নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

তোমার চোখের তারায় আমার হাজার মৃত্যু!

অতন্দ্র সাখাওয়াত

তন্দ্রাকুমারী একটি কাল্পনিক চরিত্র যার সন্ধানে আছি নিশিদিন!!

অতন্দ্র সাখাওয়াত › বিস্তারিত পোস্টঃ

ইতি তোমারই প্রাক্তন

২৭ শে মার্চ, ২০২৪ রাত ২:৪৫


তোমার মুখটা আমি আত্মস্ত করে নিয়েছি
তোমার ছবিটা আমার হৃদয়ের দেয়ালে টাঙানো
ছবিটা দেখলে নিজের মধ্যে খুব বড়ত্ব আসে
তোমার মাঝে যে বিশালতা আর অহংকার
তা আমাকে বুঝিয়ে দিয়েছে জীবনের সৌন্দর্য
আমি সেই সৌন্দর্যে মাতাল হয়েছি বারবার
মাতাল হয়ে আবিষ্কার করেছি তোমার বুক
যেখানে প্রতিনিয়তই ভেসে যায় জাহাজ
যার গভীরে খেলা করে বিশাল জলজ প্রাণী
তোমার মুখ আমাকে শেখালো ভালোবাসার মানে
আজ এই গভীর রাতে তোমার কথা মনে পড়ে
মনে পড়ে হাওয়ায় ভাসতে থাকা তোমার চুল
আরো কত কি যে মনে পড়ে আমার!

কখনো কি আর দেখা হবে আমাদের?
আজকাল জোর দিয়ে কিছুই বলতে পারি না
কেন পারি না, সে খবর কেউ জানে না-তুমি জানো
যদি তোমার কবরের পাশে আমার কবর হতো
তবে প্রতিদিন অন্তত একবার আলিঙ্গন করতাম
যদি তাতে বারবার মৃত্যুদণ্ড হতো, আমি ধন্য হতাম
তোমার চোখের জল গোপনে মাখতাম আমার আঙুলে
সাহসের অভাবে আজকাল তোমাকে দূর থেকেই দেখি
কিন্তু তুমিতো প্রজাপতির মতো উড়ে উড়ে উড়ে
চলে আসতে পার আমার বুকে, কি পারো না?
নাকি আমার কথা এখন আর তোমার মনে নেই?
কিংবা মনে পড়লেও সেটা কতটা আর জরুরী!

তুমি একদিন জানতে চেয়েছিলে আমি কেমন আছি
শুধু মুচকি হেসে তোমার চোখে তাকিয়ে ছিলাম
আমার বোবা দৃষ্টিই তোমাকে দিয়েছিল উত্তর
আজ আমার চিৎকার করে বলতে ইচ্ছে করছে
ভাল ছিলাম না, ভাল থাকবো না, আমি ভাল নেই
আমি যখন আয়নার দিকে অবহেলায় তাকাই
তখন উদ্বিগ্নতা, বিষন্নতা, আর হতাশায় কুঁকড়ে যাই
জীবন আমার কাছে এখন একটি অদৃশ্য মৃত ইঁদুর
এরচেয়ে বেশি আর কিছু নয়, কিছু নয়
আজ আর কোন গন্তব্য নেই আমার জন্য
যেহেতু তুমি নেই, আমার প্রেরণাদায়ী তুমি নেই
আজ আর কারো উপর কতৃত্ব নেই আমার
নিজেকে বিক্রি করে দিয়েছি এই কর্পোরেটের কাছে
যারা আমাকে নিষিদ্ধ ফল ভেবে টুকরো টুকরো করছে
আর আমার ভেতর ঠেসে দিয়েছে ব্যর্থতার বীজানু
ভালো থেকো, বেঁচে থাকলেও আর দেখা না হোক।



মন্তব্য ৮ টি রেটিং +১/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ২৭ শে মার্চ, ২০২৪ সকাল ১০:০২

সাখাওয়াত হোসেন বাবন বলেছেন: শুভ কামনা রইলো

২৭ শে মার্চ, ২০২৪ সন্ধ্যা ৬:৪৩

অতন্দ্র সাখাওয়াত বলেছেন: অনেক ধন্যবাদ। ভাল থাকুন।

২| ২৭ শে মার্চ, ২০২৪ সকাল ১০:২৮

আলমগীর সরকার লিটন বলেছেন: বেশ প্রেমময়

২৭ শে মার্চ, ২০২৪ সন্ধ্যা ৬:৪৪

অতন্দ্র সাখাওয়াত বলেছেন: অনেক ধন্যবাদ। ভাল থাকুন।

৩| ২৭ শে মার্চ, ২০২৪ সকাল ১১:৫৫

শায়মা বলেছেন: অভিমানী কবিত! :(

২৭ শে মার্চ, ২০২৪ সন্ধ্যা ৬:৪৫

অতন্দ্র সাখাওয়াত বলেছেন: অভিমান মাঝে মাঝে আপনা আপনি চলে আসে। ভালো থাকুন

৪| ২৭ শে মার্চ, ২০২৪ বিকাল ৪:২৯

রাজীব নুর বলেছেন: সুন্দর কবিতা।

২৭ শে মার্চ, ২০২৪ সন্ধ্যা ৬:৪৫

অতন্দ্র সাখাওয়াত বলেছেন: অনেক ধন্যবাদ। ভাল থাকুন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.