নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
তন্দ্রাকুমারী একটি কাল্পনিক চরিত্র যার সন্ধানে আছি নিশিদিন!!
হারমোনিয়ামের কোমল 'মা' এর রিড চেপে যখন
গভীর এক অনুভবে কল্পনায় মিশে গেলাম
সে অনুভব কণ্ঠে ধারণ করতে গিয়ে দেখি তোমার মুখ!
দু'চোখ তখন বন্ধ ছিল, শ্রাব্যতার সীমা ছিল অসীম
আমি তোমার অস্তিত্বের চতুর্পাশ্বে ভেসে ভেসে
জড়িয়ে গেলাম অসীম নিরবতায়; প্রশান্তির স্কেচে
আঁকলাম তোমার মুখ। তোমার চলার পথ আমাকে
ডাকলো অন্য এক সুখ কিংবা সংঘাতের মতো
দীর্ঘতম রাত্রির নিঝুম স্পন্দনে তোমার কোলের
জলের বিন্দু পেতে মন হয়ে ওঠলো বিদ্রোহী ভৃগু
মহাকাশ থেকে মহাকাব্যের অক্লেশে বিপুল পথে
তোমার পদধ্বনি শুনতে আমি ছুটে গেলাম অন্য ভুবনে
নরম বৃষ্টির জলছাপ লেগে ছিল সে শাদা বরফের দেশে
তখন তোমার মনের সর্পিল মানচিত্রেরা হেসে উঠল।
যদি তুমি আমার মা হতে তবে তোমার স্পর্শ,
তোমার গন্ধ, তোমার মাধুর্য আমায় করতোনা ভস্ম
আমি তোমার নিটোল চাহনির গভীর রক্তস্রোতে
ভেসে যেতাম ঈশ্বরের রাজ্য থেকে দূর নিভৃতে
একাকার হতাম তোমার ছন্দের উচ্ছলাতার সৌরভে।
৩০ শে মার্চ, ২০২৪ রাত ১১:৪২
অতন্দ্র সাখাওয়াত বলেছেন: অনেক ধন্যবাদ। ভালো থাকুন।
২| ৩১ শে মার্চ, ২০২৪ রাত ৯:০৯
গণকবি বলেছেন: হৃদয়ের কোমল আকুতি ফুটে উঠেছে।
০১ লা এপ্রিল, ২০২৪ রাত ৮:৪১
অতন্দ্র সাখাওয়াত বলেছেন: অনেক ধন্যবাদ। ভালো থাকুন।
©somewhere in net ltd.
১| ৩০ শে মার্চ, ২০২৪ রাত ১১:৩৮
রাজীব নুর বলেছেন: খুব সুন্দর কবিতা।