![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
তন্দ্রাকুমারী একটি কাল্পনিক চরিত্র যার সন্ধানে আছি নিশিদিন!!
আমি পথে পথে ঘুরি
আমার পথেই ঘরবাড়ি
আমার সঙ্গবিহীন মন
শুধু তোমায় প্রয়োজন।
আমি লাটাইবিহীন ঘুড়ি
আমার স্বপ্ন গেছে চুরি
আমার নাই কোন ধন
নাইরে আপন জন।
আমি এক ভাঙ্গা মানুষ
বুকের ভেতর উড়াই ফানুস
আমারতো নেই মনের মত মন
আমায় কারো নাইরে প্রয়োজন।
তবুও আমি স্বপ্ন দেখি
ঘুমের ঘোরে গল্প লেখি
তোমার বুকের শব্দ খুঁজি
হয়তো বুঝি কিংবা নাইবা বুঝি।
তবুও তোমার চলার ছন্দ শুনব
তোমার জন্য প্রেমের জাল বুনব
একদিন যদি বন্ধ হয় নিঃশ্বাস-প্রশ্বাস
তবুও জেনো তোমার মাঝেই আমার বসবাস!
২৬ শে এপ্রিল, ২০২৪ সকাল ১০:৫৮
অতন্দ্র সাখাওয়াত বলেছেন: ধন্যবাদ।
২| ২৫ শে আগস্ট, ২০২৫ সকাল ১০:৩১
যভচঞর বলেছেন: Geometry Dash's extensive level library stands out due to the variety of levels it offers, each with its own visual style, set of obstacles, and https://geometrydashfullversion.io
©somewhere in net ltd.
১|
২৬ শে এপ্রিল, ২০২৪ রাত ১২:৪৮
মহাজাগতিক চিন্তা বলেছেন: ঠিক আছে।