মদ গোফরান বলেছেন: সুন্দর। জিসম এর পেহেলা নেশা?

২৫ শে মার্চ, ২০২৪ ভোর ৪:৪০

অতন্দ্র সাখাওয়াত বলেছেন: না। Jo Jeeta Wohi Sikandar মুভি। আমির খান অভিনিত।

৩| ২৫ শে মার্চ, ২০২৪ রাত ১:৩২

নিবারণ বলেছেন: কবির বকুল সাহেব, হিন্দি গানগুলারে সুন্দর কইরা বাংলা বানাইতে পারতেন। হিন্দি সেসব গানের হুবহু সুরে আবার দেশি সুরকারও থাকত। বুঝতেই পারতাম না, ঐ ব্যাটা সুরকারের কামডা কী? যদিও কবির বকুল সাহেবের বাংলা অনুবাদ ভালা লাগত।

২৫ শে মার্চ, ২০২৪ ভোর ৪:৪৩

অতন্দ্র সাখাওয়াত বলেছেন: হুম। কাজটা করতে গিয়ে দেখলাম, বেশ কষ্টকর আর সময়সাপেক্ষ কাজ। ভাল থাকবেন।

৪| ২৫ শে মার্চ, ২০২৪ সকাল ১১:০০

রাজীব নুর বলেছেন: ভালোই হয়েছে।

২৫ শে মার্চ, ২০২৪ বিকাল ৫:৪৬

অতন্দ্র সাখাওয়াত বলেছেন: অনেক ধন্যবাদ। ভাল থাকবেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.